Header Ads

ক্যানাবিস ইন্ডিকা ( Cannabis Indica ) [ ভারতীয় গাঁজা ]

ক্যানাবিস ইন্ডিকা ( Cannabis Indica  ) [ ভারতীয় গাঁজা ] 
ক্যানাবিস ইন্ডিকা ( Cannabis Indica  ) [ ভারতীয় গাঁজা ]

অত্যন্ত ভুলো প্রকৃতি, তাহার বক্তব্যের শেষ কথাটি ও শেষ ধারণাটি ভুলিয়া যায়। একটি বাক্য বলিতে আরম্ভ করিয়া ভুলিয়া যায় সে কি বলিতে ইচ্ছা করিয়াছিল। মস্তিষ্কমধ্যে নানাপ্রকার চিন্তা ভিড় করিতে থাকায় কোন চিন্তা বা ঘটনা স্মৃতিপথে আনিতে পারে না ( এনাক, ল্যাক ক্যান)।

 অবিরত মতলব আঁটিতে থাকে। 

তাহাকে কোন একটি তুচ্ছ কথা বলিলেও অপরিমিত হাস্য করিতে থাকে। 

নানারূপ রঙ্গ ও ক্ষতিকর মতলবে পূর্ণ থাকে কিন্তু তারপরেই হয়ত বিলাপ ও ক্রন্দন করিতে থাকে। 


মৃত্যু নিকটে আসিতেছে বলিয়া অতিশয় শঙ্কিত থাকে। 

মদ্যতায়, অত্যন্ত বাচালতা, সময় ও দূরত্ব সম্বন্ধে অতিরঞ্জিত ধারণা। 

সময় অত্যন্ত দীর্ঘ বলিয়া মনে হয়, কয়েক গজ স্থানকে কয়েক মাইল বলিয়া বোধ হয়। 

মস্তকের খুলি যেন একবার উঠিতেছে এবং আবার পড়িতেছে এরূপ অনুভুতি (এক্টিয়া)। 

মনে করে যেন তাহার মলদ্বার ও জননেন্দ্রিয়ের মধ্যবর্তীস্থান অথবা মলদ্বারের নিকটবর্তী স্থান স্ফীত হইয়া উঠিয়াছে। 

মনে করে সে যেন একটি বলে উপর বসিয়া আছে ( মূত্রের মধ্যে প্রচুর দড়ির মত শ্লেষ্মাসহ ঐরূপ অনুভুতি-সিঙ্কোনা)।  
সম্বন্ধ-তুলনীয়-বেল, হায়স, ষ্ট্যামো। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.