Header Ads

ইপিকাকুয়ানা (Ipecacuanha) [ IP ইপিকাক ]

ইপিকাকুয়ানা (Ipecacuanha) [ শুষ্ক ইপিকাক নামক গাছড়া ]
ইপিকাকুয়ানা (Ipecacuanha) [ শুষ্ক ইপিকাক নামক গাছড়া ]

ইপিকাকুয়ানা (Ipecacuanha) [ শুষ্ক ইপিকাক নামক গাছড়া ]

যে সকল ক্ষেত্রে পাকাশয়িক লক্ষণের প্রাধান্য থাকে তাহাতে উপযোগী ( এন্টিম ক্রুড, পালস )। জিহ্বা পরিষ্কার অথবা সামান্য লেপাবৃত। 

সকল রোগের সহিত সর্বদা এবং অবিরাম বমিবমি ভাব বর্তমান থাকে। 

বমিবমি ভাব, তৎসহ প্রচুর লালাস্রাব, প্রচুর পরিমাণে সাদা চক্চকে শ্লেষ্মাবমন, তাহাতে উপশম হয় না, বমনের পর ঘুমঘুম ভাব, অবনত হইলে বৃদ্ধি; তামাক সেবনের প্রাথমিক কুফল, গর্ভকালীন বিবমিষা। 



পাকস্থলী- শিথিল বোধ হয়, মনে হয় যেন উহা ঝুলিয়া পড়িয়াছে ( ইগ্নে, ষ্ট্যাফিস) যেন উহা হাত দিয়া মুঠা করিয়া ধরিতেছে, মোচড়াইতেছে, চাপিয়া ধরিতেছে এরূপ যন্ত্রণা, অন্ত্রের মধ্যে যেন প্রতিটি আঙ্গুলি তীব্র চাপ দিতেছে এরূপ যন্ত্রণা, সঞ্চালনে বৃদ্ধি। 

নাভিস্থানে বায়ুজনিত কর্তনবৎ শূলব্যথা। 

মল-ঘাসের ন্যায় সবুজবর্ণ, দসাদা আমযুক্ত ( কলচি ), রক্তাক্ত, গাঁজলাযুক্ত, ফেনা ফেনা, পিচ্ছিল মাতগুড়ের মত। 

শরৎকালীন আমাশয়, যে সময়ে দিন গরম এবং ঠান্ডা ( কলচি, মার্ক)। 

এসিয়াটিক কলেরা-প্রাথমিক লক্ষণ, যে সকল ক্ষেত্রে বমিবমি ভাব ও বমনের প্রাধান্য থাকে( কলচি )। 

রক্তস্রাব, প্রবল অথবা অপ্রবল, দেহের সকল দ্বার হইতেই উজ্জল লাল রক্তস্রাব ( ইরিজিরন, মিলিফো); জরায়ু হইতে প্রচুর চাপ চাপ রক্তস্রাব; রক্তস্রাবকালে ভারি ও কষ্টকর শ্বাসক্রিয়া, নাভি হইতে জরায়ু পর্যন্ত সূচীবিদ্ধবৎ যন্ত্রণা। 

উদরের বামদিক হইতে দক্ষিণদিকে কর্তনবৎ বেদনা (ল্যাকে; ডানদিক হইতে বামদিকে- লাইকো )। 

কাশি-শুষ্ক আক্ষেপিক আকুঞ্চনবোধযুক্ত, হাঁপানির ন্যায়। 

সামান্য পরিশ্রমে কষ্টকর শ্বাসক্রিয়া, সাঁই সাঁই শব্দ এবং পাকাশয়ের চারিদিকে উৎকন্ঠাবোধসহ শ্বাসকৃচ্ছ। 

হুপিং কাশি, শিশুর দম বন্ধ হইয়া যায়, বিবর্ণ, শক্ত ও নীলবর্ণ হইয়া পড়ে। গলরোধ ও শ্লেষ্মাবমনসহ আড়ষ্ট হইয়া পড়ে; মুখ ও নাক হইতে রক্তপাত হয় (ইন্ডিগো)। 

কাশির সহিত শ্বাসগ্রহণকালে বায়ুনালীর মধ্যে শ্লেষ্মা ঘড়ঘড় করে ( এন্টিম টার্ট); শ্লেষ্মা জমিয়া দম বন্ধ হওয়ার উপক্রম। 

অস্থিগুলি যেন ভাঙ্গিয়া টুকরা টুকরা হইয়া গিয়াছে এরূপ বেদনা ( যেন ভাঙ্গিয়া গিয়াছে এরূপ বেদনা-ইউপেটো)। 

সবিরাম-জ্বর; অনিয়মিত আক্রমনের প্রাথমিক অবস্থা, তৎসহ বমিবমি ভাব; অথবা পাকাশয়িক গোলযোগ হইতে কিম্বা কুইনাইনের অপব্যবহার বা কুইনাইন দ্বারা চাপা পড়ার ফলে জ্বরের আক্রমণ। 
সবিরাম অজীর্ণতা, একদিন পর একদিন, নির্দিষ্ট সময়ে; জ্বর, তৎসহ অবিরাম বিবমিয়া। 

অধিক উত্তাপ এবং অধিক ঠান্ডা কোনটাই সহ্য করিতে পারে না। 

সম্বন্ধ- কুপ্রামের অনুপুরক। 

ইনফ্লুয়েঞ্জা, জ্বর, ক্রুপ দূর্বলতা ও শিশুকলেরায় ইহার পর আর্সেনিক ভাল খাটে। স্বরযন্ত্রে কোন বহিরাগত পদার্থ আটকাইয়া থাকিলে ইহার পর এন্টিম টার্ট ভাল কাজ করে। 

সমগুণ-পাকাশয়িক গোলযোগ-পালস, এন্ট্রিম ক্রড। 

উপচয়-শীতাকালে এবং গরম আবহাওয়ায়; গরম আর্দ্র দক্ষিণা বাতাসে ( ইউফ্রে); সামান্য সঞ্চালনে। 

[শক্তি- ৩ হইতে ২০০ ] 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.