আয়োডাম (Iodum) [ আয়োডিন নামক মৌলিক পদার্থ ]
স্ক্রফিউলা ধাতু, কৃষ্ণাভ বা কাল চুল ও কাল চোখের তারাবিশিষ্ট ব্যক্তি। ধাতুবিকৃতিসহ অত্যন্ত দূর্বলতা এবং ভয়ানক শীর্ণতা ( এব্রোটে)। দেহমধ্যে সজীব উপাদানের রাসায়নিক পরিবর্তন দ্রুত চলিতে থাকে। ভীষণ ক্ষুধা থাকা স্বত্বেও শরীরের মাংসক্ষয়। অত্যাধিক তৃষ্ণা সহ ক্ষুধার্ত। অত্যন্ত দূর্বলতা, যৎসামান্য পরিশ্রমেই ঘর্মস্রাব হইয়া থাকে। পুরাতন প্রদাহের বৃ্দ্ধিসহ তরুণ প্রকাশ। ইহা সংযোজক তন্তুগুলির উপর বৈশিষ্ট্য সহকারে ক্রিয়াশীল। গলগন্ড, নিউমোনিয়া, গ্রন্থির ন্যায় মাংসাঙ্কুর। শান্ত থাকিলে উদ্বেগ আরম্ভ হয়।
মস্তক- দপদপানি; মস্তকে রক্ত ঠেলিয়া উঠে।
চক্ষু-ভীষণভাবে চক্ষু হইতে অশ্রু ঝরিতে থাকে। অশ্রুস্রাবীকোষের তরুণ প্রদাহ।
অত্যন্ত দূর্বলতা, উপরতলায় উঠিতে গেলে দম বন্ধ হইয়া আসে ( ক্যাল্ক কার্ব), ঋতুকালে ঐভাব (এলু, কার্ব এনি, কক্কুল)।
রাক্ষুসে ক্ষুধা। স্বচ্ছন্দে যথেষ্ট আহার করে, তথাপি ক্রমেই শরীর শীর্ণ হইতে থাকে (এব্রোটে, নেট্রাম মিউ, স্যানিকিউ, টিউবার)।
সকাল ইহতে রাত্রি পর্যন্ত শূণ্য উদ্গার, মনে হয় যে প্রতিটি খাদ্যকণা বায়ুতে পরিণত হইতেছে (কেলি কার্ব)।
ক্ষুধা পাইলেই কষ্টবোধ করে, কয়েক ঘন্টা পরে পরে খাইতে বাধ্য হয়; না খাইলে উৎকণ্ঠিত এবং ক্লান্ত হইয়া পড়ে (সিনা, সালফ) আহারকালে ও আহারের পর অর্থাৎ পাকাশয় পূর্ণ থাকিলে আরাম বোধ করে।
সুড় সুড় করে-বক্ষাস্থির পিছনে ফুসফুসের নিম্নদিকে, উহাতে কাশির উদ্রেক হয় এবং ঐভাব বায়ুনালীভুজ হইতে নাসিকা-গহ্বর পর্যন্ত বিস্তৃত হয় (কোক্কাস, কোন, ফস)।
গন্থিসমূহের তত্তুময় উপাদন বর্ধিত ও কঠিনপ্রাপ্ত হয়; থাইরয়েডগ্রন্থি, স্তনগ্রন্থি, ডিম্বকোষ, পুরুষের অন্ডদ্বয়, জরায়ু ও প্রষ্টেটগ্রন্থি অথবা অন্যান্য গ্রন্থি বর্ধিত ও কঠিনতাপ্রাপ্ত হয় কিন্তু স্তনদ্বয় সুকাইয়া ঝুলিয়া পড়িতে পারে।
কাল চুলবিশিষ্ট ব্যক্তির শক্ত গলগন্ড ( হালকা চুল বিশিষ্ট ব্যক্তির ব্রোমিয়াম)। আহারের পর উপশম।
হৃদস্পন্দন, সামান্যমাত্র সঞ্চালনে বৃদ্ধি (সামান্যমাত্র মানসিক পরিশ্রমে বৃদ্ধি-লক্ষনে তুলনাকর-ডিজিটেলিস, ক্যাল্ক আর্স)।
মনে হয় যেন হৃৎপিন্ডটিকে চাপিয়া ধরিতেছে, লোহার হাত দিয়া মুঠা করিয়া ধরিতেছে (ক্যাক্টাস, সালফ)।
প্রদরস্রাব, বিদাহী, ক্ষতকর, কাপড়ে দাগ লাগে এবং কাপড়ে ছিদ্র হইয়া যায়, ঋতুকালে প্রচুর পরিমানে প্রদরস্রাব হইতে থাকে।
জরায়ুগ্রীবার ক্যান্সার সদৃশ অপকার্য, উদরে ছুরি দিয়া কাটার ন্যায় বেদনা এবং প্রত্যেকবার মলত্যাগকালে রক্তস্রাব।
কোষ্ঠবদ্ধতা, তৎসহ নিষ্ফল মলবেগ, ঠান্ডা দুগ্ধপানে উপশম।
ক্রুপকাশি, কৃত্রিম ঝিল্লীযুক্ত ক্রুপ, স্বরভঙ্গ, শুষ্ক কাশি, তরলে এবং গরম সর্দিস্রাব, গরম, আদ্র আবহাওয়ায় বৃদ্ধি, তৎসহ শ্বাস-প্রশ্বাসকালে হিসহিস এবং করাত কাটার ন্যায় শব্দ ( স্পঞ্জিয়া)।
শিশু কন্ঠ চাপিয়া ধরে ( সেপা), মুখমন্ডল বিবর্ণ ও শীতল হইয়া যায়, বিশেষতঃ স্থলকায় শিশুদিগের।
সম্বন্ধ- অনুপুরক-লাইকোপোডিয়াম।
তুলনীয়-কৃত্রিম ঝিল্লীযুক্ত ক্রপে এবং ক্রপ সদৃশ রোগে, বিশেষতঃ অধিক বর্ধিত স্ক্রফিউল ধাতু বালকদের ক্ষেত্রে-এসেট এসি, ক্রোমিয়াম, কোনা, কেলি বাই, স্পঞ্জিয়া। হিপার ও মার্কের পর ভাল খাটে; ক্রুপরোগে ইহার পর কেলি বাই উৎকৃষ্ট কার্য করে। গলগন্ড রোগে পূর্ণিমার পর যখন চন্দ্রকলা হ্রাস পাইতে থাকে তখন সর্বাপেক্ষা ভাল ক্রিয়া প্রকাশ করে- ডাঃ লিপি।
প্রসুতি অবস্থায় উচ্চক্রম ব্যতীত ব্যবহার করা উচিত নয়- ডাঃ হেরিং।
উপচয়- উত্তাপে, মস্তকে কাপড় জড়াইয়া বা টুপি পরিয়া থাকিলে ( বিপরীত-হিপার, সোরিন)।
কোন মন্তব্য নেই