Header Ads

ষ্ট্রামোনিয়াম (Stramonium) [ ষ্ট্রামো - Stram]

ষ্ট্রামোনিয়াম (Stramonium) [ ষ্ট্রামো - Stram]

হোমিও ঔষধ ষ্ট্রামোনিয়াম (Stramonium) [ ষ্ট্রামো - Stram] 

রক্তপ্রধান ধাতু যুবক-যুবতীর রোগে (একোন, বেল), বিশেষতঃ কোরিয়া রোগগ্রস্ত শিশু, উম্মাদরোগ এবং জ্বরের প্রলাপে উপযোগী।

প্রলাপ; বাচালতাযুক্ত সবসময়ই কথা বলে, গাণ করে পদ্য রচনা করে, চিৎকার করে; বেলেডোনাহায়সের সদৃশ হলেও, মাত্রার পার্থক্য আছে।

প্রলাপ অধিকতর প্রচন্ড এবং উম্মাদ লক্ষণ অধিকতর প্রবল হইলেও উহাতে রক্তসঞ্চয় হায়স অপেক্ষা অনেক বেশী এবং বেল হইতে অনেক কম; ইহার রক্তসঞ্চয় কখন প্রকৃত প্রদাহে পরিণত হয় না। 

অবিরত কথা বলিতে থাকে ( সাইকুটা, ল্যাকে); অবিরাম এবং অসামঞ্জস্যপূর্ণ কথা বলা; এবং হাস্য করা; প্রর্থণা করা মিনতি করা, অনুনয় করা তৎসহ ঋতু অবরোধ। 

আলোক ও সঙ্গী চায়, একাকী থাকিতে পারে না (বিসমাথ)। 


অন্ধকারে ও নির্জনে অবস্থার অবনতি হয়; অন্ধকার ঘরে হাঁটিতে পারে না। 

আকুঞ্চিত মুখমন্ডল লইয়া জাগিয়া উঠে, যেন প্রথম দৃষ্ট বস্তু হইতেই ভয় পাইয়াছে। 

বিভীষিকা দেখে, উহাতে রোগী ভয় পায়। 

প্রলাপী অবস্থায় রোগী পালাইতে চায় ( বেল, ব্রায়ো, ওপি, রাস)। 

নানারূপ কল্পনা করে, রোগিনী মনে করে সে দুইজন হইয়াছে, আড়াআড়িভাবে শুইয়া আছে ইত্যাদি (পেট্রেল)। 

মনে হয় যেন মাথাটি খন্ডখন্ড হইয়া বিক্ষিপ্ত হইয়া পড়িয়াছে (ব্যাপ্টি)। 

চক্ষুদ্বয় বিস্তৃতভাবে খোলা, উজ্জল, তারকাদ্বয় যথেষ্ট প্রসারিত, অনুভূতিশূণ্য, চক্ষদ্বয় এবং চক্ষুর পাতা আকুঞ্চিত। 

শিশুকে তিরষ্কার করিলে, তাহার চক্ষুর পাতা প্রসারিত হয়। 

মুখমন্ডল উত্তপ্ত সীমাবদ্ধ আরক্ততা, মুখমন্ডলে রক্তের উচ্ছাস, আক্ষেপিক অট্টহাসা। 

তোতলামি, একটি কথা বাহির করিতে রোগীকে বহুক্ষণ চেষ্টা করিতে হয়, কথা বলিতে যথেষ্ট কষ্ট হয়, মুখমন্ডল বিকৃত হয় ( বোভিষ্টা, ইগ্নে, স্পাইজি)। 

বালিশ হইতে মাথা তুলিলেই বমন; উজ্জল আলোক দর্শনে বমন। 

আক্ষেপকালে জ্ঞান থাকে ( নাক্স-জ্ঞান থাকে না- বেল, সাইকুটা, হায়স, ওপি), কোন উজ্জল আলোক, আয়না অথবা জল দেখিলে পুনরায় উপস্থিত হয় ( বেল, লাইসিন)। 

এক- একটি বা একদল পেশীর স্পন্দন, বিশেষতঃ দেহের উপর অংশে; কোরিয়া (তান্ডব) রোগ। 

জলাতঙ্ক, জলের ভয়, তৎসহ তরল পদার্থে  অত্যন্ত বিতৃষ্ণা; আক্ষেপিকভাবে সঙ্কুচিত হইয়া পড়ে। 

প্রায় সব রোগেই বেদনা থাকে না, বেদনাশূণ্যতা এই ঔষধের একটি চরিত্রগত লক্ষণ (ওপি)। 

নিদ্রতুর কিন্তু নিদ্রা যাইতে পারে না ( বেল, ক্যামো, ওপি)। 

সম্বন্ধ-বেল, কুপ্রাম, হায়সলাইসিনের পর ষ্ট্রামো প্রায়ই কাজে আসে। 

ফুল অবরুদ্ধ হইয়া অতিরিক্ত রক্তস্রাব হইতে থাকিলে এবং চরিত্রগত প্রলাপলক্ষণ বর্তমান থাকিলে, ষ্ট্রামো বিফলে অনেক ক্ষেত্রে সিকেলি দ্রুত ক্রিয়া দর্শায় ( জ্বরের সহিত এবং রক্তদৃষ্টি সম্ভাবনায় পাইরো)। 

হুপিং কাশিতে পুনঃপুনঃ বেল ব্যবহার Aggravation হলে ব্যবহার করা যেতে পারে। 

উপচয় (Aggravation) অন্ধকারে একাকী থাকিলে. উজ্জল কা চকচকে দ্রব্যের দিকে চাহিলে, নিদ্রার পর (এপিস, ল্যাকে, ওপি, স্পঞ্জিয়া); গিলিবার চেষ্টা করিলে। 

উপশম (Amelioration) উজ্জল আলোকে ( আলোকযুক্ত স্থানে) ; লোকসঙ্গে, উত্তাপে। 

[শক্তি-৬, ৩০, ২০০ ] 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.