Header Ads

থ্ল্যাপ্সি বার্সা প্যাষ্টেরিস (Thlapsi Bursa Pastoris) [থ্ল্যাপ্সি -Thlapsi ]

হোমিওপ্যাথিক ঔষধ থ্ল্যাপ্সি বার্সা প্যাষ্টেরিস (Thlapsi Bursa Pastoris) [থ্ল্যাপ্সি -Thlapsi ] এর লক্ষণ প্রয়োগ উপকারিতা ও সতর্কতা।।

হোমিওপ্যাথিক ঔষধ থ্ল্যাপ্সি বার্সা প্যাষ্টেরিস (Thlapsi Bursa Pastoris) [থ্ল্যাপ্সি -Thlapsi ] এর লক্ষণ প্রয়োগ উপকারিতা ও সতর্কতা।।

ভিন্ন নামঃ সেফার্ডস্ পার্স - নামক গাছড়া 

শরীরের প্রত্যেকটি দ্বার হইতে প্রচুর অপ্রবল শৈরিক রক্তস্রাব; রক্ত কাল এবং চাপ-চাপ। 

অতিরজঃস্রাব, তৎসহ তীব্র খালধরা এবং জরায়ুশূল; হরিৎ পান্ডুরোগ, গর্ভপাতের পর, প্রসবের পর, রজোনিবৃত্তিকালে, জরায়ুর কর্কটরোগের সহিত ( ফস, অষ্টি)। 

ঋতুস্রাব, নিয়মিত সময়ের পূর্বে, অতি প্রচুর, দীর্ঘকালস্থায়ী ( আট, দশ এমনকি পনেরদিন পর্যন্ত), প্রথম আরম্ভ হওয়ার সময় সামান্য; প্রথম দিনে কেবলমাত্র একটু দাগ দেখা যায়, দ্বিতীয় দিনে শূলব্যথা, বমন এবং বড় বড় রক্তের চাপের সহিত রক্তস্রাব হইতে থাকে। এক ঋতু অন্তর অপর ঋতুকালে রক্তস্রব ক্রমেই অধিক হইতে থাকে। 

জরায়ুর নিশ্চেষ্টতাবশতঃ রক্তস্রাব অথবা বিলম্বিত ঋতু; অবসন্নকর স্রাব; একবারের ঋতুস্রাব বন্ধ হইতে না হইতেই আর একবারের স্রাব আরম্ভ হয়। 

প্রদরস্রাব রক্তাক্ত, কালচে, দুর্গন্ধযুক্ত, ঋতুস্রাবের কয়েকদিন পূর্বে ও পরে দেখা দেয়।

সম্বন্ধ- তুলনীয়-সিনাপিস, ট্রিলিয়াম, ভাইবার্নাম, আষ্টিলোগো। 

 শক্তিঃ

Thlapsi  Q

Thlapsi 6


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.