Header Ads

এপিস মেলিফিকা ( Apis Mellifica ) [ মৌমাছির হুলের বিষ; এপিয়াম ভিরাস ]


এপিস মেলিফিকা ( Apis Mellifica ) [মৌমাছির হুলের বিষ; এপিয়াম ভিরাস ]

এপিস মেলিফিকা ( Apis Mellifica ) [ মৌমাছির হুলের বিষ; এপিয়াম ভিরাস ]

গন্ডমালাধাতু ব্যক্তি, গ্রন্থিগুলি বর্ধিত ও শক্ত; শক্ত ক্যান্সার অথবা উম্মুক্ত ক্যান্সার। 

স্ত্রীলোক, বিশেষতঃ বিধবা, শিশু ও বালিকা, যদিও স্বভাবতঃ সতর্ক তথাপি সময়ে সময়ে অকুশল হইয়া পড়ে, জিনিসপত্র নাড়াচাড়া করার সময় উহা হাত হইতে পড়িয়া যায় (বোভিষ্টা)। 

তরুণ উদ্ভেদ অসম্পূর্ণভাবে প্রকাশিত হওয়ায় বা লুপ্ত হওয়ার কুফল (জিংঙ্ক); হাম, আরক্ত-জ্বর, শীতপিত্ত। 
হিংসা, ভয়, ক্রোধ, বিরক্তি, দুঃসংবাদ হইতে পীড়া।

উত্তেজনাপ্রবণ, স্নায়বিক, চঞ্চল, তাহাকে সন্তুষ্ট করা কঠিন হয়। 

ক্রন্দনশীল স্বভাব, না কাঁদিয়া পারে না; সাহসশূণ্য, হতাশ (পালস)।

জাগ্রত অথবা ঘুমন্ত অবস্থায় শিশু আকস্মাৎ তীব্র, মর্মভেদী চিৎকার করিয়া উঠে (হেলিবোর)। 

শোথ, চক্ষুর নিম্নে থলির ন্যায় স্ফীত হইয়া থাকে (চক্ষুর উপর পাতায় স্ফীতি-কেলি কার্ব); হাত ও পায়ে স্ফীতি, শোথ কিন্তু পিপাসা থাকে না


অত্যন্ত স্পর্শকাতরতা। 

বেদনা, জ্বালাকর, হুলবিদ্ধবৎ, ক্ষতবৎ, উহা আকস্মাৎ দেহের এক স্থান হইতে অন্যস্থানে সরিয়া যায়।

তৃষ্ণাশূণ্যতা, সর্বাঙ্গীণ শোথ ও উদরী রোগে উপযোগী।

অবারিতমূত্র তৎসহ মূত্রযন্ত্রের অত্যন্ত উপ উপদাহ, এক মূহুর্ত অপেক্ষা করিতে পারে না। যখন মূত্র নির্গত হয় তখন উহাতে গরম জলে ঝলসাইয়া যাওয়ার ন্যায় জ্বালাকরে, পুনঃপুনঃ অত্যল্প, রক্তাক্ত মূত্র। 

কোষ্ঠবদ্ধতা, মনে হয় পেটের মধ্যে কিছু চাপ হইয়া আছে, যেন বেশী বেগ দিলে উহা ভাঙ্গিয়া যাইবে। 
উদরাময়, মাতালদিগের, উদ্ভেদযুক্ত পীড়ায়, বিশেষতঃ যদি উদ্ভেদ গুলি বসিয়া গিয়া থাকে; প্রতিবার সঞ্চালনে অসাড়ে মলত্যাগ, মনে হয় যেন মলদ্বারটি ফাঁকা হইয়া আছে (ফস)। 

শরীরের ডানপার্শে আক্রান্ত হয়, দক্ষিণ ডিম্বকোষ বা দক্ষিণ অন্ড বর্ধিত ও শোথযুক্ত। 

সবিরাম জ্বর, শীত বেলা 3টায়, তৎসহ পিপাসা (ইগ্নে), গরম ঘরে বৃদ্ধি, বাহ্য উত্তাপে বৃদ্ধি। 

সম্বন্ধ-অনুপুরক নেট্রাম মিউর। রাসের পূর্বে বা পরে খাটে না। এপিসের পর আস ও পালস ভাল খাটে। 
আরক্তজ্বর ও এলবুমেনযুক্ত মূত্রে ক্যান্থারিস, ডিজি, হেলিবো ব্যার্থ হওয়ার পর এপিস দ্বারা আরোগ্য হইয়াছে। 

উপচয়-নিদ্রার পর (ল্যাকে); বন্ধ, বিশেষতঃ গরম ও উত্তপ্ত গৃহে গোগীর অসহ্য বোধ হয়; জলে ভিজিলে বৃদ্ধি (রাস)। কিন্ত জলে ধুইলে এবং আক্রান্ত স্থান জল দিয়া মুছিলে উপশম হয়। 

উপশম-খোলা বাতাসে, ঠান্ডা জলে স্নানে, অনাবৃত হইলে, হাঁটিলে এবং অবস্থান পরিবর্তন করিলে, সোজা হইয়া বসিলে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.