Header Ads

আর্জেন্টাম মেটালিকাম (Argentum Metallicum) Arg-m [ রৌপ্য ধাতু ]

আর্জেন্টাম মেটালিকাম (Argentum Metallicum) Arg-m [ রৌপ্য ধাতু ] 

আর্জেন্টাম মেটালিকাম (Argentum Metallicum) Arg-m [ রৌপ্য ধাতু ]
আর্জেন্টাম মেটালিকাম (Argentum Metallicum) Arg-m [ রৌপ্য ধাতু ] 

লম্বা, পাতলা এবং উত্তেজনাপ্রবণ ব্যক্তি।

পারদ অপব্যবহারের কুফলে পীড়া।

হস্তমৈথুনের ধাতুগত কুফল।

অক্ষিপুটের, কর্ণের, নাসিকার, ইউষ্টেচিয়ান নলের উপাস্থিসমূহকে আক্রমণ করে, সন্ধিসমূহের অভ্যন্তরগামী গঠনপ্রণালীকে আক্রমণ করে।

স্বপ্নদোষ, হস্তমৈথুনের পরেও, প্রায় প্রত্যেক রাত্রে স্বপ্নদোষ, লিঙ্গ উত্থিত হয় না এবং লিঙ্গ ক্ষীণ হইয়া পড়ে।

অন্ডদ্বয়ের মধ্যে পিষিয়া ফেলার ন্যায় বেদনা ( রডো)।
জরায়ু নির্গমন, তৎসহ বাম ডিম্বকোষে এবং পৃষ্ঠদেশে বেদনা, বেদনা সম্মুখদিকে এবং নিম্নদিকে বিস্তৃত হয় ( দক্ষিণ ডিম্বকোষে-পাল) রজঃনিবৃত্তিকালে রক্তস্রাব।

হাঁচির সহিত দূর্বলকর, গড়ান সর্দি।

পেশাদার গায়ক ও পেশাদার বক্তাগণের স্বরভঙ্গ ( এলুমিনা, এরাম ট্রিফাই)।

পেশাদার গায়কদিগের সম্পূর্ণ স্বরলোপ।

গিলিতে বা কাশিতে গেলে গলায় ও স্বরযন্ত্রে হাজিয়া যাওয়ার ন্যায় এবং ক্ষতবৎ বেদনা অনুভুত হয়।

হাসিতে গেলে কাশির উদ্রেক হয় ( ড্রসেরা, ফস, ষ্ট্যানাম) এবং স্বরযন্ত্রে প্রচুর শ্লেষ্মা জন্মে

উচ্চশব্দে পড়িতে গেলে, গলা ঝাড়িতে ও খক্ খক্ করিয়া কাশিতে হয়, কাশিলে সহজেই সিদ্ধ শ্বেতসারসদৃশ চট্চটে আঠার ন্যায় শ্লেষ্মা উঠিয়া আসে।

বক্ষস্থলে অত্যন্ত দূর্বলতাবোধ ( ষ্ট্যানাম), বাম পার্শ্বে অধিক।

গায়ক ও বক্তাদিগের কন্ঠস্বর পরিবর্তিত হ্ইয়া পড়ে (এরাম ট্রেফাই)

স্বরযন্ত্রের দ্বিশাখা স্থানে হাজিয়া যাওয়ার মত অবস্থা, স্বর চালনা করিলে, কথা বলিলে বা গান গাহিলে বৃদ্ধি।

সম্বন্ধ- এলুমিনার পর ভাল খাটে।

হাসিলে কাশির উদ্রেক লক্ষণে ষ্ট্যানামের সমগুণ।

উপচয়- গাড়ীতে চড়িলে বৃদ্ধি ( কক্কুল), কেহ স্পর্শ করিলে, অথবা চাপ দিলে, কথা বলায়, গানে, উচ্চস্বরে পাঠ করিলে বৃদ্ধি।

[শক্তি-৬X বিচুর্ণ হইতে ২০০ ]

[আর্জেন্টাম মেটালিকাম (Argentum Metallicum) Arg-m [ রৌপ্য ধাতু ] গ্যাস্ট্রিক, পেটের পীড়া, বদহজম, মিউকাস মেমব্রেন, স্বরভঙ্গ পীড়ায় ব্যবহৃত হোমিও ঔষধ। Best homeopathic remedy for Gastritis, stomach and duodenal ulcers, dyspepsia, Chronic laryngitis, chronic catarrh of the mucous membranes, nephritis, metritis, cervicitis, neurasthenia, psychasthenia. Work on central nervous system, autonomic (vegetative) nervous system, stomach and intestine/gastrointestinal tract, all mucous membranes. 
Applies to emaciated persons with an appearance of ageing, Nervous gastroenteritis (fear of examinations, excitement etc.) retarded gastric pains, also pain on fasting, vomiting of mucous matter with gaseous eructation, nephritis with hematuria and albuminuria, restlessness, dizziness, weakness of memory, general tremor. In case of gastric complaints, a craving for sugar and sweet foods is present, although such foods are not held in the stomach, a typical sign. All inflammation of the mucous membrane exhibit splintering pain. ]

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.