Header Ads

এলেট্রিস্ ফ্যারিনোসা ( Aletris Farinosa ) [ ষ্টারগ্রাস্ ]

এলেট্রিস্ ফ্যারিনোসা ( Aletris Farinosa ) [ ষ্টারগ্রাস্ ] 

এলেট্রিস্ ফ্যারিনোসা ( Aletris Farinosa ) [ ষ্টারগ্রাস্ ]

রক্তশূণ্যতা, এবং বিশেষ করিয়া স্ত্রীদেহে প্রকাশিত শিথিল অবস্থা, এইগুলি লইয়া এই ঔষধ ইহার চিত্র অঙ্কিত করিয়াছে। রোগিনী সর্ব সময়েই ক্লান্ত এবং জরায়ুভ্রংশ, প্রদর এবং সরলান্ত্রের উপসর্গে ক্লিষ্ট। বিশেষ রক্তহীনতা। হরিৎপীড়াগ্রস্থ বালিকা এবং গর্ভবতী নারী। 

মন- সামর্থ এবং শক্তি হ্রাসপ্রাপ্ত। বিভ্রান্ত অনুভূতি। মন সন্নিবিষ্ট করিতে অক্ষম। শিরোঘূর্ণনের সহিত মূর্চ্ছ।


মুখবিবর- প্রচুর ফেনাযুক্ত লালা। 

পাকস্থলী- খাদ্য বিরক্তি। যৎসামান্য খাদ্য খাইলে কষ্ট হয়। গর্ভাবস্থায় বমন। স্নায়বীয় অগ্নিমান্দ্য। পেটে বায়ু সঞ্চয় জনিত শূলবেদনা। 

সরলান্ত্র- মলদ্বার ভর্তি- আংশিক শক্তিহীন অবস্থা। মল বৃহৎ, শক্ত, কষ্টকর এবং অত্যধিক বেদনাযুক্ত। 

স্ত্রীরোগ- নির্দিষ্ট সময়ের পূর্বেই অপর্যাপ্ত ঋতুস্রাব, তৎসহ প্রসবের ন্যায় বেদনা। [বেল; ক্যাম; ক্যালি কার্ব; প্ল্যাট]; বিলম্বে ঋতুস্রাব, পরিমাণে কম। [ সেনেসিয়ো ]। জরায়ু ভারী বলিয়া মনে হয়। জরায়ুভ্রাংশ, তৎসহ দক্ষিণ দিকের কুঁচকিস্থানে বেদনা। দূর্বলতা এবং রক্তশূণ্যতার জন্য প্রদর। গর্ভস্রাব হইবার প্রবণতা। গর্ভাবস্থায় পেশীনিচয়ের যন্ত্রণা। 

সম্বন্ধ- পরিচয়। সদৃশ ঔষধঃ- হেলোনিয়াস; হাইড্রাসটিস; ট্যানাসেট; চায়না। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.