Header Ads

স্যাবাইনা (Sabina) [স্যাভাইন নামক ঝুপিগাছের পাতা]

Homeopathic Remedy herb Sabina

হোমিওপ্যাথিক মেডিসিন স্যাবাইনা (Sabina) 

স্ত্রীলোকদিগের পুরাতন পীড়া, সন্ধিবাতজ বেদনা, গর্ভপাত হইবার প্রবণতা, বিশেষতঃ তৃতীয় মাসে। 
সঙ্গীত অসহ্য বোধ হয়, উহা যেন স্নায়বিকতা সৃষ্টি করে, উহা যেন অস্থিমজ্জার মধ্যে প্রবেশ করে (ক্রন্দনের উৎপত্তি করে-থুজা)। 

প্রায় সব রোগেই পৃষ্ঠের নিম্নাংশে ত্রিকান্থি হইতে বিটপস্থান পর্যন্ত টানিয়া ধরার ন্যায় ব্যথা ( পৃষ্ঠ হইতে দেহ বেড়িয়া বিটপস্থান পর্যন্ত ভাইবার্ণাম অপু)। 

রোগঃ গর্ভপাত বা অকালপ্রসবের পরে, জরায়ু হইতে রক্তস্রাব, রক্ত আংশিক ফ্যাকাশে লাল, আংশিক জমাটবাঁধা, সামান্য সঞ্চালনে বৃদ্ধি (সিকেলি), অনেক সময় চলিয়া বেড়াইলে উপশমিত হয়, বেদনা ত্রিকান্থি হইতে বিটপস্থান পর্যন্ত বিস্তৃত। 

ঋতুস্রাব, নিয়মিত সময়ের পূর্বে, অতি প্রচুর অতিদীর্ঘস্থায়, আংশিক তরল, আংশিক জমাটবাঁধা(ফেরাম); যে-সকল স্ত্রীলোক অত্যন্ত অল্পবয়সে ঋতুমতী হইয়াছিল, স্রাব থাকিয়া থাকিয়া হয়, তৎসহ শূলব্যথা, প্রসবব্যথার ন্যায় বেদনা, বেদনা ত্রিকাস্থি হইতে বিটপস্থান পর্যন্ত। 

দুই ঋতুর মধ্যবর্তীকালে জরায়ু হইতে রক্তস্রাব, তৎসহ প্রবল সঙ্গমেচ্ছা (এম্ব্রা)। 

জরায়ুর দূর্বলতাবশতঃ ফুল না পড়া, তীব্র ভ্যাদাল ব্যথা (কলোফাই, সিকেলি)। 

অতিরজঃস্রাব, রজোনিবৃত্তিকালীন; যে-সকল স্ত্রীলোকের অল্প আদ্যঋতু দেখা দিয়েছিল এবং পূর্বে গর্ভপাত হইয়াছিল। 

গর্ভপাত অথবা অকালপ্রসবের পর জরায়ু অথবা ডিম্বকোষের প্রদাহ। 

জরায়ু হইতে ভ্রষ্ট বিষকোষ অথবা বহিরাগত পদার্থ নির্গত করিতে সাহায্য করে ( ক্যান্থা)। 

ডুমুরের ন্যায় আঁচিল, তাহাতে অসহ্য চুলকানি ও জ্বালা, প্রচুর মাংসাঙ্কুর জম্মান ( থুজা, নাই এসি)। 

সম্বন্ধ-থুজার অনুপূরক। 

তুলনীয়-ক্যাল্ক কার্ব, ক্রোকাস, মিলিফো, সিকেলি, ট্রিলিয়াম। 

উপমাংস জন্মান এবং সাইকোসিসদোষজ পীড়ায় থুজার পরে ভাল খাটে। 

উপচয়- সামান্য সঞ্চালনে ( সিকেলি), গরম বাতাস বা গরম ঘরে ( এপিস, পালস)। 

উপশম- ঠান্ডা, খোলা, নির্মল বাতাসে। 

[শক্তি-২এক্স, ৩০]

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.