Repertory
ল্যাটিন শব্দ Repertorium এবং ফ্রেঞ্চ শব্দ Reperire / Repertoire হতে Repertory শব্দের উদ্ভব হয়েছে। উভয় শব্দ দ্বারা কোন স্থান হতে কোন কিছু খুঁজে বের করা বুঝায়। রেপার্টরী শব্দের আভিধানিক অর্থ অনেক প্রকার হতে পারে, যেমন- ঔষধ কোষ, ভান্ডার, (Store or Stock or Storehouse or Repository or Depository), দ্রব্যাদির তালিকা বা ফর্দ ( Inventory or Catalogue or List), কোষাগার ( Treasury), সংগ্রহশালা ( Collection) বিশেষ তথ্যালয় ( A Store of Collection esp. Of Information ), সূচীপত্র (Index), উদাহরণ (Instances) দলিল(Facts), বিশেষ নাট্যমঞ্চ (Company Theater যেখানে নিত্যনতুন নাটক প্রতিনিয়ত মঞ্চস্থ হচ্ছে) ইত্যাদি।
Repertory শব্দকে ভেঙ্গেও ( Re-per-t-ory ) ( Re+Parire+ory) একটি অর্থ বের করা যায়, Re অর্থ পুনরায় (again), Parire অর্থ একত্রে সন্নিবেশ করা বিষয়ের তালিকা বা ফর্দ বা গুরুত্বপূর্ণ বিষয়ের নির্বাচিত তালিকা ( List of listed items) বা উৎপাদন করা (beget or produce) এবং ory অর্থ স্থান বা পর্যালোচনা বা বিষয়বস্তু বা বিন্যাস প্রনালী। পূর্ণ ব্যাখ্যা করলে রেপার্টরী শব্দের অর্থ দাড়ায়, এমন একটি কৌশলে পূর্ণ সাজানো ছক বা পদ্ধতি যাতে প্রয়োজনীয় তথ্য বা বস্তু স্বল্প সময়ে প্রাপ্তির জন্য সংরক্ষিত থাকে ( A place where things or information are kept in an orderly manner so that they can be easily found), অথবা এমনই একটি ছক বা সংক্ষিপ্তসারপূর্ণ তথ্যালয় যেখানে বিষয়সমূহ এমনভাবে সুবিন্যাস্ত থাকে যে সহজেই খুঁজে পাওয়া যায়। ( A Table of a compendium where the contents are easy to find out)
হ্যানিম্যান বিরচিত অর্গানন অব মেডিসিন গ্রন্থে বর্ণিত নিয়ম নীতি অনুসরণ করে - স্বল্পতম সময়ে, সুনির্বাচিত, সদৃশ, একক হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচনের সুবিধার্থে (ক) সুস্থ মানবদেহে পরীক্ষিত বা (খ) বিষবিজ্ঞান হতে আহরিত জ্ঞান বা ( গ) ক্লিনিক্যাল ভাবে সম্পূর্ণ বা আংশিকভাবে পরীক্ষিত ঔষুধ সমূহের রোগলক্ষণ উৎপাদনকারী বা আরোগ্যকারী গুণাবলীর দ্বারা লিপিবদ্ধ হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকায় অন্তর্ভূক্ত মানব দেহ-মনে প্রকাশিত প্রায় সর্বপ্রকার রোগ লক্ষণাবলীকে ( রুব্রিক বা লক্ষণ শিরোনাম হিসেবে) ধারাবাহিকভাবে ও (১) বর্ণমালার ক্রমানুসারে সাজিয়ে (ডাঃ রবিন মারফির হোমিওপ্যাথিক মেডিকেল রেপার্টরী) বা (২) কার্যসিদ্ধির উপযোগী করে সাজিয়ে (Schematic order-ডাঃ কেন্টের রেপার্টরী) (৩) পরিচায়ক লক্ষণাবলীর সমন্বয়ে সাজিয়ে ( ডাঃ বোনিংহাউসেন এর রেপার্টরী) এবং প্রতিটি লক্ষণের নির্দেশিত ওষুধাবলীকে বর্ণমালার ক্রমানুসারে ও ঔষধের গুরুত্ব অনুযায়ী সাজিয়ে অর্থাৎ অভিধানিক পদ্ধতি অনুসরণ করে যে বিশেষ ধরণের লক্ষণ নির্দেশিকা বা লক্ষণকোষ বা লক্ষণসূচী বা ঔষধকোষ বা ঔষধসূচী বা লক্ষণ+ঔষধ ভান্ডার রচিত হয়েছে তার নাম হোমিওপ্যাথিক রেপার্টরী।
হোমিওপ্যাথিক রেপার্টরী এমনই কলা-কৌশলে পরিপূর্ণ লক্ষণসূচী যে, মেটেরিয়া মেডিকার লক্ষণ-সমুদ্র হতে প্রয়োজনীয় লক্ষণ ও ঔষধতালিকা স্বল্পতম সময়ে খুঁজে বের করা সম্ভব হয়, কিন্তু এটা কোন অবস্থাতেই মেটেরিয়া মেডিকার বিকল্প বা স্থলাভিষিক্ত হতে পারে না।
সুতরাং বলা যায় রেপার্টরী হচ্ছে-
- মেটেরিয়া মেডিকার লক্ষণাবলীর আভিধানিক সূচীপত্র
- ঔষুধের রোগৎপাদক আ আরোগ্যকারক গুনাবলীর আভিধানিক সূচীপত্র।
- কোন বিশেষ লক্ষণের ( রুব্রিক বা লক্ষণ শিরোনামে হিসেবে) বিপরীতে ঔষধগুচ্ছের তালিকা প্রদানকারী।
- যে কোন লক্ষণের যতগুলো ঔষধ হতে পারে সে সকল ঔষধের মূল্যায়ন বা গ্রেড প্রদর্শনকারী ও তুলনাকারী।
- মেটেরিয়া মেডিকার বিশাল লক্ষণসমূদ্র হতে স্বল্পতম সময়ে, সঠিক, একক, সদৃশ ঔষধ খুঁজে পাওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য পুস্তক বা টুলস
- হোমিওপ্যাথিক ঔষুধের ও লক্ষণের ভান্ডার।
কোন মন্তব্য নেই