Header Ads

হেমামেলিস ভার্জিনিকা (Hemamelis Verginica) [ উইচ হেজেল নামক গাছড়া ]

হেমামেলিস ভার্জিনিকা (Hemamelis Verginica) [ উইচ হেজেল নামক গাছড়া ]
হেমামেলিস ভার্জিনিকা (Hemamelis Verginica) [ উইচ হেজেল নামক গাছড়া ]
হেমামেলিস ভার্জিনিকা (Hemamelis Verginica) 

এই গুল্মটির ফুল সেপ্টেম্বর হইতে নভেম্বর মাসের মধ্যে ফুটে, তখন পত্রগুলি পড়িয়া যায়। তৎপরবর্তী গ্রীষ্মকালে উহার বীজগুলি পরিপক্ক হয়।

শরীরের যে কোন দ্বার হইতে, নাসিকা, ফুসফুস, অত্র, জরায়ু, মূত্রাশয় প্রভৃতি হইতে শৈরিক রক্তস্রাবে ঔষধটি উপযোগী।

শৈরিক রক্তাধিক্য; চর্মের ও শ্লৈষ্মিক ঝিল্লীর অপ্রবল রক্তসঞ্চয়, শিরাপ্রদাহ, শিরাস্ফীতি, শিরাস্ফীতিযুক্ত ক্ষত, উহাতে হুলবিদ্ধবৎ, কাঁটা ফোটার যন্ত্রণা; অর্শরোগ।শিরাস্ফীতি প্রবণতাযুক্ত রোগী, সহজেই সামান্য হওয়া লাগিলে, বিশেষতঃ গরম আর্দ্র বায়ু, লাগিলে সর্দি লাগে।

এই ঔষধকে “শৈরিক রক্তসঞ্চালন মন্ডলের একোনাইট” বলা হয়।

আক্রান্ত অংশে থেঁৎলাইয়া যাওয়ার ন্যায় টাটানি ( আর্নিকা)। বাত,  সন্ধি ও পেশীসংক্রান্ত।

ক্ষত, কাটিয়া যাওয়া ক্ষত, ছিড়িঁয়া যাওয়া, পিষ্ট হওয়া জনিত ক্ষত; পড়িয়া গিয়া আঘাত পাওয়া; ইহা
রক্তস্রাব নিবারণ করে, বেদনা ও ক্ষততা দূর করে ( আর্নিকা)।

যান্ত্রিক আঘাতের পুরাতন ফল ( কোনি)।

আঘাতজনিত চক্ষুর শুক্লমন্ডলপ্রদাহ অথবা চক্ষুপ্রকোষ্ঠে কালশিরাপীড়া বা রক্তসঞ্চয়; তীব্র কাশি হইতে ঐ অবস্থা, অত্যন্ত টাটানি ব্যথা ( আর্নিকা, ক্যালেন্ড, লিডাম)।

নাসিকা হইতে রক্তস্রাব, দীর্ঘস্থায়ী, অপ্রবল প্রদাহ, রক্ত জমাট বাঁধে না(ক্লোটেল); প্রভূত রক্তস্রাবে শিরঃপীড়ার উপশম হয় (মেলিলো); স্বয়ম্ভূত, আঘাতজনিত, শৈশবকালীন রক্তস্রাব। 

রক্তস্রাব; অন্ত্রের ক্ষত হইতে প্রচুর, কালচে গাঢ় (ক্লোটেল); জরায়ু হইতে প্রবল বা অপ্রবল; পতনের পর অথবা অসংযত অশ্বারোহণ জনিত;অনুকল্প ঋতুরক্তস্রাব, মানসিক উৎকষ্ঠা থাকে না। 

রক্তোৎকাশ; গলা সুড়সুড় করিয়া কাশি, উহাতে রক্ত বা গন্ধকের আস্বাদ; বিনা চেষ্টায় বা কাশি ব্যতীত শৈরিক রক্তস্রাব, কখন কখন মাসিক রক্তোৎকাশ, বহুবৎসরব্যাপী রক্তোৎকাশ। 

প্রচুর স্রাব, উহা রজস্রাবের সমতুল্য; উহা হইতে শরীরে রক্তক্ষয়ের ন্যায় রক্তাল্পতার সৃষ্টি করে। 

অর্শ; প্রচুর রক্তস্রাবযুক্ত, তৎসহ জ্বালা, ক্ষততাবোধ, পূর্ণতা, ভারবোধ, মনে হয় যেন পৃষ্ঠ ভাঙ্গিয়া যাইবে; মলত্যাগের বেগ, অর্শবলি নীলাভ বর্ণ; মলদ্বার ক্ষততাযুক্ত ও হাজিয়া যাওয়ার ন্যায়। 

ঋতুস্রাব, কালচে এবং প্রচুর, তৎসহ উদরে টাটানি, ডিম্বকোষে আঘাত লাগার পর বা পতনের পর, মাসিক ঋতুস্রাবকালীন সকল যন্ত্রাণার বৃদ্ধি (একটিয়া, পালস)। 

জরায়ু হইতে রক্তস্রাব, প্রবল বা অপ্রবল, অসমান পথে ঘোড়ায় চড়ার সময় ধাক্কা লাগিয়া, পৃষ্ঠের নীচেরদিকে ঠেলামারা বেদনা। 

অর্শ হইতে রক্তস্রাবের পর, রক্তক্ষয়ের পরিমাণ অপেক্ষা অনেক অধিক অবসন্নতা (হাইড্র্যাষ্ট)। 

রক্তক্ষয়ের মন্দফল ( সিঙ্কোনা)। 

সম্বন্ধ- রক্তস্রাব অথবা রক্তস্রাবপ্রবণ ধাতুতে ফেরামের অনুপূরক। 
আঘাতজনিত রক্তস্রাবে এবং চক্ষুর ভিতরে রক্তস্রাবের দ্রুত আশোষণ জন্য আর্নিকা ও ক্যালেন্ডুলার সহিত তুলনীয়। 

[ শক্তি- 1X, 3X. 6] 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.