Header Ads

থুজা অক্সিডেন্টালিস ( Thuja Occidentalis ) [ ট্রি অব লাইফ বা শ্বেত সিডার নামক বৃক্ষের পাতা ]


থুজা অক্সিডেন্টালিস ( Thuja Occidentalis ) [ ট্রি অব লাইফ বা শ্বেত সিডার নামক বৃক্ষের পাতা ]

থুজা অক্সিডেন্টালিস ( Thuja Occidentalis ) [ ট্রি অব লাইফ বা শ্বেত সিডার নামক বৃক্ষের পাতা ]
গ্রুভগল বর্ণিত হাইড্রোজেনয়েড ধাতু লোকদিগের পক্ষে উপযোগী; কারণের সহিত ফলের যেরূপ সম্বন্ধে এই হাইড্রোজেনয়েড ধাতুর সহিতও সাইকোসিস দোষের সম্বন্ধ তদরূপ।

হ্যানিম্যানবর্ণিত সাইকোসিস দোষের সহিত থুজার যে সম্বন্ধ, সালফারের সহিত সোরার ও র্মার্কারির সহিত সিফিলিসের সেই সম্বন্ধ, থুজা শ্লৈষ্মিক ঝিল্লী ও ত্বকের উপর আচিল, শ্লেষ্মাগুটি, আঁচিলের ন্যয় উপমাংস সৃষ্টি করে। 
যে-সকল লোক শ্লেষ্মাপ্রধানধাতু  এবং অত্যন্ত মেদবহুল, কালবর্ণ, কাল চুল ও অস্বস্থ্যকর চর্মযুক্ত, এই ঔষধ তাহাদের উপর উৎকৃষ্ট ক্রিয়া প্রকাশ করে। 

টিকা দেওয়ার কুফলে পীড়া (এন্ট্রিম টার্ট, সাইলি); গনোরিয়া চাপা পড়িয়া অথবা কুচিকিৎসিত হওয়ার ফলে পীড়া (মেডোর)। 

কতগুলি বন্ধমুল ধারণা জন্মে-মনে করে তাহার পার্শে যেন একটি অপরিচিত লোক রহিয়াছে; যেন তাহার দেহ ও আত্মা পৃথক হইয়া গিয়াছে; যেন একটি জীবন্ত প্রাণী তাহার উদরের মধ্যে রহিয়াছে, যেন সে কোন দেবশক্তির অধীন হইয়া পড়িয়াছে। 

উম্মাদ স্ত্রীলোকেরা কাহাকেও নিকটে আসিতে বা স্পর্শ করিতে দেয় না (শূচিবায়ু)। 

চক্ষু মুদ্রিত করিলে শিরোঘূর্ণন (ল্যাকে, থেরিডি)। 

শিরপীড়া, যেন কপালের পার্শস্থ অস্থির মধ্যে একটি পেরেক বিদ্ধ হইতেছে (কফিয়া, ইগ্নে) অথবা, যেন একটি ন্যুব্জ বোতাম দিয়া ঐ স্থানটি চাপিয়া ধরা হইতেছে; ইন্দ্রিয়চালনায়, অত্যত্তপ্ত হওয়ায়, চা-পানে (সেলিনি) বৃদ্ধি;পুরাতন, অথবা সাইকোসি অথবা সিফিলিস দোষজাত শিরপীড়া। 

সাদা আইসের ন্যায় খুস্কি, চুলগুলি শুষ্ক ও উঠিয়া যাইতে থাকে। 

চক্ষু-সাইকোসিস বা সিফিলিস দোষ হইতে সদ্যোজাত শিশুর চক্ষুপ্রদাহ; আঁচিল বা ফোষ্কার ন্যায় বড় বড় মাংসাঙ্কুর জন্মে; উত্তাপে এবং আবৃত রাখিলে উপশম; যদি অনাবৃত রাখা হয় তাহা হইলে মনে হয় যেন চক্ষুর উপর দিয়া একটি শীতল বায়ুস্রোত প্রবাহিত হইতেছে।



চক্ষুরপাতা-রাত্রিকালে জুড়িয়া যায়, কিনারাগুলিতে শুষ্ক আইসের ন্যায় পদার্থ জমিয়া থাকে; আঞ্জনি ও চক্ষুপুটীয় আর্বুদ জন্মে-বীজের মত, পুরু, শক্ত, ক্ষুদ্র ক্ষুদ্র শ্লেষ্মাগুটির ন্যায় উপমাংস, ষ্ট্যাফিস দ্বারা আংশিক উপকার হইলেও আরোগ্য হয় না। 

কর্ণ-পুরাতন কর্ণপ্রদাহ, পচা মাংসের ন্যায় পূঁজ নিঃসৃত হয়; মাংসাঙ্কুর শ্লেষ্মাগুটি, বহুপাদ অর্বুদ জন্মে-এই গুলি ঈষৎ লালবর্ণ, কোষময় এবং সহজেই রক্তস্রাবী। 

চর্মরোগের পরবর্তী পুরাতন সর্দি, ঘন, সবুজ শ্লেষ্মা অথবা রক্ত এবং পুঁজ নির্গত হয় (পালস)।

দাঁতের গোড়া ক্ষয়িয়া যায় কিন্তু উপরিভাগ ভাল থাকে (মেজের-ধারগুলি ক্ষরিয়া যায়-ষ্ট্যাফিস), দাঁত ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পড়ে, হলদে হইয়া যায় (সিফিলি)। 

জিহ্বার নিম্নে অর্বুদ; জিহ্বার উপর অথবা মুখের মধ্যে নীলাভ বা স্ফীত শিরাসমূহ (এম্ব্রা)। 
চা-পানের ফলে দন্তশূল।
“নাক ঝাড়িলে দাঁতের গর্তের মধ্যে অথবা তাহার পাশে একপ্রকার চাপনবৎ বেদনা অনুভূত হয় (কিউলেক্স)”-বোনিংহোসেন। 

উদর-মনে হয় যেন উদরের মধ্যে কোন জন্তু ডাকিতেছে, যেন কোন জীবন্ত প্রাণী নড়িয়া বেড়াইতেছে;যেন ভ্রুনের হাতের ন্যায় এদিক ওদিক চাপ দিয়া স্থানটিকে স্থানটিকে উচু করিয়া তুলিতেছে (ক্রোকাস, নাক্স মস্ক, সালফ)। 

হাঁটিবার বা ঘোড়ায় চড়ার সময় বাম ডিম্বাধার স্থানে একপ্রকার কষ্টকর, জ্বালাকর বেদনা অনুভুত হয-তজ্জন্ন রোগিনী বসিয়া পড়িতে বাধ্য হন (ক্রোকাস, অাষ্টি), প্রত্যেকবার ঋতুকালে উহার বৃদ্ধি। 

কোষ্ঠবদ্ধতা-সরলান্ত্রে তীব্র বেদনার জন্য মলত্যাগের চেষ্টা হইতে বিরত থাকিতে বাধ্য হয়; কিছুটা মল নির্গত হওয়ার পর, অবশিষ্ট মল উপর দিকে উঠিয়া যায় ( স্যানিকি, সাইলি)। 

অর্শবলি স্ফীত, বসিয়া থাকাকালে উহার বেদনা সর্বাপেক্ষা তীব্র হয়। 
উদরাময়, অতি প্রত্যুষে, যথেষ্ট বায়ুর সহিত বেগে মল নির্গত হয় (এলো); পিপার ছিদ্র দিয়া জল পড়ার ন্যায় হড়হড় করিয়া নির্গত হয়

বৃদ্ধি-প্রাতর্ভোজনের পর, কফিপানের পর, চর্বিযুক্ত খাদ্য গ্রহনের পর, টিকা লওয়ার পর, পেঁয়াজ খাওয়ার পর। 
গূহ্যদ্বার ফাটা ফাটা, স্পর্শে বেদনাযুক্ত, চতুর্দিকে চেপ্টা আচিল অথবা শ্লেষ্মাস্রাবী আদ্র উপমাংস। 

যোনিপথের অত্যানুভূতির জন্য সঙ্গমক্রিয়া বাধাপ্রাপ্ত হয় (প্ল্যাটিনা, শষ্কতা জন্য-লাইকে, লাইসিন, নেট্রাম মিউর)। 
চর্ম- দেথিতে মলিন, এখানে সেখানে বাদামীবর্ণ বা কালচে সাদা দাগ পড়ে, বৃহৎ, বীচির ন্যায় বোটাযুক্ত, ঝুলান আঁচিল জম্নে (ষ্ট্যাফিস);   

শরীরের কেবল আবৃত অংশে উদ্ভেদ প্রকাশ পায় এবং চুলকাইলে জ্বালা করে। 
মাংস, অস্থির নিকট হইতে, কেহ যেন আঘাত করিয়াছে এরূপ বেদনাযুক্ত বোধ হয় ( ফইটো-যেন কেহ চাঁচিয়া তুলিয়াছে এরূপ মনে হয়-রাস)। 

মূত্রত্যাগের পর মনে হয় যেন মূত্রনালী দিয়া মুত্র গড়াইতেছে, মূত্রত্যাগের পর তীব্র কর্তনবৎ যন্ত্রণা (সার্সা)। 
জ্বরের শীত উরুদেশে আরম্ভ হয়। 
ঘর্ম, কেবল শরীরের অনাবৃত অংশে অথবা সর্বত্র। কেবলমাত্র মাথায় ঘর্ম হয় না (বিপরীত সাইলি); যখন রোগী নিদ্রা যায় তখন ঘর্ম হয় কিন্তু জাগিলে ঘর্ম থাকে না ( স্যাম্বুকাসের বিপরীত) রাত্রিকালে প্রচুর টকগন্ধ, দুর্গন্ধযুক্ত। 
জননেন্দ্রিয়ে মধুর ন্যায় গন্ধযুক্ত ঘর্ম। 
চলিবার সময় মনে হয় যেন তাহার অঙ্গপ্রত্যঙ্গগুলি কাঁচ দ্বারা নির্মিত এবং সহজেই ভাঙ্গিয়া যাইতে পারে। 
অবরুদ্ধ গনোরিয়া, তাহার ফলে সন্ধিবাত; প্রষ্টেট গ্রন্থির প্রদাহ,সাইকোসিস দোষ, ধ্বজভঙ্গ, শ্লেষ্মাগুটি এবং আরও অনেক প্রকার ধাতুগত উপসর্গ। 
 নখগুলি বিকৃত ও ভঙ্গুর (এন্ট্রিম ক্রুড)। 

সম্বন্ধ- অনুপূরক- মেডোর, স্যাবিনা, সাইলি। 

তুলনীয়- ক্যানা স্যাট, ক্যান্থা, কোপেই, ষ্ট্যাফিস; লিঙ্গাগ্রত্বকে আঁচিল জন্মিলে সিন্নাবেরিস অধিকতর উপযোগী। 
মেডোর, মার্ক, নাই এসিডের পর ভাল খাটে। 

উপচয়-রাত্রিকালে, শয্যার উত্তাপে, ভোর 3টায় ও বেলা 3টায়, ঠা্ন্ডা, আর্দ্র বায়ুতে, মাদক দ্রব্যে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.