মেজেরিয়াম ( Mezereum ) [ স্পার্জ অলিভ নামক গাছড়া ]
মেজেরিয়াম ( Mezereum ) [ স্পার্জ অলিভ নামক গাছড়া ]
পাতলা চুল, অস্থিরচিত্ত শ্লেষ্মাপ্রধান ব্যক্তিদের পক্ষে উপযোগী। গো-বীজের টিকা দেওয়ার পর একজিমা এবং চুলকানিযুক্ত উদ্ভেদ।
অবসাদবায়ুগ্রস্ত ও বিষাদিত চিত্ত ব্যক্তি; সব কিছুতেই এবং সকলের প্রতি ঔদাসীন্য; সামান্য ব্যাপারে এমনকি সম্পূর্ণ নির্দোষ ব্যাপারেও ক্রদ্ধ হইয়া উঠে, কিন্তু শীঘ্রই সেজন্য দুঃখিত হয়।
দন্তশূল, পোকালাগা দাঁতে দন্তুশূল (ক্রিয়ো); দাঁতগুলি বড় মনে হয়, জিহ্বা স্পর্শে এবং দাঁতে দাঁতে কামড় দিলে অতি তীব্র বেদনা, রাত্রিকালে বৃদ্ধি, মুখ খুলিয়া বায়ু টানিয়া লইলে উপশম, দাঁতের গোড়া ক্ষরিয়া যায় ( মার্কারির বিপরীত)।
শিরঃপীড়া, সামান্য বিরক্তিতে তীব্র হইয়া উঠে, সামান্য স্পর্শে বেদনা করে, দক্ষিণ পাশের শিরঃপীড়া।
মস্তক চামড়ার ন্যায় পুরু মামড়ি দ্বারা আবৃত, উহার নীচে এখানে সেখানে ঘন ও সাদা পুুঁজ জন্মে, চুল জড়াইয়া যায় এবং জটা বাঁধে; কিছুদিন পরে পুঁজ কলতানির মত হয়, তখন উহা দুর্গন্ধযুক্ত হয় এবং উহাতে পোকা জন্মে।
ক্ষত, উহার উপরে ঘন হরিদ্রাভ সাদা মামড়ি, মামড়ির নীচে ঘন পুঁজ জন্মে।
ক্ষতের চারিদিকে ফুস্কুড়ি জন্মে, অত্যন্ত চুলকায়, আগুনের ন্যায় জ্বালা করে (হিপার), উজ্জল চারিদিকে লাল মন্ডল বেষ্টিত থাকে।
ক্ষতের সহিত কাপড় বা কাপনি আঁটিয়া যায়, উহা ছড়াইয়া লইলে রক্ত বাহির হয়;
একজিমা, অসহ্য চুলকানি, শয্যায় ও স্পর্শে বৃদ্ধি, উহা হইতে প্রচুর রক্তাম্বুর ন্যায় রসানি নির্গত হয়।
কটিবন্ধবৎ দদ্রুর পরে স্নায়ুশূলের ন্যায় জ্বালাকর বেদন;
অস্থিসমূহ, বিশেষতঃ দীর্ঘাস্থিসমূহ প্রদাহিত; স্ফীত, রাত্রি কালীন বেদনা-উপর হইতে নীচেরদিকে প্রসারিত হয়, পারদ
অপব্যবহারের পরবর্তী, যৌনব্যাধির পরবর্তী; অস্থিক্ষত, অস্থিবৃদ্ধি, অনেক ক্ষেত্রে ভিতর হইতে বাহির দিকে অর্বুদ।
দীর্ঘ অস্থিসমূহের অস্থিবেষ্ট বেদনা, রাত্রিকালে শয্যার, সামান্য স্পর্শে, আদ্র আবহাওয়ায় বৃদ্ধি (মার্ক, ফাইটো)।
শিশু অবিরত মুখমন্ডল আঁচড়ায়, উহা রক্তাক্ত করিয়া ফেলে, উদ্ভেদগুলি আর্দ্র, চুলকানি রাত্রিকালেই অধিক, মুখমন্ডলের প্রদাহিক আরক্ততা।
সম্বন্ধ- তুলনীয়-কষ্টি, গুয়াই, ফাইটো, রাস।
উপচয়-শীতল বাতাসে, শীতল জলে ধৌত করিল, রাত্রিকালে, স্পর্শে, অথবা সঞ্চালনে, পারদ অথবা মদ্যের অপব্যবহারের কুফলে।
কোন মন্তব্য নেই