Header Ads

এনথ্রাসিনাম (Anthracinum) [এনথ্রাসি - Anthraci]

এনথ্রাসিনাম (Anthracinum) [এনথ্রাসি - Anthraci]

এনথ্রাসিনাম (Anthracinum) [এনথ্রাসি - Anthraci]

কার্বাঙ্কল রোগে, সাংঘাতিক ক্ষতে এবং  যে সকল রোগে ক্ষত, পচলা ওঠা ্ওবং অসহ্য জ্বালা থাকে, তাহাতে উপযোগী। 

Carbuncle এবং সাংঘাতিক ক্ষতের জ্বালাকর বেদনা যখন আর্সেনিক বা সুনির্বাচিত ঔষধে উপশম হয় না তখন ব্যবহার্য। 

রক্তস্রাব, মুখগহ্বর, নাসিকা, মলদ্বার অথবা জননেন্দ্রিয় হইতে রক্ত চুয়াইয়া পড়ে- রক্ত কাল, ঘন, আলকাতরার মত সহজেই বিশ্লিষ্ট হইয়া পড়ে (ক্রোটেল)।

সেপটিক-জ্বর, দ্রুত বলক্ষয়, নাড়ী লুপ্তপ্রায়, সাংঘাতিক প্রকৃতির ইরিসিপ্লাস। 

আঙ্গুলহাড়া, পচলা উঠা এবং তীব্র জ্বালাকর বেদনাযুক্ত কঠিন রোগী। (আর্স , কার্ব এসি, ল্যাকে)। 

Malignant পুঁজবটী, কাল এবং নীলবর্ণ ফোষ্কা, প্রায়শঃ চব্বিশ বা আটচল্লিশ ঘন্টার মধ্যে সাংঘাতিক হইয়া উঠে (ল্যাকে, পাইরো)। 

কার্বাঙ্কল, ইহাতে ভয়ানক জ্বালাকর বেদনা, উহা হইতে দুর্গন্ধ, কলতানির ন্যায় পুঁজস্রাব। 

Dissecting wounds বা অপারেশন জনিত ক্ষত বিশেষতঃ উহার যদি গ্র্যাংগ্রিনে পরিণত হওয়ার প্রবণতা থাকে, রক্তদুষ্টিজনিত জ্বর, সুষ্পষ্ট অবসন্নতা ( আর্স, পাইরো)। 

সন্দেহজনক কীটদংশন। যদি স্ফীত স্থানের বর্ণের পরিবর্তন হয় এবং ক্ষতস্থান হইতে লালবর্ণ ডোরা  সকল lymphatics এর উপর দিয়া মানচিত্রের ন্যায় ছড়াইয়া পড়িতে থাকে ( ল্যাকে, পাইরো)। 

পুঁজ ও অন্য কোন দূষিত পদার্থ আশোষিত হইয়া রক্তদুষ্টিকর প্রদাহ, উহাতে জ্বালাকর যন্ত্রণা এবং অত্যন্ত অবসন্নতা সৃষ্টি করে (আর্স , পাইরো)। 

গরু, ঘোড়া, ভেড়া প্রভৃতির Epidemic spleen  রোগ। 

রক্তদুষ্টিজনিত জ্বর অথবা dissecting-room এর দুর্গন্ধ নাকে যাওয়ার কুফল। দুর্গন্ধ দ্বারা বিষাক্ত হওয়া (পাইরো)। 


হেরিং বলেন, “কার্বাঙ্কলকে অস্ত্রচিকিৎসার উপযোগী রোগ বলিয়া মনে করা অত্যন্ত অসঙ্গত। উহাতে অস্ত্রোপচার করা সর্বদাই ক্ষতিকর এবং কখনও কখনও মারাত্মক। উপযুক্তভাবে চিকিৎসা করায় একটি রোগীও মৃত্যুমুখে পতিত হয় নাই। উহা সর্বদাই আভ্যন্তরিক ঔষধ দ্বারা চিকিৎসিত হওয়া উচিত।” 

সম্বন্ধ- সমগুন- সাংঘাতিক ও রাক্তদুষ্টি অবস্থায়-আর্স, কার্ব এসি, সিকেলি, পাইরো। 

তুলনীয়-ক্যান্সার, কার্বাঙ্কল অথবা ইরিসিপ্লাসের ভয়ঙ্কর যাতনা-আর্স অথবা এনথ্রসিন দ্বারা উপশমিত না হইলে ইউফর্বিয়া। 

[শক্তি- ৩০, ২০০ ] 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.