Header Ads

কলোসিন্থিস (Colocynthis) [ তিক্ত শশা]

কলোসিন্থিস (Colocynthis) [ তিক্ত শশা]
কলোসিন্থিস (Colocynthis) [ তিক্ত শশা]
কলোসিন্থিস (Colocynthis) [ তিক্ত শশা]
[Cirullus Colocynthis (l) Schrad, Bitter Apple, Colocynth Fam.: Cucurbitaceae] [ Ripe, Peeled, Seeded fruit] [ Various Cucurbitacins (bitter principles)] [Found in East Africa, West and South Asia]

উদরের যন্ত্রণাদায়ক বেদনা, উহাতে রোগী দ্বিভাজ হইয়া পড়ে; তৎসহ অস্থিরতা, মোচড়ান, আরাম পাইবার জন্য এপাশ ওপাশ করা, কঠিন চাপে উপশম ( উত্তাপে উপশম-ম্যাগ ফস)। 

বেদনা আহার ও পানের পর বর্ধিত হয়, রোগী দ্বিভাঁজ হইয়া পড়ে। [ম্যাগ ফস; দ্বিভাজ হইয়া পড়িলে বৃদ্ধি-ডায়াস], ঋতুস্রাব, মানসিক দুঃখের ফলে অবরুদ্ধ, তৎজনিত শূলব্যথা। 

অত্যন্ত উত্তেজনাপ্রবণ, অধৈর্য , প্রশ্ন করিলে ক্রুদ্ধ হয় অথবা দোষ গ্রহণ করে। 

উত্তেজিত, হাত হইতে জিনিসপত্র ছুড়িয়া ফেলে। 

অপমানবোধ সহ ক্রোধ হইতে পীড়া-শূলব্যথা, বমন, উদরাময়, রজঃরোধ ( ক্যামো, ষ্ট্যাফিস)। 

শিরোঘূর্ণন- দ্রুত মাথা ঘুরাইলে, বিশেষতঃ বামদিকে ঘুরাইলে, মনে হয় যেন পড়িয়া যাইবে, উত্তেজক দ্রব্য সেবনের পর। 

সায়েটিকা-নিতম্বদেশে খালধরার ন্যায় বেদনা, যেন পার্শ্ব সাঁড়াশি দিয়া কষিতেছে এরূপ বেদনা, আক্রান্ত পার্শ্বে চাপিয়া শয়ন করে। 

বিদ্যুতাঘাতের ন্যায় তীক্ষ্ন বেদনা, বেদনা সমগ্র অঙ্গটির উপর দিয়া, বাম নিতম্ব, বাম ঊরু, বাম জানুর উপর দিয়া, জানু-পশ্চাৎ পেশী বরাবর ধাবিত হয়। 

সম্বন্ধ- অত্যন্ত কুন্থনযুক্ত আমাশয়ে মার্কারির অনুপুরক। 

তুলনীয়-ন্যায়েলিয়াম-দক্ষিণ সায়েটিক স্নায়ুর উপর দিয়া তীক্ষ্ন বেদনা, বর্শাবিদ্ধবৎ, কাটিয়া ফেলার ন্যায় বেদনা, দক্ষিণ নিতম্বসন্ধি হইতে পদমূল পর্যন্ত ধাবিত হয়; শয়নে, সঞ্চালনে, পদক্ষেপে বৃদ্ধি, বসিয়া থাকিলে উপশম। 

ক্রোধের কুফল, চাপিয়া রাখা অপমানের ফলে এবং অপ্রকাশিত শোকের ফলে ডিম্বকোষ সংক্রান্ত ও অন্যান্য পীড়ায় ষ্টাফিসের সহিত তুলনীয়। 

উপচয়-ক্রোধে, অপমানে, অপরের দোষজনিত বিরক্তিতে ( ষ্ট্যাফিস, লাইকো); পনির খাইলে শূলব্যথার বৃদ্ধি। 

উপশম-দ্বিভাজ হইলে, জোরে চাপ দিলে। 
[শক্তি-৬,. ৩০, ২০০ ] 

[কলোসিন্থিস (Colocynthis) [ তিক্ত শশা] Best homeopathic remedy for Neuralgias, Neuritis, Ischialgia, Migriaine, Gastrointestinal Tenesmus, and Colics, Coxitis, Dysmenorrhea with Ovarialgia. Peripheral nerves especially trigeminal, facial and ischiadic nerves, smooth muscle tissue of the intestine, pelvic joint, ovaries. diarrhea with tenesmus, cutting pains in the ovaries.] 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.