Header Ads

পডোফাইলাম ( Podophyllum) [ মে আপেল নামক গাছের শিকড় ]

পডোফাইলাম ( Podophyllum) [ মে আপেল নামক গাছের শিকড় ]

পডোফাইলাম ( Podophyllum) 

[ মে আপেল নামক গাছের শিকড় ]

প্রুভারের নাম ঃ ডাঃ উইলিয়ামসন ( Williamson)

উৎসঃ মে আপেল নামক এক ধরণের উদ্ভিদের মূল, যার ফল পাকার পূর্বে তাজা মূল সংগ্রহ করা হয়। 

সমনামঃ মে আপেল, ডাকস ফুট (Duck's Foot), ভেজিটেবল মার্কারী, ওয়াইল্ড লেমন ( Wild Lemon)

প্রাপ্তিস্থানঃ সমগ্র যুক্তরাষ্ট্রে, হিমালয়ে, কাশ্মীর, সিকিমের পাড়াড়ে জন্মে। 

ক্রিয়াস্থলঃ রেকটাম, লিভার, অন্ত্র, ডানদিক, গলা, স্ক্যাপুলা, ওভারী, মিউকাস মেমব্রেণ, ডিওডেনাম। 

যে-সকল লোক পিত্তপ্রধানধাতু এবং যাহারা পাকাশয় আন্ত্রিক গোলযোগে ভোগে, বিশেষতঃ যাহাদের পারদ অবব্যবহারের পর এরূপ হয়; “পৈত্তিক আক্রমণ।”

অনেকখানি করিয়া ঠান্ডা জলপানের পিপাসা।

বেদনা, ঝাঁকি দিয়া উঠার ন্যায়, হঠাৎ বেদনা।

মানসিক বিষন্নতা, মনে করে সে মরিতে চলিয়াছে, অথবা তাহার অসুখটি বড়িই কঠিন (আর্স); জীবনে বিতৃষ্ণা।

উদরাময়ের সহিত পর্যায়ক্রমে শিরঃপীড়া (এলো); শীতকালীন শিরঃপীড়া ও গ্রীষ্মকালীন উদরাময়।
বেদনাশূণ্য উদরাময়িক কলেরা; শিশু কলেরা (ফাইটো)।

পায়ের পাতায়, পায়ের ডিমে উরুতে প্রবল খালধরা, জলের মত বেদনাশূল্য মল।

কষ্টকর দন্তোদ্গম; শিশু কোঁকায়, রাত্রিকালে দাঁত কড়মড় করে; মাড়িতে মাড়িতে চাপিয়া ধরিতে প্রবল ইচ্ছা (ফাইটো), মস্তক গরম ও বালিশের এপাশে ওপাশে মাথা চালিতে থাকে (বেল, হেলিবো)।
উদরাময়, দীর্ঘকালস্থায়ী, অতি প্রত্যুষে আরম্ভ হইয়া সারা সকাল ধরিয়া চলে, তার পর সন্ধ্যার দিকে স্বাভাবিক মলত্যাগ করে (এলো), তৎসহ উদরে অথবা সরলান্ত্রে দূর্বলতা ও নিমগ্নতা বোধ করে।
শিশুদের উদরাময়, দন্তোদ্গমকালে; আহারের পরে; যখন শিশুকে ধোয়ান বা স্নান করান হয়; ময়লা জলের মত মলে তোয়ালে ভিজিয়া যায় ( বেঞ্জ এসিড); তৎসহ মুখরোধ হয়।

মল, সবুজ জলের মত দূর্গন্ধ, প্রচুর (ক্যাল্ক কার্ব). বেগে নির্গত হয় (গ্যাম্বোজিয়া, জ্যাট্রোফা, ফস); চা-খড়ির ন্যায় সাদা, জেলির মত (এলো); অজীর্ণ পদার্থযুক্ত (চায়না, ফেরাম)। হরিদ্রাবর্ণের ময়দার ন্যায় তলানিযুক্ত; মলত্যাগের সময়ে অথবা পরে সরলান্ত্র নির্গত হইয়া পড়ে।

জরায়ুর বহির্নিগমন, অতিরিক্ত ভার উত্তোলন বা কুন্থনজনিত কোষ্ঠবদ্ধতা হেতু, প্রসবান্তিক, জরায়ুর অসম্পূর্ণ পশ্চাদপসরণ হেতু।

গর্ভাবস্থায় প্রথম কায়েকমাস কেবলমাত্র উপুড় হইয়া ভাল শুইতে পারে (এসেট এসি)।
রোগী সর্বদা হাত দিয়া যকৃৎস্থান ঘর্ষণ করে বা ঝাঁকায়।

জ্বরের আক্রমন প্রাতে ৭টায়, তৎসহ শীত ও উত্তাপের সময় অত্যন্ত বাচালতা, জ্বরের ঘর্মের সময় নিদ্রিত হইয়া পড়ে।

গলার দক্ষিণ পার্শে, দক্ষিণ ডিম্বকোষ, দক্ষিণ কুক্ষিদেশ আক্রমণ করে(লাইকো)।

দক্ষিণ ডিম্বকোষে বেদনা ও অসাড়তা; উহা নিম্নাভিমুখে ঐ পার্শের ঊরু দিয়া নামিয়া আসে (লিলিয়াম)।

যুবতীদিগের ঋতু-অবরোধ (পালস, টিউবার)।

সম্বন্ধ- তুলনীয়-এলা, চেলিডো, কলিনসো, লিলিয়াম, মার্ক, নাক্স, সালফ।

ইহা পারদের কুফল দূর করে।

পাকাশয়িক রোগে নাক্স ও ইপিকাকের পর এবং যকৃৎরোগে ক্যাল্ক ও সালফারের পর ব্যবহার্য।
উপচয়-অতি প্রত্যুষে ( এলো, নাক্স, সালফ); গরম আবহাওয়ায়, দন্তোদ্গমকালে।

রোগের কারণঃ পারদের অপব্যবহার, ভারী জিনিস তোলা, অতিরিক্ত শারিরীক পরিশ্রম, গ্রীষ্মকাল, দাঁত উঠিলে। 

[সতর্কতাঃ ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ঔষধ গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ]

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.