Header Ads

ব্যারাইটা কার্বনিকা (Baryta Carbonica) [ বেরিয়াম কার্বনেট নামক খনিজ পদার্থ বিশেষ]

ব্যারাইটা কার্বনিকা (Baryta Carbonica) 

ব্যারাইটা কার্বনিকা (Baryta Carbonica) [ বেরিয়াম কার্বনেট নামক খনিজ পদার্থ বিশেষ]
ব্যারাইটা কার্বনিকা (Baryta Carbonica) [বেরিয়াম কার্বনেট নামক খনিজ পদার্থ বিশেষ]
জীবনের প্রথম ও দ্বিতীয় শৈশব অর্থাৎ বার্ধক্য ও শিশুকালের রোগে এবং সোরা ও টিউবারকুলার ধাতুর পক্ষে বিশেষভাবে উপযোগী। 

স্মরণশক্তি কম; সবকিছু ভুলিয়া যায়, কোন কিছুতে মন দেয় না; শিশুকে শিক্ষা দেওয়া যায় না কারণ সে কিছুই মনে রাখিতে পারে না; জড়ভাব প্রাপ্তির সম্ভাবনা। 

গন্ডমালাধাতু, খর্বকৃতি শিশু, যাহারা বর্ধিত হয় না ( যে সকল শিশু দ্রুত বর্ধিত হয়- ক্যাল্ক কার্ব); 
গন্ডমালাধাতুজ চক্ষুপ্রদাহ, কনীনিকা অস্বচ্ছ; উদরটি স্ফীত, ঘন ঘন শুলব্যথার আক্রমণ হয়, 
মুখমন্ডল ফুলা ফুলা দেখায় কিন্তু সমস্ত শরীর শীর্ণ থাকে। 

শিশু মন ও দেহ উভয় দিক হইতে খর্ব। 

খর্বাকৃতি, হিষ্টিরিয়াপ্রবণ স্ত্রীলোক, স্বল্পঋতুবিশিষ্ট্য বৃদ্ধা কুমারী, যাহাদের গাত্রতাপ অল্প এবং সর্বদাই ঠান্ডা ও শীতশীত বোধ করেন। 

বৃদ্ধ, ধাতুবিকৃতিযুক্ত ব্যক্তি; বিশেষতঃ যদি স্থুলকায় হন অথবা যাহারা গেটেবাত রোগে ভোগেন (ফ্লুরিক এসি)। 

বৃদ্ধ ব্যক্তিদের পীড়া, প্রষ্টেট গ্রন্থি অথবা অন্ডকোষের বিবৃদ্ধি অথবা কঠিনতা, মানসিক ও দৈহিক দূর্বলতা। 



বৃদ্ধ ব্যক্তিদের সন্ন্যাস রোগের প্রবণতা; পুরাতন মাতালদের পীড়া; শিশু সুলভ প্রকৃতির বৃদ্ধদের শিরঃপীড়া। 

যে সকল লোকের প্রায়ই গলক্ষত জন্মে, সহজেই সর্দি লাগে অথবা প্রত্যেকবার, এমনকি সামান্য সর্দিতেই টনসিল গ্রন্থির প্রদাহ উপস্থিত হয়; ঐ প্রদাহে পুঁজোৎপত্তির সম্ভাবনা থাকে ( হিপার, সোরিন)। 

তরল বস্তু ব্যতীত অন্য কিছুই গিলিতে পারে না ( ব্যাপ্টি, সাইলি)। 

অর্শবলি, প্রত্যেকবার মুত্রত্যাগের সময় উহা বাহির হইয়া আসে ( মিউ এসি)। 

সোরাদোষদুষ্ট শিশুদিগের পুরাতন কাশি, টনসিলদ্বয় অথবা, আলজিভ বর্ধিত; সামান্য ঠান্ডাতেই আরও বাড়িয়া উঠে ( এলুমিনা)। 

গ্রন্থিসমূহ বিশেষতঃ গ্রীবা ও কুঁচকির গ্রন্থিসমূহের স্ফতি ও কাঠিনতা অথবা পুঁজ জন্মাইবার প্রারম্ভিক অবস্থা। 

দুর্গন্ধ পদঘর্ম, পায়ের আঙ্গুল ও পদতলে ক্ষততা জন্মে; পায়ের গোড়ালিতে ঘর্ম; পদঘর্ম অবরুদ্ধ হইয়া গলরোগ ( তুলনীয়-গ্রাফাই, সোরিন, স্যানিকি, সাইলি)। 

ঠন্ডা আদৌ সহ্য করিতে পারে না ( ক্যাল্প কার্ব, কেলি কার্ব, সোরিন)। 

সম্বন্ধ-সোরিন, সালফ ও টিউবারকুলিনামের পূর্বে বা পরে প্রায়ই উপযোগী হয়। 
ব্যারা কার্বের পর সোরিন অনেক সময়ই গলক্ষত জন্মানর ধাতুগত প্রবণতা দুর করিয়া থাকে। 

সমগুণ-এলু, ক্যাল্ক-আই, ডালক, ফ্লুরিক এসি, আয়ড, সাইলি। 
গন্ডমালাদোষজনিত রোগে ক্যাল্ক কার্বের পর ব্যারা কার্ব বিসদৃশ

উপচয়-রোগের কথা চিন্তা করিলে (অক্সাল এসি), বেদনাযুক্ত পার্শ্বে শয়নে আহারের পর আক্রান্ত অংশ ধৌত করিলে। 
[শক্তি-30, 200 ও তদুর্ধ্ব ]

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.