Header Ads

ভেসিকেরিয়া কমিউনিস (Vesicaria Communis) [ ভেসিকে- Vesi]

ভেসিকেরিয়া কমিউনিস (Vesicaria Communis)

ভেসিকেরিয়া কমিউনিস (Vesicaria Communis)

ক্যাসকারা এমারগো যেরূপ সিফিলিস রোগের স্পেসিফিক এই ঔষধটিও তেমনি স্ত্রী-পুরুষ উভয়ের পক্ষেই গণোনিয়া রোগ ও তৎজাত উপসর্গচয়ের স্পেসিফিক। তরুণ ও পুরাতন উভয় অবস্থাতেই ব্যবহার্য। ইহা মূত্রগ্রন্থি ও মূত্রস্থলীর প্রদাহও দূর করিয়া থাকে।

গ্লিট বা মূত্রস্তম্ভ রোগ যেরূপ আকারের হউক অথবা যে কারণেই জন্মিয়া থাকুক, উহাতে এই ঔষুধটির উপযোগিতা যথেষ্ট। ইহা কিডনী ও সমগ্র তলপেটের প্রদাহ কমাইয়া যন্ত্রণা দূর করে, এমনকি পাথুরি রোগও আরোগ্য করে।

স্ট্রিকচার/ মূত্রস্তম্ভে ইহা অর্ধ ঘন্টা অন্তর প্রয়োগ করিলে দ্রুত উপশম আনে এবং ক্যাথিটার ব্যবহারের প্রয়োজন হয় না।



নেফ্রাইটিস- জ্বর, কম্প, বমনবেগ, পুনঃপুনঃ মূত্রবেগলক্ষণ থাকিলে এবং মূত্র গরম বোধ হইলে ইহা একোনাইটের সহযোগী এবং সগগুণ। 

সিষ্টাইটিস-ঠান্ডা লাগা, আঘাত, পতন, অথবা পাথুরি জমা প্রভৃতি যে কারণেই উপস্থিত হউক না কেন এই ঔষুধটি প্রয়োগ করিলে কখনও স্ট্রিকচার উপস্থিত হইতে পারে না। 

মূত্রপাথুরিরোগে ইহা বেদনা কমাইয়া আনে এবং মূত্রশিলাটিকে মূত্রগ্রন্থি হইতে মূত্রাধারে নামাইয়া আনে। 

ডাঃ মুলার ইহাকে তরুণ ও পুরাতন উভয় প্রকার গণোরিয়া ও গ্লিট রোগের উৎকৃষ্ট স্পেসিফিক ঔষধ বলিয়া বর্ণনা করিয়াছেন। 

ডাঃ বোরিক বলিয়াছেনস, “ঔষধটি কতকাংশে ক্যান্থারিস সদৃশ। ইহা মূত্রযন্ত্র এবং মূত্রগ্রন্থির রোগে ব্যবহার্য। মূত্রনালী বরাবর এবং মূত্রাশয়ে চিড়িকমারা বেদন ও জ্বালা তৎসহ পূনঃ পুনঃ মূত্রবেগ অথবা মূত্রকৃচ্ছা ইহার প্রয়োগ লক্ষণ।”

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.