Header Ads

সিনা ( Cina ) [ ওয়ার্ম সিড নামক বীজ ]

সিনা ( Cina ) [ ওয়ার্ম সিড নামক বীজ ]

কাল চুল, অত্যন্ত খিটখিটে, উত্তেজনাপ্রবণ, বদমেজাজী শিশু, কোলে উঠিয়া বেড়াইতে চায় কিন্তু তাহাতেও আরাম পায় না, কাহাকেও স্পর্শ করিতে দিতে চায় না, কাহারও নিকটে আসা সহ্য করিতে পারে না, আদর করা পছন্দ করে না, অনেক কিছুই চায়-কিন্তু যাহাই দেওয়া হউক না কেন, তাহাই ফেলিয়া দেয় ( তুলনা কর- এন্ট্রিম টার্ট, ব্রায়ো, ক্যামো, ষ্ট্যাফিস)। 

অবিরত নাক খোঁটে, নাকের মধ্যে আঙ্গুল ঢোকায়, আঙ্গুল দিয়া নাক রগড়ায়, নাক চুলকায়, বালিসের উপর অথবা ধাত্রীর কাঁধের উপর নাক ঘসে ( ম্যারাম ভে)। 

যে সকল শিশু ক্রিমি রোগে ভোগে, জাগিয়া উঠিলে কাতরভাবে ক্রন্দন করে, ঘুমের মধ্যে চিৎকার করে, দাঁত কড়মড় করে (সাইকুটা, স্পইজি; বড় ক্রিমি ( ম্যারাম ভে)।  

মুখমন্ডল বিবর্ণ, রুগ্ন, মুখের চারিদিকে সাদা না নীলভ, চক্ষুর নীচে কৃষ্ণমন্ডল, এক গন্ড লাল, অপর গন্ড বিবর্ণ  (ক্যামো)। 

রাক্ষুসে ক্ষুধা, পূর্ণ আহারের পরেও ক্ষুধা বোধ করে, মিষ্টিদ্রব এবং বহু কিছু চায়, মাতৃদুগ্ধ পান করিতে চায় না। 
মুত্র, যখন ত্যাগ করে তখন ঘোলাটে দেখায়, কিছুক্ষণ থাকিলে সাদা এবং দুধের মত হইয়া যায়, সাদা, ঘোলাটে মুত্র অসাড়ে মূত্র ত্যাগ। 

কাশি, শুষ্ক তৎসহ হাঁচি; আক্ষেপিক কাশি, প্রাতে মুখরোধ হয়; নিয়মিত কালে প্রত্যাবিত কাশি; বসন্ত ও শরৎকালে প্রত্যাবৃত্ত কাশি। কাশিবার পর গলদেশ হইতে পাকস্থলী পর্যন্ত গল গল শব্দ হয়।
শিশু কাশির আবেগ আসিবার ভয়ে কথা বলিতে ও নড়াচড়া করিতে ভয় পায় ( ব্রায়ো)। 


নিদ্রা- নিদ্রাকালে শিশু হামাগুড়িদিয়া উঠিয়া পড়ে; (শিশু) পেটের উপর ভরদিয়া শুইয়া থাকে। শিশুদের রজনী ভীতি; ক্রন্দন করিয়া উঠে, ভয় পাইয়া জাগরিত হয়। হাই তুলিবার সময় কষ্ট। নিদ্রাবস্থায় নিদ্রাবস্থায় চিৎকার করে এবং কথা বলে। দাঁত কড়মড় করে। 

অবস্থান্তর-সংঘটক- কোন পদার্থের দিকে দৃষ্টি নিবন্ধ করিলে, ক্রিমি হইতে, রাত্রে, রৌদ্র এবং গ্রীষ্মকালে বৃদ্ধি।

সম্বন্ধ- শিশুদের উত্তেজনাপ্রবণতায় তুলনীয়-এন্টিম ক্রুড, এন্টিম টার্ট, ব্রায়ো, ক্যামো, ক্রিয়োজো, সাইলি, ষ্ট্যাফিস। হুপিং কাশিতে ড্রসেরা দ্বার প্রচন্ড লক্ষণগুলি কমিয়া আসিলে সিনা ব্যবহার্য। 
একোন, ফস, এবং স্পঞ্জিয়া ব্যর্থ হইবার পরেও, ঠান্ডা লাগিয়া স্বরলোপ সিনা দ্বারা আরোগ্য হইয়াছে। 
বহুব্যাপক পীড়ায় বয়ষ্কগণের পক্ষে অন্য ঔষধ প্রয়োজন হইলেও শিশুদের জন্য এই ঔষধ চিন্তনীয়। 
সিনা কার্যকরী মনে হইলেও অনেক ক্ষেত্রে স্যান্টোনাইন, সিনা বিফলে ক্রিমিরোগ আরোগ্য করে (ম্যারাম ভে, স্পইজি)। 

ক্রিয়ানাশকঃ ক্যামোমিলা; ক্যাপ্সিকাম।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.