Header Ads

ক্যামোমিলা (Chamomilla) [ মেট্রিকেরিয়া ক্যামোমিলা নামক গাছ ] [ Cham - ক্যামো ]

ক্যামোমিলা (Chamomilla) [ মেট্রিকেরিয়া ক্যামোমিলা নামক গাছ ]
ক্যামোমিলা (Chamomilla) [ মেট্রিকেরিয়া ক্যামোমিলা নামক গাছ ] 

ক্যামোমিলা (Chamomilla) [মেট্রিকেরিয়া ক্যামোমিলা নামক গাছ]

[Matricaria Chamomilla, Chamomile, Camomile found in Europe and Asia used for Erethism and difficult Dentition in Neuropsychopathic Children, Nervous Sleeplessness, Neuralgias of the head and face, muscular rheumatism, distension colics, nocturnal irritated cough. Dysmenorrhea  better work on Central Nervous System, Autonomic (Vegetative) Nervous system, peripheral nerves, bronchi, stomach, uterus.]    
যে সকল লোকের বিশেষতঃ শিশুর চুলগুলি হালকা বাদামী বর্ণের, যাহারা স্নায়বিক ও উত্তেজনাপ্রবণ স্বভাব, যাহারা কফি অথবা অন্য মাদক দ্রব্য ব্যবহারে বা অতিব্যবহারে অত্যনুভূতিযুক্ত হইয়া পড়ে তাহাদিগের পক্ষে উপযোগী।

শিশু- সদ্যোজাত এবং দন্তোদ্গমকালীন

খিট্খিটে, ক্রোধী, বেদনায় অত্যনুভূতিযুক্ত, বেদনায় পাগলের ন্যায় হইয়া উঠে (কফিয়া), অশিষ্ট, ভদ্রভাবে কথার উত্তর দিতে পারে না।



শিশু অত্যন্ত ক্রোধী, খিট্খিটে, কেবলমাত্র কোলে করিয়া হাঁটিয়া বেড়াইলে শান্ত থাকে, অধৈর্য, এটা ওটা চায় এবং না দিলে রাগিয়া উঠে অথবা দিলে উহা উগ্রভাবে প্রত্যাখ্যান করে ( ব্রয়ো, সিনা, ক্রিয়োজোট); “অপরিচ্ছন্নভাবে থাকে”, বদমেজাজী ও হিংসুক।

শিশু যাহা চায় তাহা না পাইলে করুণভাবে ক্রন্দন করে, ঘ্যান ঘ্যান করে, অস্থির হইয়া পড়ে।

রোগী কোন ব্যক্তি নিকটে থাকা সহ্য করিতে পারে না, খিট্খিটে, কেহ তাহার সহিত কথা বলিলে সহ্য করিতে পারে না ( সাইলি), কথা বলিতে অনিচ্ছা, ক্রোধভরে কথার উত্তর দেয়।

ক্রোধ হইতে রোগের উৎপত্তি; বিশেষতঃ শীত ও জ্বর।

বেদনা অসহ্য বোধ হয়, তাহাকে পাগল করিয়া তোলে, উত্তাপে বৃদ্ধি, সন্ধ্যাকালে, মধ্যরাত্রির পূর্বে বৃদ্ধি, বেদনার সহিত উত্তাপ, পিপাসা ও মুর্ছাভাব, আক্রান্ত স্থা অসাড় হইয়া যায়; উদ্গারে বৃদ্ধি।

এক গাল লাল ও উত্তপ্ত; অপর গাল ফেকাশে ও ঠান্ডা।

খোলা বাতাসে অত্যন্ত অনুভূতি প্রবন; বায়ুপ্রবাহে অত্যন্ত বিরক্তি বোধ করে, বিশেষথঃ কানে।

গরম কিছু মুখে নিলে দাঁতের বেদনা ( বিসিমাথ, ব্রায়ো, কফিয়া); গরম ঘরে, শয্যায় শুইলে, কফি পানে, মাসিক স্রাবের সময় অথবা গর্ভকালে দাঁতের বেদনা।

প্রসববেদনা, আক্ষেপিক, যন্ত্রণাদায়ক, রোগিণী উহা হইতে পালাইতে চায়, বেদনায় পা দুইটি যেন ছিঁড়িয়া যাইতে থাকে, বেদনা উপর দিকে চাপ দেয়।

ঠান্ডা লাগা হইতে , ক্রোধ অথবা মনঃকষ্ট হইতে, দাঁত উঠার সময়, ধুমপানের পর, প্রসবের পর, নিম্নগতিতে উদরাময় ( বোরাক্স, স্যানিকি)।

মল সবুজ, পানির মত, ক্ষতকর, খন্ড খন্ড ডিম ও শাকের কুচির ন্যায়, গরম, অতি দুর্গন্ধ, পচা ডিমের গন্ধ

স্তনবৃন্ত প্রদাহিত, স্পর্শকাতর ( হেলোনি, ফাইটো); শিশুর স্তন স্পর্শ করিলে ব্যাথা লাগে।

স্তনদান্ত্রী মায়ের দুধ আপনা হইতে গড়াইয়া পড়ে। (শিশুকে স্তনপান ছাড়ানোর পরেও দুগ্ধক্ষরণ-কোনা)।

মায়ের ক্রোধের পর, শিশুকে স্তন্যদান করায় তাহার তড়কা ( নাক্স-মা ভয় পাওয়ার পর-ওপি)।

রাত্রিকালে তীব্র বাতের বেদনা রোগিনীকে শয্যা ছাড়িয়া হাঁটিয়া বেড়াইতে বাধ্য করে ( রাস)। 



নিদ্রাতুর কিন্তু ঘুমাইতে পারে না ( বেল, কষ্টি, ওপি)। 

রাত্রিকালে পায়ের তালুতে জ্বালা তাহাকে পায়ের পাতা শয্যার বাহিরে রাখিতে হয় ( পালস, মেডোর, সালফ)। 

সম্বন্ধ-শিশুদিগের রোগে, মস্তিস্ক স্নায়ুর রোগে অনুপুরক বেল, উদরস্নায়ুর রোগে অনুপুরক ক্যামো। 

শিশুদিগের রোগে ওপিয়াম বা মর্ফিন প্রয়োগে অবস্থা খারাপ হইলে ব্যবহার্য। 

তুলনীয়-বেল, বোরাক্স, ব্রায়ো, কফিয়া, পালস, সালফ। 

মানসিক শান্তভাব থাকিলে ক্যামোমিলা ব্যবহার্য নহে। 

উপচয়-উত্তাপে, ক্রোধে, সন্ধ্যাকাল হইতে মধ্যরাত্রি পর্যন্ত, খোলা বাতাসে, বায়ুপ্রবাহে, উদ্গার উঠিলে। 
উপশম- কোলে উঠিয়া বেড়াইলে, উপবাসে, উষ্ণ অথচ আর্দ্র আবহাওয়ায়। 

বহুল ব্যবহৃত শক্তি সমূহ ঃ

Chamomilla - 3Chamomilla - 6Chamomilla - 30

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.