Header Ads

কফিয়া ক্রুডা (Coffea Cruda) [ কফি]

কফিয়া ক্রুডা (Coffea Cruda) [ কফি]

কফিয়া ক্রুডা (Coffea Cruda) [ কফি]
কফিয়া ক্রুডা (Coffea Cruda) [ কফি]
লম্বা গঠন, শীর্ণ, সম্মুখদিকে অবনত হইয়া চলে, কালবর্ণ, রক্ত ও পিত্তপ্রধানধাতু ব্যক্তি। 

অত্যন্তনুভূতি, দর্শন, শ্রবণ, আঘ্রাণ, আস্বাদন, স্পর্শন প্রভৃতি সকল ইন্দ্রিয়শক্তি প্রখর হইয়া উঠে ( বেল, ক্যামো, ওপি)। 

দেহ ও মনের অস্বাভাবিক কর্ম-তৎপরতা। 

নানা মতলবে পূর্ণ থাকে, দ্রুত কাজ করে, সেজন্য ঘুমাইতে পারে না। 


রোগের কারণ-আকষ্মিক মানসিক উত্তেজনা অথবা কোন আনন্দ কর বিস্ময় ( কষ্টি উত্তেজনা কারক অথবা খারাপ সংবাদ- জেলস); আনন্দে কাঁদিতে থাকে, পর্যায়ক্রমে হাসে ও কাঁদে। 

সকল প্রকার বেদনাতেই অনুভবাধিক্য, বেদনা প্রায় অসহ্য হইয়া উঠে, রোগীকে হতাশ করিয়া ফেলে ( একোন, ক্যামো); যন্ত্রণায় ছটফট করিতে থাকে। 

নিদ্রহীন, সম্পূর্ণ জাগরিত অবস্থায় থাকে, চক্ষু মুদিত কররা অসম্ভব হইয়া পড়ে; মানসিক আনন্দজনিত শারীরিক উত্তেজনা। (তুলনাকর জরায়ুচ্যুতি, জরায়ুর উপদাহ এবং রজোনিবৃত্তিকালে নিদ্রাহীনতায় সিনিসিও)। 

শিরঃপীড়া-অতিরিক্ত মানসিক পরিশ্রমের ফলে, অতিরিক্ত চিন্তা করায়, অতিরিক্ত কথা বলায়- শিরঃপীড়া, একপার্শ্বিক, যেন মস্তিষ্কের মধ্যে একটি পেরেক বিদ্ধ করা হইতেছে এরূপ; ( ইগ্নে, নাক্স); যেন মস্কিস্ক ছিঁড়িয়া টুকরা টুকরা হইয়া যাইতেছে এরূপ; খোলা বাতাসে বৃদ্ধি। 

তাড়াতাড়ি আহার করে ও পান করে ( বেল, হিপার)।

দন্তশূল-থাকিয়া থাকিয়া দেখা দেয়, ঝাঁকি মারার ন্যায়, মুখের মধ্যে বরফজল রাখিলে উপশম, কিন্তু জলটি গরম হইলেই যতনা ফিরিয়া আসে ( বিসমাথ, ব্রায়ো, পালস, কষ্টি, সিপিয়া, নেট্রাম সালফ)। 

সম্বন্ধ- তুলনীয়-একোন, ক্যামো, ইগ্নে, সালফ। 
পূর্বে বা পরে খাটে না- ক্যান্থ, কষ্টি, কক্কিউলাস, ইগ্নে। 

উপচয়-আকস্কিক মানসিক উত্তেজনায়; অতিশয় আনন্দে, খোলা, ঠান্ডা বাতাসে, মাদক ঔষধে। 
[শক্তি- ৬, ৩০, ২০০ ]

[কফিয়া ক্রুডা (Coffea Cruda) [ কফি] best homeopathy remedy for sleeplessness, migraine, cor nervosum, urina spastica, analeptic ( in stronger doses), Remedy works on central nervous system, vasomotor center, heart, kidneys] [অনিদ্রা, হতাসা, বেদনায় ব্যবহৃত হোমিও ঔষুধ তবে শারিরিক ও মানসিক লক্ষণ সদৃশ্য থাকা জরুরী]

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.