Header Ads

এগারিকাস মাস্কেরিয়াস (Agaricus Muscarius) [ টোড-ষ্টুল নামক বেঙের ছাতা]

এগারিকাস মাস্কেরিয়াস (Agaricus Muscarius) [ টোড-ষ্টুল নামক বেঙের ছাতা]

এগারিকাস মাস্কেরিয়াস (Agaricus Muscarius) [ টোড-ষ্টুল নামক বেঙের ছাতা]
এগারিকাস মাস্কেরিয়াস (Agaricus Muscarius) [ টোড-ষ্টুল নামক বেঙের ছাতা]

[Agaricus Muscarius, Amanita muscaria (L) Pers. , Fly Amanite, Fly Agaric, found in Erope, Siberia, North America, South Africa]
পাতলা চুল বিশিষ্ট ব্যক্তি, চর্ম ও পেশীসমূহ শিথিল। 

দূর্বল, ক্ষীণ রক্তসঞ্চালনযুক্ত বৃদ্ধ ব্যক্তি। 

মাতালগণ, বিশেষতঃ তাহাদের শিরঃপীড়ার জন্য; মদ্যপানের কুফল ( লোব, নাক্স, র‌্যানান)। 

প্রলাপ, তৎসহ অবিরত ভুল বকা, টাইফয়েড অথবা টাইফাস-জ্বরে অবিরত শয্যা হইতে উঠিয়া যাইতে চেষ্টা করে। 

শিরঃপীড়া, সেই সকল লোকের যাহারা জ্বরে অথবা বেদনায় সহজেই প্রলাপগ্রস্ত হইয়া পড়ে ( বেল); সেই সকল লোকের যাহারা মেরুদন্ডের পীড়া হেতু তান্ডব উ উৎক্ষেপগ্রস্ত হয়, নানাপ্রকার মুখভঙ্গী করে। 



পাদদারী, উহাতে অসহ্য চুলকানি ও জ্বালা। বরফাহত হওয়া এবং ঠান্ডা লাগার, বিশেষতঃ মুখমন্ডলের ঠান্ডা লাগার সর্বপ্রকার কুফল। 

জাগ্রত থাকাকালে দেহাংশের অনৈচ্ছিক সঞ্চালন, নিদ্রাকালে উহার বিরতি। একটিমাত্র পেশীর সামান্য সঞ্চালন ও ঝাঁকি দিয়া উঠা হইতে আরম্ভ করিয়া সমস্ত দেহের কম্পন পর্যন্ত সর্বপ্রকার তান্ডবনর্তন রোগে উপযোগী (মুখন্ডলের পেশী স্পন্দন-মাইগেল)। 

যন্ত্রণা, যেন দেহে বরফ লাগান হইতেছে অথবা যেন বরফের ন্যায় শীতল সুচ দ্বারা চর্ম  বিদ্ধ করা হইতেছে। 

বিভিন্ন স্থানে, কর্ণে, নাসিকায়, মুখমন্ডলে, হাতে পায়ে জ্বালা, চুলকানি ও আরক্ততা, আক্রান্ত অংশ লাল, স্ফীত ও উত্তপ্ত। 

ঠিকমত চলিতে পারে না, যাহা কিছু থাকে, তাহাতেই হোঁচট খায়, দাঁড়াইয়া থাকা কালে যেন কেহ আঘাত করিয়াছে এরূপ বেদনা। 

মেরুদন্ডে স্পর্শকাতরতা ( থেরেডি), প্রাতঃকালে বৃদ্ধি। 

দিবাভাগে কাজকর্ম করিলে কটি ও ত্রিকাস্থি প্রদেশে ক্ষতবৎ, কামড়ান ব্যথা, বসিয়া থাকা কালে ব্যথা (জিঙ্ক)। 

অত্যন্ত ইন্দ্রিয়সেবা হেতু মেরুদন্ডের উপদাহ ( কেলি ফস)। 

ইন্দ্রিয় সংক্রান্ত অত্যাচারের ফলে স্নায়বিক অবসন্নতা। 

চাপাপড়া উদ্ভেদ হইতে অপস্মার রোগ ( সোরিন, সালফ)। 

প্রত্যেকটি সঞ্চালনে, প্রত্যেকবার দেহ বাঁকাইলে মেরুদন্ডে বেদনা। একটিমাত্র কশেরুকায় স্পর্শকাতরতা। 

ঋতুলোপের পর জরায়ুর স্থানচ্যুতি, নিম্নদিকে ঠেলামারা বেদনা, উহা প্রায় অসহ্য হইয়া পড়ে ( তুলনীয় লিলিয়াম, মিউরেক্স, সিপিয়া)। 

শীতল বায়ুতে অত্যন্ত স্পর্শ কাতরতা ( ক্যাল্ক কার্ব, কেলি কার্ব, সোরিন)। 

রোগগুলি কোণাকুণিভাবে প্রকাশ পায়; বামদিকের উপর অংশে এবং দক্ষিণ দিকের নিম্ন অংশে (এন্টিম টার্ট, ষ্ট্যামো; ডানদিকের উপর অংশে ও বামদিকের নিম্ন অংশে-এম্ব্রা, ব্রোমিয়াম, মেডর, ফস, সালফ এসি)। 

সম্বন্ধ-মদ্যপানের পরবর্তী প্রলাপে সদৃশ-এক্টিয়া, ক্যাল্ক, ক্যানা ইন্ডি, হায়স, কেলি ফস, ল্যাকে, নাক্স, ওপি, ষ্ট্যামো। তান্ডব রোগে সদৃশ-মাইগেল, টেরেন্টুলা, জিঙ্ক। 

উপচয়- আহারের পর, স্ত্রীসঙ্গমের পর, ঠান্ডা বাতাসে, কোন বিষয়ে মনোনিবেশ করিলে, ঝড়-বিদ্যুতের পূর্বে (ফস, সোরিন)। 
[শক্তি- ৬  হইতে ২০০ ] 
[এগারিকাস মাস্কেরিয়াস (Agaricus Muscarius) [ টোড-ষ্টুল নামক বেঙের ছাতা] Remedy works on Centralnervous system, autonomic nervous system, muscular system, brinary bladder, best medicine for Choreic and epileptiform conditions , paralysis of the urinary bladder (vesical paresia), eyelid cramps, anginose cardiac conditions, hyperhidrosis or excessive sweating, climacteric heat flushes, multiple sclerosis, paresthesias or hypersensitivity, Initial excitement followed by paralysis, stimulant effect on the parasympathetic system, choreic and epileptiform cramps, muscles irritation with fibrillation, Tremor and spasms, cramps of the eyelids, initially, vesicular cramps followed by paralysis of the bladder, conditions of bewilderment with chatterbox syndrome and compulsion to laugh. Conditions of ecstasy, angina pectoris syndrome, Venous stasis in the extremities, Cyanosis, paleness, hot and cod sweating, heat flushes, skin itching, Esophageal cramps, torturing thirstiness.]

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.