Header Ads

কেলি কার্বনিকাম (Kali Carbonicum) [ পটাশিয়াম কার্বনেট] [Kali Carb - কেলি কার্ব]

কেলি কার্বনিকাম (Kali Carbonicum) [ পটাশিয়াম কার্বনেট]
কেলি কার্বনিকাম (Kali Carbonicum) [ পটাশিয়াম কার্বনেট]

কেলি কার্বনিকাম (Kali Carbonicum) [ পটাশিয়াম কার্বনেট]

বৃদ্ধলোকদিগের রোগে, শোথে এবং পক্ষাঘাতে উপযোগী। রোগীর চুল কাল, তন্তুগুলি শিথিল, মোটা হওয়ার প্রবণতাযুক্ত ( এমন কার্ব, গ্র্যাফাই)। 

দৈহিক তরল বিধান অথবা জীবনীশক্তির অপচয়ের পর, বিশেষতঃ রোগী রক্তশূণ্য হইয়া পড়িলে ( সিঙ্কোনা, ফস এসিড, ফস, সোরিন)। 

বেদনা, সূচীবিদ্ধবৎ, বর্শাবিদ্ধবৎ, বিশ্রামকালে বৃদ্ধি; আক্রান্ত পার্শ্বে চাপিয়া শুইলে বৃদ্ধি (সূচীবিদ্ধবৎ, বর্শাবিদ্ধবৎ বেদনা বিশ্রামে এবং আক্রান্ত পার্শ্বে চাপিয়া শুইলে বৃদ্ধি ( সুচীবিদ্ধবৎ, বর্শবিদ্ধবৎ বেদনা বিশ্রামে এবং আক্রান্ত পার্শ্বে চাপিয়া শুইলে উপশম-ব্রায়ো)। 



রোগী স্পর্শ সহ্য করিতে পারে না, সামান্য মাত্র স্পর্শে, বিশেষতঃ পায়ের তলা স্পর্শ করিলে চমকাইয়া উঠে। 

একাকী থাকিতে একান্ত অনিচ্ছা ( আর্স, বিসমাথ, লাইকো- একাকী থাকিতে চায়, ইগ্নে, নাক্স)। 

চক্ষুর পাতা ও ভ্রুর মধ্যে থলির ন্যায় স্ফীতি। 

চক্ষুর দূর্বলতা; স্ত্রীসঙ্গম, স্বপ্নদোষ, গর্ভপাত এবং হাম রোগের পর। 

পাকস্থলী স্ফীত, স্পর্শকাতর, মনে হয় উহা যেন ফাটিয়া যাইবে, অত্যন্ত বায়ুস্ফীতি, রোগিনী যাহা কিছু আহার করেন তাহাই যেন বায়ুতে পরিণত হয় ( আয়ড)। 

প্রাতঃকালে মুখ ধুইবার সময় নাসাপথে রক্তস্রাব ( এমন কার্ব, আর্নিকা)। 

দন্তশূল, কেবল মাত্র আহারকালে, বেদনা দপ্দপ করে, ঠান্ডা বা গরম যে কোন বস্তুর স্পর্শে বৃদ্ধি। 

পৃষ্ঠবেদনা, ঘর্ম প্রবণতা, দূর্বলতা-গর্ভপাতের পর, প্রসবের পর, জরায়ু হইতে অত্যধিক রক্তস্রাবের পর, আহারকালে। চলিবার সময় রোগীনীর মনে হয় যেন এখনই ভ্রমণ ত্যাগ করিয়া তাহাকে শুইয়া পড়িতে হইবে। 

কাশি, শুষ্ক, আবেশে আবেশে উপস্থিত হয়; সরল হইতে যে চটচটে পুঁজ বা শ্লেষ্মা উঠে, রোগী তাহা গিলিতে বাধ্য হয়; আক্ষেপিক কাশিতে মুখরোধ হয় অথবা রোগী ভুক্ত দ্রব্য বমি করিয়া ফেলে; কাশিবার সময় শক্ত সাদা অথবা ধূম্রবর্ণ শ্লেষ্মাখন্ড গলমধ্য হইতে লাফাইয়া বাহির হইয়া পড়ে (ব্যাডি, চেলিডো)। 

ঋতুস্রাবের এক সপ্তাহ পূর্ব হইতে অসুস্থ বোধ করে। ঋতুস্রাবের পূর্বে এবং সময়ে পৃষ্ঠবেদনা; 

প্রসববেদনা অপ্রচুর কিন্তু ভীষণ পৃষ্ঠবেদনা, রোগিনী পৃষ্ঠদেশ টিপিয়া দিতে বলে ( কষ্টি)। 
হাঁপানি, উঠিয়া বসিলে অথবা সম্মুখ দিকে অবনত হইলে অথবা দোল খাইলে উপশম, রাত্রি ২টা হইতে ৪টার মধ্যে বৃদ্ধি। 

“যে সকল  রোগী ফুসফুসের ক্ষত হইতে কষ্ট পাইতেছেন তাঁহারা কদাচিৎ এইা এন্টিসোরিক ঔষধ ব্যতীত আরোগ্য হইয়া থাকেন”-হ্যানিম্যান। 

গলধঃকরণ কষ্টকর, মনে হয় যেন গলকোষে মাছের কাঁটার ন্যায় কোন কিছু আটকাইয়া আছে ( হিপার, নাই এসি); খাদ্যবস্তু সহজেই শ্বাসনালীতে প্রবিষ্ট হইয়া পড়ে, গলধঃকরণকালে পৃষ্ঠবেদনা। 

কোষ্ঠবদ্ধতা, মল বৃহৎ, কষ্টে নির্গত হয়, তৎসহ মলত্যাগের দুই বা এক ঘন্টা পূর্ব হইতে সূচীবিদ্ধবৎ উদরশূল। 

হৃৎপিন্ড, মেদাপকর্ষের প্রবণতা ( ফস), মনে হয় উহা যেন একখন্ড সূতা দ্বারা ঝুলান আছে ( ল্যাকে)। 

অতি সহজেই সর্দি লাগে। 

সম্বন্ধ- অনুপুরক, কার্বভেজ। 

তুলনীয়-ব্রায়ো, লাইকো, নেট্রাম মিউর, নাই এসি, ষ্ট্যানাম। সরল ঘড়ঘড় শব্দযুক্ত কাশিতে কেলি সালফ, ফস ও ষ্ট্যানামের পর ভাল খাটে। 

“নেট্রাম মিউর দৃশ্যতঃ উপযোগী বলিয়া মনে হইলেও, উহা বিফলে এই ঔষধে ঋতুস্রাব আনিবে”-হ্যানিম্যান। 

[শক্তি-৩, ৬, ৩০ ] 

[কেলি কার্বনিকাম (Kali Carbonicum) [ পটাশিয়াম কার্বনেট], কাশি, ফুসফুস সংক্রান্ত রোগ, দূর্বলতা, বিষন্নতা, ভয়, চক্ষু পাতার স্ফীতি, সুচ বিধার মত বেদনা রোগে বহুল ব্যবহৃত হোমিও ঔষধ। Common user of the medicine for Vegotonia, condition of exhaustedness, especially after infectious disease, weakness of the cardiac muscle, tendency to edemas, amenorrhea, dyspepsia in elderly persons, urinary incontinence in female patients chronic catarrh of the upper respiratory tracts, lumbago coxalgia. Work on organ vagus nerve, central nervous system, heart and circulation, respiratory tract, gastrointestinal tract.  
symptoms found- Tendency to weep a lot, depressive, easily scared and susceptible to shock, anxious, excessive irritation of the mucous membranes, the respiratory and digestive tracts as well as the female genitals, mucous membranes become dry, from which lancing pains are felt. Proneness to edemas, frequently in combination with water on the upper eyelids. Cardiac anxiety and stabbing cardiac pains, dyspnea and exhaustedness after minimal exertion. Chronic nasal catarrh, dry cough colic's due to meteorism. Constipation with an urge to defecate, without result insult. Insufficient libido. Weakness and pains in the lumbar area and in the hip joints.]

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.