Header Ads

আর্নিকা মন্টেনা (Arnica Montana) [লিওপার্ডস বেন নামক গাছড়া ]

আর্নিকা মন্টেনা (Arnica Montana) [লিওপার্ডস বেন নামক গাছড়া ]
আর্নিকা মন্টেনা (Arnica Montana) [লিওপার্ডস বেন নামক গাছড়া ]
আর্নিকা মন্টেনা (Arnica Montana) [লিওপার্ডস বেন নামক গাছড়া ]
স্নায়বিক প্রকৃতির স্ত্রীলোক, হৃষ্টপুষ্ট রক্তপ্রধান ব্যক্তি, সতেজ মুখশ্রী এবং অত্যন্ত লাল মুখমন্ডল। 

পতনাদিজনিত যান্ত্রিক আঘাতের কুফলজনিত পীড়া, এমনকি আঘাতটি যদি বহু বৎসর পূর্বেও ঘটিয়া থাকে। 

যে-সকল ব্যক্তির সামান্য যান্ত্রিক আঘাতের সংস্কারবোধ দীর্ঘকাল ধরিয়া বর্তমান থাকে, বিশেষভাবে তাহাদের পক্ষে উপযোগী। 

সর্বাঙ্গে ক্ষতবৎ, খঞ্জবৎ, থেৎলাইয়া যাওয়ার ন্যায় বেদনা যেন তাহাতে প্রহার করা হইয়াছে এরূপ বেদনা অনুভব করে; পেশীসমূহের আঘাতজনিত পীড়া। 

পতনাদি জনিত যান্ত্রিক আঘাত, বিশেষতঃ যদি মস্তিস্ক বিকম্পনের ফলে অজ্ঞানতা দেখা দিয়ে থাকে, অসাড়ে মলমূত্র নির্গত হয়। 

ভোঁতা অস্ত্রাদি দ্বারা আঘাত পাওয়ার পরবর্তী অবস্থা ( সিম্ফাইটাম)। 

অস্থিভঙ্গ এবং তাহাতে প্রচুর পুঁজ সঞ্চয় (ক্যালেন্ডু)। 

মস্তিস্ক-বিকম্পন এবং অস্থিপেষণ, মানসিক আঘাত বা দৈহিক আঘাতপ্রাপ্তির কুফল; দেহের কোমল অংশের বিদারণশূণ্য আঘাত; ইহাতে পুঁজোৎপত্তি ও রক্তবিষাক্ততা নিবারণ করে এবং অাশোষণকার্যের সাহায্য করে। 



স্নায়বিক প্রকৃতি, বেদনা সহ্য করিতে পারে না, সমস্ত দেহ অত্যন্ত স্পর্শকাতর হইয়া উঠে (ক্যামো, কফিয়া, ইগ্নে)। 

সে যাহার উপর শয়ন করে, তাহাই অত্যন্ত শক্ত বোধ হয়। অবিরত ঐ সম্বন্ধে অভিযোগ করে এবং একটু নরম স্থান পাইবার আশায় ক্রমগত অবস্থান পরিবর্তন করিতে থাকে (দেহের যে অংশের উপর চাপিয়া শোয় তাহই ক্ষতবৎ ও থেঁৎলানবৎ অনুভূতি হয়-ব্যাপ্টি, পাইরো; উপশম পাইবার জন্য অবিরত নড়াচড়া করিতে থাকে-রাস)। 

দেহের উপর অংশে উত্তাপ ও নিম্নাংশে শীতলতা। 

কেবলমাত্র মুখমন্ডল অথবা মস্তক এবং মুখমন্ডল উত্তপ্ত, দেহের অবশিষ্টাংশ শীতল। 

অজ্ঞানতা, কোন কিছু জিজ্ঞাসা করিলে সঠিক উত্তর দেয় কিন্তু তৎক্ষনাৎ অজ্ঞানতা এবং প্রলাপ ফিরিয়া আসে ( কোন একটি বাক্য বলিতে বলিতে মধ্যপথে ঘুমাইয়া পড়ে-ব্যাপ্টি)। 

বলে, যে তাহার কিছুই হয় নাই। 

যান্ত্রিক অথবা পতনাদিজনিত অভিঘাতের ফলে, উচ্চস্থান হইতে পড়িবার ফলে মস্তিস্ক বিকম্পন প্রভৃতির ফলে মস্তিষ্কঝিল্লীপ্রদাহ। মস্তিষ্কমধ্যে রক্তস্রাব হইতেছে এরূপ আশঙ্কায় আশোষণ ক্রিয়ার সাহায্য করে। 

মস্তকোদক রোগ, শিশুদিগের সম্মুখ বাহু মৃতবৎ শীতল ( উদরাময় রোগে ঐ লক্ষণ-ব্রোমিয়াম)। 


সন্ন্যাসরোগ-জ্ঞানলোপ, অসাড়ে মলমূত্রাদি নির্গমন। তরুণ আক্রমণে রক্তস্রাব বমন করে, অশোষণ ক্রিয়ার সাহায্য করে। অন্য ঔষধের লক্ষণ প্রকাশিত না হওয়া পর্যন্ত পুনঃ পুনঃ প্রয়োগ করিবেন এবং কয়েক দিন বা কয়েক সপ্তাহ ধরিয়া এই ঔষধের ক্রিয়া হইতে দিবেন।

আঘাত অথবা দমকা কাশির জন্য চক্ষুর শ্বেতমন্ডল অথবা রেটিনা হইতে রক্তস্রাব, তৎসহ রক্ত জমিয়া থাকা ( লিডাম, নাক্স)। 

গেঁটেবাত এবং বাত, তৎসহ কেহ নিকটে আসিলে তাহার দ্বার স্পৃষ্ট বা আঘাত হইবার অত্যন্ত ভীতি। 

বস্তিপ্রদেশে একপ্রকার থেঁৎলাইয়া যাওয়ার ন্যায় ব্যাথার জন্য সোজা হইয়া হাঁটিতে পারে না। 

একটির পর একটি ছোট এবং ব্যাথাযুক্ত ফোঁড়া জন্মানর প্রবণতা, ফোঁড়াগুলি অত্যন্ত বেদনান্বিত থাকে ( দলে দলে ক্ষুদ্র ষ্ফোটক উঠা-সালফ)। 

পক্ষাঘাত ( বামপার্শিক) নাড়ী পূর্ণ ও সবল; নিঃশ্বাসে ঘড় ঘড়শব্দ, দীর্ঘশ্বাস, বিড় বিড় করিয়া প্রলাপ বকা। 
উদ্গার, শূণ্য ঢেকুর-দূর্গন্ধ, পচা ডিমের ন্যায় পচাগন্ধ। 

আমাশয়, তৎসহ মূত্ররোধ, নিষ্ফল মলবেগ, অনেকক্ষণ পর পর মলত্যাগ। 

কোষ্ঠবন্ধতা, সরলান্ত্র মলে পূর্ণ থাকে কিন্তু মল নির্গত হইতে চায় না। প্রষ্টেটগ্রন্থির বৃদ্ধি অথবা জরায়ুর পশ্চাদাবর্তন হেতু ফিতার ন্যায় চেপ্টা মল। 

প্রসবের পর জননাঙ্গে ক্ষততাবোধ; এই ঔষধ ঔষধ প্রসবান্তিক রক্তস্রাব এবং সূতিকাক্ষেত্রের নানা উপসর্গ নিবারণ করে। 

প্রসবের পর মূত্ররোধ বা অবাধ মূত্র ( ওপি)। 

সম্বন্ধ- একোন, হাইপেরিকাম ও রাসের অনুপুরক। 

সমগুণ- থেঁৎলানবৎ বেদনার জন্য ব্যাপ্টি, চায়না, ফাইটো, পাইরো, রাস, রুটা, ষ্ট্যাফিস। 
একোন, এপিস, হেমামে, ইপি ও ভিরেট্রামের পর আর্নিকা ভাল খাটে, আর্নিকার পর সালফ এসিড ভাল কাজ করে। মদ্যপানজনিত অথবা কয়লার ধুমজিনত পীড়ায় সময়ে সময়ে আর্নিকা  নির্দিষ্ট হয় ( এমন কার্ব, বোভিষ্টা)। 
মেরুদন্ডে আঘাতপ্রাপ্তিজনিত রোগে হাইপেরিকামের সহিত তুলনীয়। 

উপচয়-বিশ্রামে, শয়িত অবস্থায়, মদ্যপানে। 

উপশম- স্পর্শে ও সঞ্চালনে ( রাস, রুটা)।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.