Header Ads

লিডাম প্যালাষ্টার (Ledum Palustre) [Led লিডাম ]

হোমিওপ্যাথিক ঔষধ লিডাম প্যালাষ্টার (Ledum Palustre)  [Led লিডাম ] এর লক্ষণ পরিচয় ব্যবহার উপকারিতা ও ঔষধ সম্পর্ক।।

হোমিওপ্যাথিক ঔষধ লিডাম প্যালাষ্টার (Ledum Palustre)  [Led লিডাম ] এর লক্ষণ পরিচয় ব্যবহার উপকারিতা ও ঔষধ সম্পর্ক।। 

[মার্স টি নামক গাছড়া] 

উদ্ভিদ গোত্রের এই ঔষধটি সোরিক, টিউবারকিউলার ও সিফিলিটিক মায়াজমের রোগীদের জন্য ব্যবহার হয়ে থাকে। 

বাত ও গ্রন্থিবাত ধাতুতে উপযোগী; মদ্য অপব্যবহারে যাহাদের ধাতুবিকৃতি ঘটিয়াছে তাহাদের পক্ষে উপযোগী (কলচি)। 

চক্ষুর উপতারাচ্ছেদের পর সম্মুখ প্রকোষ্ঠে রক্তস্রাব। 

চক্ষু ও চক্ষুর পাতা নিষ্পেষিত হওয়া, বিশেষতঃ যদি তাহার সহিত অত্যধিক রক্তসঞ্চয় থাকে, চক্ষুর পাতা ও শুক্রমন্ডলে কালশিরা। 

বাত ও গ্রন্থিবাত, নিম্নাঙ্গে আরম্ভ হইয়া উপর দিকে উঠিতে থাকে ( নীচের দিকে নামে-ক্যালমি); বিশেষতঃ যদি কলচিকামের অপব্যবহারের পর রোগী নিস্তেজ অবস্থাপ্রাপ্ত হইয়া থাকে; সন্ধিসমূহে গ্রন্থিবৃদ্ধি ও বাতজ টিবলি জন্মে, ঐগুলি বেদনান্বিত হয়; তরুণ বা পুরাতন সন্ধিবাত। 

বাত বাম স্কন্ধ ও দক্ষিণ নিতম্বসন্ধি আক্রমণ করে(এগারি, এন্টিম টার্ট, ষ্ট্যামো)। 

আক্রান্ত অঙ্গ শীর্ণতাপ্রাপ্ত হয় ( গ্র্যাফাই)। 

বেদনা সূচীবিদ্ধকর, ছিন্নকর, দপদপ করে; বাতজ বেদনা সঞ্চালনে বৃদ্ধি, রাত্রে উপশম, বিছানার ও শয্যাবস্ত্রের গরমে উপশম ( মার্ক); কেবলমাত্র বরফজলে পা রাখিলে বৃদ্ধি (সিকেলি)। 

যে সকল লোকের দেহ সর্বদা ঠান্ডা থাকে এবং যাহারা সর্বদা ঠান্ডা ও শীতার্ত বোধ করে তাহাদের রোগে উপযোগী; জৈব উত্তাপ ও দৈহিক উত্তাপের অভাব ( সিপিয়া, সাইলি); আঘাতপ্রাপ্ত অঙ্গ স্পর্শে বিশেষভাবে শীতল মনে হয়। 

পীড়িত অঙ্গ স্পর্শ করিলে শীতল কিন্তু রোগী নিজ শীতলতা বোধ করে না। 

কোন কোন রোগে অঙ্গপ্রত্যঙ্গের উত্তাপ ও জ্বালার জন্য শয্যার উত্তাপ অসহ্য বোধ হয়। 

স্ফীতি-পায়ের পাতার, হাঁটু পর্যন্ত, গোড়ালির, তৎসহ চলিতে গেলে অসহ্য যন্ত্রণা, মনে হয় যেন মচকাইয়া গিয়াছে বা পদস্খলন হইয়াছে; পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠের অগ্রভাগ স্ফীত, বেদনাযুক্ত; গোড়ালিতে থেৎলাইয়া যাওয়ার ন্যায় বেদনা। 

পায়ের পাতার ও গোড়ালির অসহ্য চুলকানি, চুলকাইলে এবং বিছানার উত্তাপে বৃদ্ধি ( পালস, রাস)। 

পায়ের গোড়ালি ও পায়ের পাতা সহজেই মচকাইয়া যায় (কার্ব এনি)। 

তীক্ষ্ন সুক্ষাগ্র যন্ত্র বিদ্ধ হইয়া ক্ষত, যথা ভোমর, পেরাক বিধিয়া ক্ষত ( হাইপেরি); ইঁদুরের কামড়, কীটের হুলবিদ্ধ হওয়া, বিশেষতঃ মশকের দংশন। 

কপাল ও গন্ডদেশে লালবর্ণ পীড়কা ও গুটিকা, যেরূপ ব্র্যান্ডি মদ্যপায়ীদের দেখা যায়, উহা স্পর্শ করিলে হুলবিদ্ধবৎ যন্ত্রণা। 

আঘাতপ্রাপ্তির পর দীর্ঘকালস্থায়ী বিবর্ণতা, “কাল ও নীলবর্ণ” স্থানসমূহ ক্রমশঃ সবুজ হইয়া থাকে। 

সম্বন্ধ-আঘাতপ্রাপ্তিতে তুলনীয়-আর্নিকা, ক্রোটিন, হেমামে, বেলিস, রুটা; আঘাতের দীর্ঘস্থায়ী কুফলের জন্য তুলনীয়-কোনি। 

[শক্তি] 
Ledum Palustre 6 
Ledum Palustre 30
Ledum Palustre 200

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.