Header Ads

ইউপেটোরিয়াম পার্ফেোলিয়েটাম( Eupatorium Perfoliatum) [ বোনসেট বা হাড়জোড়া নামক গাছড়া ]

ইউপেটোরিয়াম পার্ফেলিয়েটাম( Eupatorium Perfoliatum) 

ইউপেটোরিয়াম পার্ফেলিয়েটাম( Eupatorium Perfoliatum)
ইউপেটোরিয়াম পার্ফেোলিয়েটাম( Eupatorium Perfoliatum)

বৃদ্ধ ব্যক্তিদের পীড়ায়, ভগ্নস্বাস্থ্য বিশেষতঃ অপরিমিত সুরাপান জনিত ভগ্নস্বাস্থ্য ব্যক্তিদিগের পীড়ায়; পুনঃপুনঃ এবং দীর্ঘকালস্থায়ী পৈত্তিক অথবা সবিরাম জ্বরের আক্রমণজনিত ধাতুবিকৃতিযুক্ত ব্যক্তির পীড়ায় উপযোগী।

সর্বাঙ্গে থেঁৎলান যেন অঙ্গগুলি ভাঙ্গিয়া গিয়াছে এরূপ বেদনা ( আর্নিকা, বেলিস, পাইরো)।

অস্থিবেদনা, পৃষ্ঠ, মস্তক, বক্ষ, হস্ত-পদাদি, বিশেষতঃ েহাতের কব্জি যেন সন্ধিচ্যুত হইয়া গিয়াছে এরূপ বেদনা। বেদনা যতই সর্বাঙ্গীণ ও তীব্র হয় ঔষধটিও ততই উপযোগী হইবে ( তুলনা কর- ব্রায়ো, মার্ক)।

অক্ষিগোলকে বেদনা ও ক্ষততাবোধ, সর্দি, প্রতিটি অস্থিতে কামড়ানি ব্যথা, বহুব্যাপক ইনফ্লুয়েঞ্জা রোগে অত্যন্ত অবসন্নতা ( ল্যাক ক্যানি)।

বেদনা যেমন দ্রুত আসে, তেমনি আকষ্মাৎ চলিয়া যায় ( বেল, ম্যাগ ফস, ইউপেটো, পার্প)।

শিরোঘূর্ণন, মনে হয় যেন বামদিকে পড়িয়া যািইবে (পড়িয়া যাইবার ভয়ে বামদিকে মাথা ঘুরাইতে পারে না-কলোসিন্থ)।

কাশি, পুরাতন সরল কাশি, তৎসহ বিলেপী-জ্বর, বক্ষস্থলে ক্ষততাবোধ, কাশিবার সময় হাত দিয়া বুক চাপিয়া ধরে (ব্রায়ো, নেট্রাম কার্ব)। রাত্রে বৃদ্ধি; হামরোগের পরবর্তী অথবা সবিরাম জ্বর চাপা পড়ার ফলে কাশি।

জ্বর, একদিন বেলা ৯ টায় ও তৎপরদিন মধ্যাহ্নকালে। শীত, শীতের শেষে তিক্ত বমন, জলপানে শীতের বৃদ্ধি এবং বমনের উৎপত্তি হয়।

শীতের পূর্বে ও সময়ে অস্থিবেদনা। 

শীতের পূর্বে, শীতের সময় এবং জ্বরভোগকালে অদম্য তৃষ্ণা। যখন যথেষ্ট জল পান করিতে পারে না তখন রোগী বুঝে যে জ্বরের শীতটি আসিতেছে।

সম্বন্ধ- ইহার পরে নেট্রাম মিউর ও সিপিয়া ভাল খাটে। ন্যাবা রোগগ্রস্থ অবস্থায় তুলনীয়, চেলিডো, পডো, লাইকো। ব্রায়োনিয়া ইহার ঘনিষ্টতম সদৃশ ঔষধ, উহাতে প্রচুর ঘর্ম আছে কিন্তু রোগী বেদনায় স্থির হইয়া পড়িয়া থাকে, আর ইউপেটোরিয়ামে ঘর্ম সামান্য এবং রোগী বেদনায় অস্থির হইয়া পড়ে।

[ শক্তি-১, ৩ ]

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.