Header Ads

ইকুইসেটাম হাইমেল ( Equisetum Hyemale ) [ ইকুইস - Equis ]



ইকুইসেটাম হাইমেল ( Equisetum Hyemale ) [ স্কোরিংরাস নামক গাছড়া ]

 Equisetum Hyemale  [স্কোরিংরাস নামক গাছড়া ] 

মূত্রস্থলীতে (bladder) ভয়ানক অপ্রবল বেদনা, মনে হয় যে মূত্রস্থলীটি ফুলিয়া উঠিতেছে, মূত্রত্যাগে যতনার উপশম হয় না।

ঘন ঘন অসহ্য মূত্রবেগ, তৎসহ মূত্রত্যাগের শেষে তীব্র বেদনা ( বার্বারিস, সার্সা, থুজা)



অবিরত মূত্রবেগ, প্রচুর পরিমাণে জলবৎ পরিস্কার মূত্রপাত কিন্তু তাহাতে উপশম হয় না ( স্বল্প, কয়েক ফোঁটা মূত্রপাত-এপিস, ক্যান্থারিস)।

মূত্রত্যাগকালে মূত্রমার্গে (urethra) তীব্র(Sharp), জ্বালাকর(burning), কর্তনবৎ বেদনা (cutting pain)।

বৃদ্ধা স্ত্রীলোকদিগের মূত্রাশয়ের (bladder) পক্ষাঘাত (Paralysis)।

দিবসে ও রাত্রে অসাড়ে মূত্রপাত, প্রচুর জলবৎ মূত্র,-যেস্থলে অভ্যাসই ইহার একমাত্র নিরূপণীয় কারণ, সেস্থলে প্রযোজ্য।

সম্বন্ধ-তুলনীয়-এপিস, ক্যান্থা, ফেরাম ফস, পালস, স্কুইলা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.