Header Ads

ট্রিলিয়াম পেন্ডুলাম (Trillium Pendulum) [ ট্রিলিয়াম Trill P. ]

ট্রিলিয়াম পেন্ডুলাম (Trillium Pendulum) [ ট্রিলিয়াম Trill P. ]

হোমিওপ্যাথিক ঔষধ ট্রিলিয়াম পেন্ডুলাম (Trillium Pendulum) [ ট্রিলিয়াম Trill P. ] এর লক্ষণ ব্যবহার রিমেডি রিলেশন কিনোটস।।

[ভিন্ন নাম- ওয়েক-রবিন- নামক গাছ ]

রক্তস্রাবঃ প্রচুর, অপ্রবল ও প্রবল উভয় প্রকার, সাধারণতঃ উজ্জ্বল লালবর্ণ। 

দাঁত তুলিবার পর মাড়ির গর্ত হইতে রক্তস্রাব (হেমামে, ক্রিয়ো)। 

ঋতুস্রাব- প্রচুর, প্রতি দুই সপ্তাহ অন্তর, প্রত্যেকবার এক সপ্তাহ বা তাহার চেয়েও অধিককাল স্থায়ী হয় (ক্যাল্ক ফস); অতিরিক্ত পরিশ্রম অথবা দীর্ঘকাল ঘোড়ায় চড়ার পর। 

রক্তস্রাবে কাপড় ভাসিয়া যায়, তৎসহ মুর্ছাভাব। 

অতিরজঃ স্রাব প্রচুর, বেগে নির্গত, উজ্জ্বল লালবর্ণ, সামাণ্য নড়িলে রক্তস্রাব ( স্যাবিনা)-জরায়ুর স্থানচ্যুতিজনিত; ররোনিবৃত্তিকালীন, প্রতি দুই সপ্তাহ অন্তর, কালচে চাপচাপ (থ্যাস্পি, আষ্টি)। 

মুখ দিয়া রক্ত উঠা; যক্ষারোগের প্রবৃদ্ধ অবস্থায় প্রচুর পুঁজের ন্যায় গায়ের উঠা ও কষ্টকর কাশির সহিত রক্ত উঠা। 

অনুভূতি, যেন নিতম্বদেশ ও পৃষ্ঠের নিম্নাংশে খন্ডখন্ড হইয়া ভাঙ্গিয়া পড়িতেছে; যেন শ্রেণি- ত্রিকাস্থিসংলগ্ন স্থানসমূহ খসিয়া যাইতেছে, শক্ত করিয়া বাধিয়া রাখিতে চায়, মনে করে যেন বস্তিপ্রদেশের অস্থিগুলি ভাঙ্গিয়া গিয়াছে ( ইস্কু), তৎসহ রক্তস্রাব। 

রজোনিবৃত্তিকালে জরায়ু হইতে প্রচুর রক্তস্রাব, প্রতি দুই সপ্তাহ অন্তর রক্তস্রাব, রোগিনী বিবর্ণ, মুর্ছাকল্প, ক্ষীণদৃষ্টি, বুক ধড়ফড়ানিযুক্ত, নাসিকা ও কর্ণে তালা লাগা ও শব্দ ( ফেরাম); পাকস্থলীগহ্বরে কষ্টকর নিমগ্নতা। 

সম্বন্ধ- ঋতুসংক্রান্ত ও রক্তস্রাবজনিত রোগে ক্যাল্ক ফসের অনুপুরক। 

তুলনীয়-সিঙ্কোনা, বেল, কেলি কার্ব, মিলিফো, ল্যাকে, সিপিয়া, সালফ, থ্যাস্পি, অষ্টি। 

[শক্তি]

Trillium Pendulum 6

Trillium Pendulum 30

Trillium Pendulum 200 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.