Header Ads

ডায়ষ্কেরিয়া ভিল্লোসা (Diosceorea Villosa) [ ডায়ষ্কে - Dios V. ]

হোমিওপ্যাথিক ঔষধ ডায়ষ্কেরিয়া ভিল্লোসা (Diosceorea Villosa) [ ডায়ষ্কে - Dios V. ] এর লক্ষণ ব্যবহার ও রিমেডি রিলেশন কিনোটস ।।

হোমিওপ্যাথিক ঔষধ ডায়ষ্কেরিয়া ভিল্লোসা (Diosceorea Villosa) [ ডায়ষ্কে - Dios V. ] এর লক্ষণ ব্যবহার ও রিমেডি রিলেশন কিনোটস ।। 

ভিন্ন নাম ঃ বন্য জ্যাম নামক গুল্ম।।

যে সকল যুবক অথবা বৃদ্ধের পরিপাকশক্তি দূর্বল। 

আহারের পরে, কোন কিছু খাওয়ার পর পেটফাঁপা, বিশেষতঃ চা পায়ীদের; তাহারা অনেক সময়েই ভয়ানক শূলবেদনায় আক্রান্ত হয়।

নাভির চারিদিকে উদরে কামড়ানবৎ বেদনা। 

প্রবল মোচড়ানর ন্যায় শূলব্যথা, নির্দিষ্ট কাল ব্যবধানে উপস্থিত হয়; মনে হয় যেন কোন বলবান ব্যক্তির হাত অন্ত্র মুঠা করিয়া ধরিয়া মোচড়াইতেছে। 

শূলব্যথা, সম্মুখদিকে অবনত হইলে এবং শয়ন করিলে বৃদ্ধি, সোজা হইয়া দাঁড়াইলে অথবা পশ্চাদ্দিকে বাঁকিলে উপশম (কলোসিন্থের বিপরীত) ।

নিদ্রিতাবস্থায় শূক্রস্খলন, সমস্ত রাত্রি স্ত্রীলোক সম্বন্ধে স্পষ্ট স্বপ্ন দেখে ( ষ্ট্যাফিস); হাঁটুদ্বয় দূর্বল, জননেন্দ্রিয় শীতল, অত্যন্ত হতাস ভাব ( ষ্ট্যাফিস)। 

আঙ্গুলহাড়া, প্রথম অবস্থায় যখন যন্ত্রণা তীব্র ও ক্লেশকর হইয়া উঠে, যখন খোঁচামারা বেদনা প্রথম অনুভূত হইতে থাকে; নখগুলি ভঙ্গুর হয়। 

নখকুনি হইবার প্রবণতা ( হিপার)। 

সম্বন্ধ- তুলনীয়- কলো, ফস, পডো, রাস, সাইলি। 

উপচয়- শয়নে, উপবেশনে, সম্মুখদিকে দ্বিভাজ হইলে। 

উপশম- সঞ্চালনে; হাঁটা কষ্টকর হয়; তবু ক্লান্ত হইয়াও রোগী হাঁটিতে বাধ্য হয়। 

শক্তি-

 Diosceorea Villosa 3X

Diosceorea Villosa 6 

Diosceorea Villosa 30 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.