Header Ads

ম্যাগনেশিয়া মিউরিয়েটিকা (Magnesia Muriatica) [ম্যাগ মিউর - Mag M]

ম্যাগনেশিয়া মিউরিয়েটিকা (Magnesia Muriatica) [ম্যাগ মিউর - Mag M]

হোমিওপ্যাথিক ঔষধ ম্যাগনেশিয়া মিউরিয়েটিকা (Magnesia Muriatica) লক্ষণ ব্যবহার ও ঔষধ সম্পর্ক

[ক্লোরাইড অব ম্যাগনেশিয়াম]

বিশেষভাবে সেই সকল স্ত্রীলোকের পীড়ায় উপযোগী যাহারা জরায়ু পীড়ার সহিত জড়িত আক্ষেপিক ও হিষ্টিরিয়া রোগে ভুগিতেছে,

যাহারা বহু বৎসর যাবৎ অজীর্ণ ও পিত্তাধিক্য রোগে ভুগিতেছে। 

শিশু; কষ্টকর দন্তোদ্গমকালে যাহারা দুধ হজম করিতে পারে না, দুধ খাইলে পাকস্থলীতে বেদনা জন্মে এবং উহা অজীর্ণ অবস্থায় নির্গত হইয়া যায়,

খর্বকায়, রিকেট রোগগ্রস্ত শিশু, যাহারা মিষ্ট খাইতে চায়। 

গোলমালে অত্যন্ত অনুভূতিযুক্ত হইয়া পড়ে (ইগ্নে, নাক্স, থেরিডি)। 

শিরঃপীড়া; প্রতি ছয় সপ্তাহ অন্তর, সম্মুখ কপালের উপর এবং চক্ষুর চারিদিকে, মনে হয় যেন উহা ফাটিয়া যাইবে, সঞ্চালনে ও খোলা বাতাসে বৃদ্ধি;

শয়ন করিয়া থাকিলে ও জোরে চাপ দিলে (পালস) উপশম, এবং গরম কাপড় দিয়া জড়াইয়া রাখিলে উপশম (সাইলি, ষ্ট্রন্সিয়া)। 

মস্তকে অত্যন্ত ঘর্ম হইবার প্রবণতা (ক্যাল্ক কার্ব, স্যানিকি, সাইলি)। 

মুখ হইতে অবিরত সাদা ফেনা উঠিতে থাকে। 

উদ্গার, উহাতে পচা ডিমের ন্যায় স্বাদ, পেঁয়াজের ন্যায় স্বাদ (নিঃশ্বাসে পেঁয়াজের গন্ধ-সিনাপিস)। 

দন্তশূল, দন্তে কোন খাদ্যদ্রব্যের স্পর্শে বেদনা অসহ্য হইয়া উঠে। 

চলিবার সময় এবং স্পর্শ করিলে যকৃতে চাপনবৎ ব্যথা, যকৃত শক্ত, বর্ধিত, দক্ষিণ পার্শ্বে শয়নে বেদনা বৃদ্ধি (মার্ক, কেলি কার্ব)। 

কোষ্ঠবদ্ধতা, মল শক্ত, অল্প, বৃহৎ, গাঁটগাঁট, ভেড়ার নাদির ন্যায়, নিঃসরণ করিতে কষ্ট হয়; মলদ্বারের প্রান্ত হইতে উহা ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পড়ে (এমন মিউর, নেট্রাম মিউর)

দন্তোদ্গমকালে শিশুদের কোষ্ঠবদ্ধতা। 

মূত্র বিবর্ণ, হলুদবর্ণ, কেবলমাত্র উদরের পেশীসমূহের সাহায্যে কোঁথ দিয়া নির্গত করিতে পারে। 

প্রত্যেকবার ঋতুস্রাবের সময় অত্যন্ত উত্তেজনা, স্রাব কাল, চাপচাপ, ঐ সঙ্গে আক্ষেপ ও বেদনা, চলিতে গেলে পৃষ্ঠবেদনার আধিক্য, উহা ঊরুদেশ পর্যন্ত বিস্তৃত হয়। 

অতিরজঃস্রাব, রাত্রিকালে শয্যায় শয়িত অবস্থায় অধিক, উহাতে হিষ্টিরিয়ার আক্ষেপ উপস্থিত হয় (একটিয়া, কলোফাই)। 

প্রদরস্রাব; পরিশ্রমের পরে, প্রত্যেকবার মলত্যাগকালে, তৎসহ জরায়ুর আক্ষেপ এবং তারপর অতিরজঃস্রাব; প্রতি দুই সপ্তহ পরে পরে তিন চার দিনের জন্য 

প্রদরস্রাব দেখা দেয় (ব্যারা কার্ব, বোভিষ্টা, কোনা)। 

বসিয়া থাকিলে বুক ঝড়ফড় করে এবং হৃৎপিন্ডস্থানে বেদনা হয় চলাফেরা করায় বৃদ্ধি (তুলনিয়-জেলস)

সম্বন্ধ- শিশুদিগের রোগে ক্যামোমিলার সহিত তুলনীয়। 
[শক্তি-৩০, ২০০]

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.