Header Ads

ইথুজা সিনেপিয়াম (Aethusa Cynapium) [ ইথুজা - Aeth ]

ইথুজা সিনেপিয়াম (Aethusa Cynapium) [ ফুলস্ পার্সলে নামক গাছড়া ]
ইথুজা সিনেপিয়াম (Aethusa Cynapium)

ইথুজা সিনেপিয়াম (Aethusa Cynapium) [ ফুলস্ পার্সলে নামক গাছড়া ] 

উত্তপ্ত গ্রীষ্মকালীন আবহাওয়ায়, শিশুদের দন্তোদ্গমকালে বিশেষ ভাবে উপযোগী। যে সকল শিশু দুগ্ধ সহ্য করিতে পারে না। 

অত্যন্ত দূর্বলতা, শিশু দাঁড়াইতে পারে না, মাথা উচু করিয়া রাখিতে পারে না ( এব্রোটে); ঘুমঘুম ভাবের সহিত অবসন্নতা। 

শিশুদের নির্বুদ্ধিতা, চিন্তা করিতে পারে না, হতবুদ্ধিভাব। 



উৎকন্ঠ ও যন্ত্রণাব্যঞ্জক মুখশ্রী, মুখ বাঁকা করে, নাসিকাপার্শ্বে স্পষ্ট কুঞ্চিত হইয়া পড়ে। 

বেদনা ও উৎকন্ঠাজ্ঞাপক চেহারা। 

নাকের ডগায় ইন্দ্রবিদ্ধা সদৃশ উদ্ভেদ। 

পিপাসার সম্পূর্ণ অভাব ( এপিস, পালস-আর্সের বিপরীত)। 

দুগ্ধ সহ্য হয় না। কোন প্রকারেই দুধ সহ্য করিতে পারে না। 

দুগ্ধ পান করিবামাত্রই বড় বড় চাপ চাপ দধির আকারে উহা বমিত হইয়া যায়, তারপর শিশু দুর্বলতার জন্য নিদ্রালু হইয়া পড়ে ( তুলনা কর ম্যাগ কার্ব)। 

দন্তোদ্গমকালীন শিশুর অজীর্ণতা। অকষ্মাৎ ফেনাযুক্ত দুধের মত সাদা পদার্থ অথবা হরিদ্রাবর্ণ জলবৎ পদার্থ বেগে বমন করিয়া ফেলে, তারপর দধির মত অথবা ছানাকাটা দুধ বমন করে। 

আহারের পর একঘন্টা বা তদ্রুপকালে খাদ্যবস্তু উদ্গিরণ করে, প্রচুর পরিমাণে সবুজাভ পদার্থ বমন করে। 

অপস্মারবৎ আক্ষেপ, আক্ষেপকালে বৃদ্ধাঙ্গুষ্ঠ মুষ্টিবদ্ধ হয়, মুখ মন্ডল লালবর্ণ হয় এবং চক্ষুতারকাদ্বয় নিম্নদিকে আকৃষ্ট হয়, চক্ষুতারকাদ্বয় স্থির ও বিস্তৃত হইয়া পড়ে, মুখে ফেনা উঠে, দাঁতে দাঁত লাগে, নাড়ী ক্ষুদ্র, দৃঢ় ও দ্রুত হয়। 

বমনের পর, মলত্যাগের পর এবং আক্ষেপের পর দুর্বলতা ও অবসন্নতার সহিত ঘুমঘুম ভাব দেখা দেয়। 

সম্বন্ধ- সমগুণ-এন্টিম ক্রড, আর্স, ক্যাল্ক কার্ব, স্যানিকিউলা। 

উপচয়- আহার অথবা পানের পর, বমনের পর, মলত্যাগের পর, আক্ষেপের পর। 

[শক্তি- ৩ হইতে ৩০ ] 

তথ্যসূত্র ঃ কিনোটস অব লিডিং রেমিডিস, ডাঃ এইচ.  সি. এলেন, হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা, ডাঃ উইলিয়াম বোরিক

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.