Header Ads

ইউফ্রেসিয়া (Euphrasia) [Euphr- ইউফ্রে ] [আইব্রাইট নামক গাছড়া ]


ইউফ্রেসিয়া (Euphrasia) [আইব্রাইট নামক গাছড়া ]
ইউফ্রেসিয়া (Euphrasia) [আইব্রাইট নামক গাছড়া ]  

ইউফ্রেসিয়া (Euphrasia) [আইব্রাইট নামক গাছড়া ]  

শরীরের বাহ্যাংশে পতন, নিষ্পেশণ অথবা যান্ত্রিক আঘাত পাওয়ার কুফল ( আর্নিকা)। 

শ্লৈষ্মিক ঝিল্লীসমূহের সর্দিজনিত পীড়া, বিশেষতঃ চক্ষু ও নাসিকার। 

প্রচুর বিদাহী অশ্রুস্রাব, তৎসহ প্রচুর অবিদাহী সর্দিস্রাব ( বিপরীত-এলিয়াম সেপা)। 

সর্বদা চক্ষু হইতে জল পড়ে, সকালবেলা চক্ষু জুডিয়া যায়, চক্ষুপত্রের কিনারাগুলি লাল ও স্ফীত হয়, জ্বালা করে। 



প্রাতঃকালে প্রচুর গড়ান সর্দি, তৎসহ প্রবল কাশি এবং প্রচুর শ্লেষ্মা উৎক্ষেপ, উষ্ণ দক্ষিণা বায়ু লাগাইলে বৃদ্ধি। 

প্রাতঃকালে দূর্গন্ধ শ্লেষ্মা তুলিয়া গলা পরিষ্কার করিতে গেলে গলরোধ ভাব, তাহার ফলে সদ্যভুক্ত প্রাতরাশ বমিত হইয়া যায় ( ব্রায়ো)। 

অনায়াসে খক্খক্ করিয়া প্রচুর শ্লেষ্মা তুলিয়া ফেলে, প্রাতে নিদ্রাভঙ্গের পর বৃদ্ধি। 

চক্ষু ও নাসিকার সর্দিজ অবস্থা ও প্রচুর বিদাহী অশ্রুস্রাবসহ রজকৃচ্ছা। 

ঋতুস্রাব কষ্টকর কিন্তু নিয়মিত কেবল এক ঘন্টামাত্র স্থায়ী হয় অথবা বিলম্বিত, সামান্যমাত্র, স্বল্পকালস্থায়ী, মাত্র একদন স্থায়ী ( ব্যারা কার্ব)। 

হুপিং কাশি, কাশির সময় প্রচুর অশ্রুস্রাব, কাশি কেবল দিবাভাগে ( ফেরাম, নেট্রাম মিউর)।

সম্বন্ধ- চক্ষুরোগে সদৃশ পালসেটিলা। অশ্রুস্রাব এবং সর্দিস্রাবে ( বিপরীত-এলিয়াম সেপা)। 

উপচয়-সন্ধ্যাকালে, শায়িত অবস্থায়, ঘরের মধ্যে, উত্তাপে, আর্দ্রতায়, দক্ষিণা বাতাসে উম্মুক্ত থাকায়, স্পর্শ করিল (হিপার)। 

[শক্তি-৩, ৬]

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.