Header Ads

কোলিনসোনিয়া (Collinsonia Canadensis) [কোলিন- Coll ]

কোলিনসোনিয়া (Collinsonia Canadensis) [কোলিন- Coll ]

কোলিনসোনিয়া ক্যানাডেনসিস

[ষ্টোন রুট নামগ গাছড়া - Stone Root. (Labiatae) ] 

বস্তিগহ্বর (Pelvic) ও যকৃৎশিরায় রক্তসঞ্চয়, তাহা হইতে কষ্টরজঃ (dysmenorrhoea) ও অর্শ। 

বস্তিগহ্বরের যন্ত্রসমূহে রক্তসঞ্চয়, তাহার সহিত অর্শরোগ, বিশেষতঃ গর্ভকালের শেষ মাসসমূহে। 

হৃদরোগ হইতে শোথ (Dropsy)। 

অর্শ ও অজীর্ণপীড়াগ্রস্ত ব্যক্তিদিগের হৃৎস্পন্দন, হৃৎপিন্ডের ক্রিয়া সর্বদাই দ্রুত কিন্ত দূর্বল। 

হৃৎরোগ উপশমিত হইলে অর্শরোগ দেখা দেয় অথবা অবরুদ্ধ ঋতুস্রাব ফিরিয়া আসে। 

পুরাতন, যন্ত্রণাকর, রক্তস্রাবী অর্শ, মনে হয় যেন সরলান্ত্রে কতকগুলি কাঠি, বালি অথবা কাঁকর পোরা আছে ( ইস্কু)। 

অর্শসহ কুন্থনযুক্ত আমাশয় রোগ। 

পর্যায়ক্রমে কোষ্ঠবদ্ধতা এবং উদরাময় দেখা দেয়। নিম্ন অন্ত্রের রক্তসঞ্চয়জনিত ক্রিয়াহীনতা, মল নির্গত হইতে চাহে না, শক্ত মল কষ্টে নির্গত হয় এবং অত্যন্ত বায়ুস্ফীতি বর্তমান থাকে। কোষ্ঠবদ্ধতা। 

গর্ভাবস্থায় অর্শরোগসহ কন্ডুয়ান; শয়ন করিতে পারে না। 

সম্বন্ধ-হৃৎরোগ অর্শদ্বারা জটিলতা প্রাপ্ত হইলে এবং ক্যাক্টাস, ডিজি ও অন্যান্য ঔষধ ব্যর্থ হইলে কোলিনসোনিয়ার কথা চিন্তা করিবেন। 

কলোসিন্থ ও নাক্স বিফলে ইহা দ্বারা শূলরোগ আরোগ্য হইয়াছে। 


উপচয়-সামান্যমাত্র মানসিক আবেগ অথবা উত্তেজনায় লক্ষণগুলি বাড়িয়া উঠে ( আর্জ  নাই)। 

[শক্তি- Q, 3X, 3 ] 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.