Header Ads

Myths

হোমিওপ্যাথিক ঔষধ কি কাজ করে?
চিকিৎসা বিজ্ঞানের মূল লক্ষ্য হচ্ছে অসুস্থ্য শরীরের রোগ কষ্ট দূর করে সুস্থ্য করে তোলা, চিকিৎসার জন্য যে সকল বিষয় ব্যবহার কর হয়ে থাকে তা শুধু মাত্র ঔষধ নয়। বর্তমান বিশ্বে যতধরণের চিকিৎসা পদ্ধতি রয়েছে তার কোনটির সাথে কোনটির তুলনা করা উচিৎ বলে আমার মনে হয় না। কেননা সকল পদ্ধতির মূল লক্ষ্য অসুস্থতা দূর করে সুস্থ্য করে তোলা। কোন চিকিৎসা পদ্ধতিকে অন্য পদ্ধতির অনুসারীগণ মূলতঃ ছোট করে দেখার লক্ষ্যেই এধরনের মন্তব্য করে থাকে। বস্তুত অনেক শারীরিক ও মানসিক রোগ কষ্ট রোগীর অজান্তেই সুনির্বাচিত এক  ডোজ হোমিও ঔষধ সারিয়ে তুলতে সক্ষম। এমনটা বহুল পরীক্ষিত। 

হোমিওপ্যাথিক কোন ধরণের শক্তি বেশী কার্যকর?
হোমিও আরোগ্যকলা কয়েকটি বিষয়কে বেশী গুরুত্ব দিয়ে থাকে এর মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে ময়াজম, সাধারণ লক্ষণ, অসাধারণ লক্ষণ, জীবনীশক্তি, মানসিক অবস্থা, রোগ ভোগের সময়, ঋতুর পরিবর্তন, রোগীর পারিবারিক ও আর্থসামাজিক অবস্থানসহ বিবিধ বিষয়। সুনির্বাচিত ঔষধ যে কোন শক্তি বা মাত্রাই রোগীর রোগ কষ্ট দুর করতে সক্ষম।  তবে সঠিক মাত্রা অথবা শক্তি নির্বাচন করতে পারলে রোগী আরোগ্যের দিকে খুব দ্রুত অগ্রসর হয়। 

হোমিও ঔষধ একবোতল একবার খেলেও কিছু হয় না কেন? 
বিষয়টি নির্ভর করে আপনি কোন ধরণের ভেষজ থেকে নির্মিত ঔষধ খেলেন। প্রকৃতপক্ষে কখনও এমনটা করা উচিত নয়। অনেক ঔষধই অন্য ঔষধের মত তাৎক্ষনিক প্রতিক্রিয়া শরীরে প্রকাশ করে না তবে এর দীর্ঘস্থায়ী একটা প্রতিক্রিয়া থাকে। একটি নির্দিষ্ট পরিমান পর্যন্ত গৃহীত ঔষধকে একমাত্রা হিসাবে গণ্য করা যেতে পারে। বেশী পরিমানে গৃহীত ঔষধ একমাত্রা হলে তেমন ক্ষতির সম্ভাবনা থাকে না কিন্তু ঐ পরিমাণ ঔষধ যদি কিছু ক্ষণ বিরতি দিয়ে দিয়ে গ্রহণ করা হয় তবে ক্ষতি ও রোগ লক্ষণ বেড়ে যাওয়ার সম্ভাবনা অধিক থাকে। তাই শিশুদের কাছ থেকে ঔষধগুলি দূরে রাখা উচিত কেননা গ্লোবিউলস এ ভেজান ঔষধ তারা খুব পছন্দ করে থাকে। 
  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.