Header Ads

এন্টিমোনিয়াম ক্রুডাম ( Antimonium Crudum ) [ সালফাইড অব এন্টিমনি ]


এন্টিমোনিয়াম ক্রুডাম ( Antimonium Crudum ) [ সালফাইড অব এন্টিমনি ]

এন্টিমোনিয়াম ক্রুডাম ( Antimonium Crudum ) [সালফাইড অব এন্টিমনি]

যে-সকল শিশু ও যুবক-যুবতী মোট হইবার প্রবণতাযুক্ত তাহাদের পক্ষে উপযোগী (ক্যাল্ক কার্ব )। জীবনের উভয় প্রান্তে অর্থাৎ বৃদ্ধ ও শিশুদের পক্ষে উপযোগী। 

প্রাতঃকালীন উদরাময়যুক্ত বদ্ধলোক, যাহাদিগের আকস্মাৎ কোষ্ঠ-বদ্ধতা দেখা দেয় অথবা পর্যায়ক্রমে কোষ্ঠবদ্ধতার ও উদরাময় উপস্থিত হয়, নাড়ী দৃঢ় ও দ্রুত। 

ঠান্ডায় অত্যনুভূতিযুক্ত, ঠান্ডা লাগার পর বৃদ্ধি। 
শিশু অত্যন্ত খিট্ খিটে ও ক্রোধী, স্পর্শ করিলে বা তাহার দিকে তাকাইলে সহ্য করিতে পারে না, মুখ ভার করিয়া থাকে, কাহারও সহিত কথা বলিতে চাহে না, চাহে না যে কেহ তাহার সহিত কথা বলুক (এন্টিম টার্ট, আয়ড, সাইলি)। তাহাকে একটু আদর করিতে গেলেই চটিয়া যায়। 
অত্যন্ত বিষন্নতা, তৎসহ ক্রন্দন। 
জীবনে বিতৃষ্ণা। 
উৎকন্ঠিত, ক্রন্দনভবযুক্ত; রোগিনী সামান্য কারণেই অভিভূত হইয়া পড়েন (পালস), রিতিশয় নৈরাশ্য, জলে ডুবিয়া আত্মহত্যা করিতে চান। 
পদ্যে কথা বলার অথবা পদ্য আবৃত্তি করার অদম্য প্রবৃত্তি। 
চন্দ্রালোকে স্ফুর্তিযুক্ত হন, বিশেষভাবে ‍উল্লাসজনক প্রেমভাব জাগিয়া উঠে; হতাশ প্রেমের মন্দ ফল (ক্যাল্ক ফস)। 
নাসারন্ধ্র ও ওষ্ঠদ্বয়ের সংযোগস্থলে ক্ষতবৎ, ফাটা ফাটা এবং মামডিযুক্ত। 
নদীতে স্নানের পর, ঠান্ডা লাগানর পর, মদ্যপানের পর, পরিপাক ক্রিয়ার গোলযোগে, টক দ্রব্য, চর্বিযুক্ত দ্রব্য ও ফল আহারের পর এবং উদ্ভেদ বসিয়া যাওয়ার পর শিরঃপীড়া। 
অতিভোজন হেতু পাকাশয়িক গোলযোগ, পাকস্থলী দূর্বল, সহজেই পীড়িত হয়, জিহ্বার উপর পুরু দুধের ন্যায় সাদা লেপ, এইটিই এই ঔষধের সর্বাপেক্ষা মূলবান লক্ষণ। মুখের মধ্যে জাড়ি-ঘা হওয়ার প্রবণতাযুক্ত (আর্জ নাই, সালফ)। 
টকদ্রব্য এবং চাটনি খাওয়ার স্পৃহা। 

পাকাশয়িক ও আন্ত্রিক গোলযোগ-রুটি ও পিষ্টক আহারে, টক দ্রব্য বিশেষৎঃ ভিনিগার খাওয়ায়, টক ও খারাপ মদ্যমানে, শীতল জলে স্নানের পর, অত্যন্ত উত্তপ্ত হওয়ার পর, গরমকালে। 
বৎসরের পর বৎসর উপর দিকে ও নীচের দিকে বায়ুনিঃসরণ এবং অজীর্ণ খাদ্যবস্তুর স্বাদযুক্ত উদ্গার। 
প্রচুর পরিমাণে শ্লেষ্মাক্ষরণ-খকখক করিয়া কাশিলে নাসিকার পশ্চাৎরন্ধ্র হইতে শ্লেষ্মাক্ষরণ, মলদ্বার হইতে শ্লেষ্মাক্ষরণ, ঐ শ্লেষ্মা ক্ষতকর, চুয়াইয়া পড়ে, কাপড়ে হলদে দাগ লাগে, শ্লেষ্মা-স্রাবী অর্শ। 
চর্মের উপরে অস্বাভাবিক উপমাস জন্মানর প্রবণতা, আঙ্গুলের নখগুলি দ্রুত বাড়ে না, থেৎলান নখ আঁচিলের মত ফাটা ফাটা হইয়া ক্ষুদ্র ক্ষুদ্র শিঙের ন্যায় স্থানযুক্ত হইয়া বাড়িতে থাকে। 
পায়ের তালুতে  শুঙ্গের ন্যায় বড় বড় কড়া। হাটিবার সময় অত্যন্ত যন্ত্রণা হয় বিশেষতঃ পাথর বাঁধান রাস্তায়। 
অত্যুত্তপ্ত হওয়ার ফলে স্বরলোপ। 
সূর্যের উত্তাপ সহ্য করিতে পারে না, সূর্যতাপের মধ্যে অতিরিক্ত পরিশ্রম করিলে রোগ লক্ষণগুলি বাড়িয়া উঠে (ল্যাকে, নেট্রাম মিউর)।  
আগুনের নিকট বসিয়া অত্যুত্তপ্ত হইলে বৃদ্ধি, গরম আবহাওয়ায় অবসন্ন হইয়া পড়ে। রোদ্র লাগার ফলে পীড়া। 
হুপিং-কাশি, রোদ্র অত্যুত্তপ্ত হইল, অথবা গরম ঘরে বৃদ্ধি, ঠান্ডা জলে স্নানে বৃদ্ধি। 
যখন রোগ লক্ষণগুলি ফিরিয়া আসে তখন তাহার স্থান পরিবর্তন করে, অথবা দেহের একপার্শ হইতে অপর পার্শে সরিয়া যায়। 
ঠান্ডা জলে স্নান করিতে চায় না, ঠান্ডা জলে স্নান করাইলে বা ধৌত করিলে শিশু কাদিতে থাকে; ঠান্ডা জলে স্নানের ফলে তীব্র শিরঃপীড়া দেখা দেয়; ঋতুস্রাব অবরুদ্ধ হয়। সাঁতার কাটায় অথবা জলে পড়ায় সর্দি লাগে (রাস)। 
সম্বন্ধ-স্কুইলার অনুপুরক। 
সমগুণ-পাকাশয়িক গোলযোগে-ব্রায়ো, ইপি, লাইকে, পালস। পালস, মার্ক ও সালফের পর এন্ট্রিম ক্রুড ভাল খাটে। 
উপচয়-আহারের পর, ঠান্ডা জলে স্নানের পর, টক দ্রব্য ও টক মদ্য পানের পর; সূর্যের উত্তাপ অথবা অগ্নিতে উত্তপ্ত হওয়ার পর; অত্যাধিক ঠান্ড বা অত্যধিক উত্তাপে। 
উপশম-খোলা বাতাসে, বিশ্রামের পর, উষ্ণ জলে স্নানের পর। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.