Header Ads

স্যাবাডিলা (Sabadila) [স্যাবা- Saba]

হোমিওপ্যাথিক ঔষধ স্যাবাডিলা (Sabadila) [স্যাবা- Saba]

হোমিওপ্যাথিক ঔষধ স্যাবাডিলা (Sabadila) [স্যাবা- Saba] 

[সেভাডিলা বীজ] 

পাতলা চুল সুন্দর বর্ণ, তৎসহ দূর্বল ও শিথিল পেশীমন্ডল বিশিষ্ট ব্যক্তির পক্ষে উপযোগী। 

শিশুদের ক্রিমিরোগ (সিনা, সাইলি, স্পাইজি)। 

স্নায়বিক পীড়া, স্পন্দন, আক্ষেপিক কম্পন, নিস্পন্দ বায়ুরোগ-ক্রিমিজনিত ( সিনা, সোরিন)। 

চিত্তবিভ্রম; সে মনে করে সে যেন পীড়িত, যেন তাহার অঙ্গগুলি ছোট হইয়া গিয়াছে; বায়ুদ্বারা উদর স্ফীত হইলে রোগিনীর মনে হয় যেন তাহার গর্ভ হইয়াছে; মনে হয় যেন তাহার কোন ভয়ঙ্কর গলরোগ হইয়াছে এবং উহা মারাত্মক হইবে। 

সবিরাম জ্বরের সময় আক্ষেপ (পডো)। 

হাঁচি, আক্ষেপিকভাবে হাঁচির আবেশ, তারপর অশ্রুস্রাব, প্রচুর জলবৎ সর্দিস্রাব, মুখমন্ডল উত্তপ্ত, চক্ষের পাতা দুইটি লাল ও জ্বালাকর। 

ডিপথেরিয়া, টনসিলপ্রদাহ, গরম খাদ্য সহজে গিলিতে পারে; সূচীবিদ্ধবৎ বেদনা এবং প্রায় সকল রোগলক্ষণ বিশেষতঃ গলদেশের লক্ষণ বামদিক হইতে ডান দিকে প্রসারিত হয় (ল্যাকে, ল্যাক ক্যানি)। 

গলমধ্যে একটুকরা চামড়া ঝলিতেছে এরূপ অনুভূতি, উহার উপর দিয়া পুনঃপুনঃ ঢোক গিলিতে হয়। 

শিরঃপীড়া, অত্যধিক চিন্তাজনিত, অতিরিক্ত মনোনিবেশ বা মনোযোগহেতু (আর্জ নাই); ক্রিমিজনিত। 

গলমধ্য ও মুখমধ্যের শুষ্কতা। 

পার্চমেন্ট কাগজের ন্যায় চর্মের শুস্কতা। 

সম্বন্ধ- তুলনীয়-কলোসিন্থ, কলচিকাম; অপরাহ্ন ৪টা হইতে ৮টা পর্যন্ত বৃদ্ধি থাকিলে লাইকো, খোলা বাতাসে উপশম লক্ষণ থাকিলে স্যাবাইনা, পালস। 

প্লুরিসি রোগে র‌্যানান বাল্ব ও ব্রায়োনিয়ার পরে ভাল কাজ করে; একোন ও ব্রায়ো বিফল হওয়ার পরেও ইহা দ্বারা আরোগ্য হইয়াছে। 

[শক্তি- ৬, ৩০ ] 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.