Header Ads

পালসেটিলা (Pulsatilla) [ উইন্ড ফ্লাওয়ার নামক গাছড়া ]

 পালসেটিলা (Pulsatilla) [ উইন্ড ফ্লাওয়ার নামক গাছড়া ] 

পালসেটিলা (Pulsatilla) [ উইন্ড ফ্লাওয়ার নামক গাছড়া ]
পালসেটিলা (Pulsatilla) [ উইন্ড ফ্লাওয়ার নামক গাছড়া ]

অস্থিরমতি, ধীরপ্রকৃতি, শ্লেষ্মাপ্রধান ধাতু; পিঙ্গলকেশ, নীল চক্ষু, বিবর্ণ মুখশ্রী, সহজেই হাসিয়া উঠে, সহজেই কাঁদে, স্নেহশীল, নম্র, শান্ত, ভীরু, সহজেই বশীভূত হয় এরূপ প্রকৃতির স্ত্রীলোকদের ঔষধ। 

সহজেই কাঁদে, তাহার পক্ষে না কাঁদিয়া রোগের সম্বন্ধে বর্ণনা দেওয়া একরূপ অসম্ভব হইয়া পড়ে (ধন্যবাদ দিলে কাঁদে-লাইকে)। 

বিশেষতঃ স্ত্রীলোক ও শিশুদিগের রোগে উপযোগী। 

মাংসল হইবার প্রবণতাযুক্ত স্ত্রীলোক, তৎসহ সামান্য কিন্তু দীর্ঘ স্থায়ী ঋতুস্রাবযুক্ত ( গ্রাফাই)। 

আদ্য ঋতুর বয়স হইতেই স্বাস্থ্যভগঙ্গ দেখা দেয়, তারপর আর কখনও ভাল হয় না- রক্তশূণ্যতা, হরিৎপান্ডুরোগ, ব্রঙ্কাইটিস, যক্ষা প্রভৃতি উপস্থিত হয়। 


সমস্ত শ্লৈষ্মিক ঝিল্লী হইতে যে স্রাব নির্গত হয়, তাহা ঘন, অবিদাহী, হরিদ্রাভ, সবুজ (কেলি সালফ, নেট্রাম সালফ)। 

লক্ষণসমূহ সর্বদাই পরিবর্তনশীল; দুইবারের শীত, দুইবারের মল, দুইবারের রোগাক্রমন একরূপ হয় না, একঘন্টা বেশ ভাল থাকে পরেই অত্যন্ত অসুস্থ বোধ করে; লক্ষণগুলি দৃশ্যতঃ পরস্পরবিরোধী মনে হয় (ইগ্নে)। 

বেদনা টানিয়া ধরার ন্যায়, ছিন্নকর, স্থানপরিবর্তনশীল, দ্রুত দেহের এক অংশ হইতে অপর অংশে সরিয়া যায় (কেলি বাই, ল্যাক ক্যানি, ম্যাঙ্গে এসেট);

উহার সহিত সর্বদাই শীত শীত ভাব বর্তমান থাকে; বেদনা যত বেশী হয় শীতও তত বেশী হয়; বেদনা হঠাঃ উপস্থিত হয়, এবং ধীরে ধীরে ছড়িয়া যায় অথবা বেদনার আবেশ বাড়িয়া অতিশয় তীব্র হইয়া উঠে এবং এরপর “সাহস বিলুপ্ত” হইয়া যায়; অথবা বেদনা প্রথমে সঞ্চালনের সময় দেখা দেয় ( রাস)। 

তৃষ্ণাশূণ্যতা; প্রায় সব রোগেই তৃষ্ণাশূণ্যতা; গুরুপাক খাদ্য, কেক, পিষ্টক, বিশেষতঃ শূকুর মাংস বা মাংসের কাবাব খাইয়া পাকাশয়ের পীড়া, শুকর মাংস দেখিলে বা উহার চিন্তা করিলে বিরক্তি বোধ হয়, প্রাতঃকালে মুখের স্বাদ অত্যন্ত খারাপ হয়। 

প্রাতঃকালে মুখের অত্যন্ত শুষ্কতা, তৎসহ তৃষ্ণাশূণ্যতা ( নাক্স মস্ক-মুখগহ্বর সরস কিন্তু তাহার সহিতও অত্যন্ত তৃষ্ণা-মার্ক)। 

কর্ণমূলস্ফীতি; উহা রোগান্তর প্রাপ্ত হইয়া স্তন বা অন্ডকোষে সরিয়া যায়। 


পাকস্থলীতে অত্যন্ত শূণ্যবোধ; বিশেষতঃ চা-পিয়াসীদের। 

উদরাময়, কেবলমাত্র অথবা সাধারণতঃ রাত্রিকালে জলবৎ, সবুজাভ হলদে; অত্যন্ত পরিবর্তনশীল মল; আহার করিবার অল্পক্ষণ পরেই মলবেগ; ফলখাইয়া, ঠান্ডা খাদ্য বা পানীয়, আইসক্রীম খাইয়া উদরাময় (আর্স, ব্রায়ো, রসাল ফল খাইয়া উদরাময়-ভিরেট্রাম, চায়না; পেঁয়াজ খাইয়া উদরাময়-থুজা; ঝিনুক খাইয়া উদরাময়-ব্রোমিন, লাইকে; দুধ খাইয়া উদরাময়- ক্যাল্ক কার্ব, নেট্রাম কার্ব, নিক্কোলাম, সালফ;দুষিত জল পান কিরিয়া উদরাময়-ক্যাম্ফর, জিঞ্জিবার)। 

প্রাপ্তবয়স্কা বালিকাদিগের আদ্য ঋতুকালে পীড়া; জলে পা ভিজাইবার ফলে ঋতুবন্ধ; নির্দিষ্টকালের অনেক পরে ঋতুস্রাব; স্রাব সামান্য, পিচ্ছিল, বেদনাযুক্ত, অনিয়মিত; প্রবাহ সবিরাম, তৎসহ সন্ধ্যাকালে শীত শীতভাব, অত্যন্ত বেদনা, অত্যন্ত অস্থিরতা, শয্যায় ইতস্ততঃ গড়াগড়ি দিতে থাকে (ম্যাগ ফস); স্রাব দিবাভাগেই অধিক হয় (শুইলে অধিক হয় ক্রিয়োজোট); অদ্য ঋতু বিলম্বিত। 

নিদ্রা; সন্ধ্যাকালে আদৌ ঘুম হয় না, শয্যায় যাইয়া শুইতে চায় না; প্রথম নিদ্রা অস্থির, যখন জাগিয়া উঠার সময় আসে তখন গভীর নিদ্রা; জাগিয়া উঠিয়া নিস্তেজ ও অতৃপ্ত বোধ করে ( নাক্সের বিপরীত)।

আঞ্জনি, বিশেষতঃ চক্ষুর উপর পাতায়, চর্বিযুক্ত খাদ্য, তৈলাক্ত, গুরুপাক খাদ্য বা শুকরমাংস আহার জনিত (তুলনীয়-লাইকো, ষ্ট্যাফিস)। 

গর্ভপাত সম্ভাবনা; রক্তস্রাব থামিয়া যায়, আবার বর্ধিত বেগে উপস্থিত হয়, বেদনা আক্ষেপিক প্রকৃতির, উহাতে শ্বাসরোধ ও মুর্ছা ভাব দেখা দেয়; মুক্ত বায়ু সেবন করিতে চায়। 

দন্তশূল, মুখের মধ্যে ঠান্ডা জল রাখিলে উপশম ( ব্রায়ো, কফিয়া); গরম জিনিস এবং গরম গৃহে বৃদ্ধি। 

গরমঘরে ভালরূপে নিশ্বাস লইতে পারে না অথবা শীত শীতবোধ করে। 

পায়ের গোড়ালি-সন্ধিতে অতিশয় স্নায়বিকতা ( দুর্বলতা) বোধ করে। 

সম্বন্ধ-অনুপুরক-কেলি মিউর, লাইকো, সাইলি, সালফ এসি। কেলি মিউর ইহার রাসয়নিক সমগুণ। 
প্রায় সব রোগেই সাইলিসিয়া পালসের ক্রনিক।
পালসের পূর্বে ও পরে কেলি মিউর ভাল খাটে।
পুরাতন রোগ চিকিৎসার আরম্ভকালে একটি উত্তম ঔষধ ( ক্যাল্ক সালফ)। 

যে সকল রোগী রক্তশূণ্য, হরিৎপান্ডুপীড়াগ্রস্ত; যাহারা পূর্বে এমন কি বহু বৎসর পূর্বে যথেষ্ট লৌহ, কুইনাইন বা টনিক ঔষধ খাইয়াছে তাহাদের পক্ষে উপযোগী। 
ক্যামোমাইল, কুইনাইন, পারদ, চা পান, সালফার প্রভৃতির অপব্যবহার জনিত রোগসকল। 
কেলি বাই, লাইকো, সিপিয়া, সাইলি ও সালফের পর ভাল খাটে। 

উপচয়-উষ্ণ বদ্ধ ঘরে ; সন্ধ্যাকালে, গোধুলীসময়ে; সঞ্চালন আরম্ভ করিতে গেলে, বমপাশে শয়নে অথবা বেদনাশূণ পাশে শয়নে; খুব মসলাদার, চর্বিযুক্ত, গুরুপাক খাদ্য গ্রহণেঃ রোগাক্রান্ত পাশের ঠিক অপর পাশে সুস্থ স্থানে চাপ দিলে, গরম বাহ্য প্রয়োগে, উত্তাপে (কেলি মিউর)। 

উপশম- খোলা বাতাসে, বেদনাযুক্ত পাশে শয়নে (ব্রায়ে) ঠান্ডা বাতাস অথবা ঠান্ডা গৃহে, ঠান্ডা দ্রব্য খাইলে বা পান করিলে, ঠান্ডা বাহ্য প্রয়োগে ( কেলি মিউর)।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.