Header Ads

এগ্নাস ক্যাষ্টাস ( Agnus Castus ) [ এগ্নাস - Agn]


এগ্নাস ক্যাষ্টাস ( Agnus Castus ) [ চেষ্ট গাছ ]

এগ্নাস ক্যাষ্টাস ( Agnus Castus ) [ চেষ্ট গাছ ]
এগ্নাস ক্যাষ্টাস ( Agnus Castus ) [ চেষ্ট গাছ ]
শ্লেষ্মাপ্রধানধাতু ব্যক্তির পক্ষে উপযোগী। 

অন্যমনস্ক, অনুধাবনের শক্তি কমিয়া যায়, কোন কিছু মনে রাখিতে পারে না, একটি বাক্য দুইবার পড়িলে তবে অর্থবোধ করিতে পারে। 
“পুরাতন পাপী” 
ধ্বজভঙ্গ ও লালমেহযুক্ত; অবিবাহিত ব্যক্তি যাহার স্নায়বিক দূর্বলতার কষ্ট পায়। 

অকালবার্ধক্য, বিষাদভাব, ঔদাসীন্য, মানসিক বিশৃঙ্খলা, নিজেকে ঘৃণা করে; যে-সকল যুবক ইন্দ্রিয় শক্তির অপব্যবহার ও শুক্রক্ষয় হইতে এরূপ অবস্থা প্রাপ্ত হইয়াছে। 



সম্পূর্ণ ধ্বজভঙ্গ, ইন্দ্রিয় শিথিল, ঝুলিয়া পড়া এবংশীতল। কোনরূপ সঙ্গমশক্তি বা সঙ্গমেচ্ছা থাকে না। 

পুনঃপুনঃ গণেরিয়ার আক্রমণের পরবর্তী ধ্বজভঙ্গ। 

অবরুদ্ধ গণোরিয়ার কুফল। লালমেহ তৎসহ সঙ্গমেচ্ছা অথবা লিঙ্গোদ্রেকের অভাব। প্রদরস্রাব, স্বচ্ছ কিন্তু কাপড়ে হলদে দাগ লাগে, অসাড়ে অত্যন্ত শিথিল ইন্দ্রিয় হইতে স্রাব নির্গত হয়। 

স্তনাদাত্রী জনণীদের দুগ্ধস্রাবের অল্পতা অথবা দুগ্ধলোপ, তৎসহ প্রায়শঃ অত্যন্ত বিষাদভাব; বলেন, তিনি মরিয়া যাইবেন। 

নাসিকার সম্মুখে কল্পিত গন্ধ, যেন হেরিং মৎস্য মৃগনাভীর গন্ধ পাইতেছে এরূপ অভিযোগ করে। ইহা দ্বারা ভ্রমনজনিত উরুদ্বয়ের মধ্যবর্তী স্থানের ছাল উঠা নিবারিত হয়। 

সম্বন্ধ- এগ্নাসের পর জননেন্দ্রিয়ের দূর্বলতা এবংধ্বজভঙ্গ রোগে ক্যালাডিয়াম এবং সেলিনিয়াম ভাল কাজ করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.