Header Ads

ক্যাপ্সিকাম (Capsicum) [লঙ্কামরিচ]

ক্যাপ্সিকাম (Capsicum) [লঙ্কামরিচ]

ক্যাপ্সিকাম (Capsicum) [লঙ্কামরিচ]
ক্যাপ্সিকাম (Capsicum) [লঙ্কামরিচ]
[Capsicum Annuum L, Spanish Pepper, Red Pepper( Paprika), found in Central and South America, Southern Europe, used ripe, dried fruit]  

যে-সকল ব্যক্তির চুল পাতলা, চক্ষু নীল, যাহারা স্নায়বিক প্রকৃতি কিন্তু মোটা সোটা এবং রক্তপ্রধান, তাহাদের পক্ষে উপযোগী।

শ্লেষ্মাপ্রধান ধাতু, প্রতিক্রিয়াশক্তির অভাবযুক্ত, বিশেষতঃ মেদবহুল ব্যক্তি, সহজেই ক্লান্ত হইয়া পড়ে, অলস প্রকৃতি, যে কোন প্রকার শ্রমসাধ্য কাজকেই ভয় করে; যাহারা আমোদ প্রিয় কিন্তু তবুও সামান্যেই চটিয়া উঠে।

শিশু খোলা বাতাসকে ভয় করে, সর্বদাই শীতার্ত থাকে, একগুয়ে, অকুশল, মোটা, অপরিচ্ছন্ন, এবং কাজকর্ম বা চিন্তা করিতে অনিচ্ছুক।

একাকী থাকিতে চায়, শুইয়া থাকিতে ও ঘুমাইতে চায়।

(অলস প্রকৃতি ও বিষাদভাবযুক্ত ব্যক্তির) গৃহকাতরতা, তৎসহ গন্ডস্থল আরক্তিম ও নিদ্রাহীন।

গলকোষে, গলায়, নাসারন্ধ্রে, বক্ষে, মূত্রস্থলীতে, মুত্রনালীতে, সরলান্ত্রে আকুঞ্চনবোধ।

গলমধ্যে এবং শরীরের অপরাংশে লঙ্কা লাগার ন্যায় জ্বালা ও চিড়িকমারা, উহা উত্তাপে উপশমিত হয় না।

টনডসিল প্রদাহ, তৎসহ জ্বালা, চিড়িকমারা ব্যথা, অত্যন্ত ক্ষততা বোধ, জ্বালার সহিত গলদেশের আকুঞ্চন, উহা প্রদাহিত, কালচে লাল বর্ণ  স্ফীত।

জ্বালাকর, আক্ষেপিক আকুঞ্চন এবং অন্যান্য প্রকার বেদনার বৃদ্ধি দুইবার গলাধঃকরণের মধ্যবর্তীকালে (ইগ্নে)।

কানের পশ্চাতভাগে যন্ত্রণাপূর্ণ স্ফীতি (কর্ণমূলগ্রন্থিস্ফীতি); উহা অত্যন্ত ক্ষততাযুক্ত ও স্পর্শকাতর।
প্রত্যেকবার মলত্যাগের পর পিপাসা এবং প্রতিবার জলপানে শিহরণ।

দেহের শীতলতা যত বাড়িতে থাকে রোগীর মেজাজও ততই খারাপ হইয়া থাকে।

স্নায়বিক প্রকৃতির আক্ষেপিক কাশি, আবেশটি হঠাৎ উপস্থিত হয়, মনে হয় যেন উহাতে মাথাটি খন্ড খন্ড হইয়া ফাটিয়া যাইবে।

প্রত্যেকবার সশব্দ কাশির সহিত (কিন্তু অন্য সময় নহে) প্রচুর দুর্গন্ধ ঝাঁঝাল বায়ু নির্গত হয়।

কাশির সময় শরীরের দূরবর্তী অংশে বেদনা ( মুত্রস্থলী, হাঁটু, পদদ্বয়, কর্ণদ্বয়ে বেদনা)।

সম্বন্ধ-তুলনীয়-এপিস, বেল, ব্রায়ো, ক্যালাডি, পালস।
সবিরাম জ্বরে ইহার পর সিনা ভাল কাজ করে।

আকুঞ্চনবৎ জ্বালাকর, চিড়িকমারা বেদনা-ইহাকে এপিস ও বেলেডোনা  হইতে পৃথক করিয়াছে।
[শক্তি-৩, ৬, ৩০]

[ক্যাপ্সিকাম (Capsicum) [লঙ্কামরিচ] is very useful remedy for Gastritis, hepatic congestions, hemorrhoids, tubal and laryngeal catarrh, chronic otitis media, work on skin and mucous membrane, gastrointestinal tract, the internal ear, plethoric, phlegmatic constitution, the skin and mucous membranes are irritated in the form of inflammations, the tongue is dry and red. Gastric constriction and oppression with burning and hyper acidity, Diarrhea with burning hemorrhoids. Sore anus, pains in the ears (otalgia) with purulent secretion and painfulness of the mastoid process. General frostiness ( sensitive to cod) burning of the skin and the mucous membranes. ]   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.