Header Ads

ক্যানাবিস স্যাটাইভা (Cannabis Sativa) [ ক্যানা-স্যাট - Cann-S ]

ক্যানাবিস স্যাটাইভা (Cannabis Sativa) [ ক্যানা-স্যাট - Cann-S ]

[ ভাঙ্গ বা সিদ্ধি- HEMP ]


শরীরের কোন বিশেষ অংশের উপর বা তাহা হইতে, যেন মস্তকের উপরে, অথবা মলদ্বার, পাকস্থলী বা হৃৎপিন্ড  হইতে ফোঁটা ফোঁটা জল পড়িতেছে এরূপ অনুভূতি। 

দূর্দ ম্য কোষ্ঠবদ্ধতা, তাহার ফলে মূত্র অবরুদ্ধ হয়, মলদ্বার আকুঞ্চিত হয়। 

কোনরূপ মচকাইয়া যাওয়ার পর হাতের আঙ্গুল আকুঞ্চিত হইয়া পড়ে। 

সিঁড়ি দিয়া উপরে উঠিতে গেলে ফলকাস্থি স্থানচ্যুত হয়। 

শ্বাসকষ্ট, হাঁপানি রোগ, যে ক্ষেত্রে রোগী কেবল দাঁড়াইয়া শ্বাস গ্রহণ করিতে পারে। 

গিলিতে গেলে কন্ঠরোধ হয়, খাদ্যবস্তু বিপথে চলিয়া যায় (এনাকার্ডি)। 

গণোরিয়া রোগের তরুণ প্রদাহিক অবস্থা ( দ্বিতীয় অবস্থায় মূত্রত্যাগের পর জ্বালা, ঘণ হলদে পুঁজের ন্যায় স্রাবের জন্য কিউবেবা)। 

স্পর্শে ও চাপে মূত্রপথের অনুভবাধিক্য; পা দুইটি ফাঁক না করিয়া হাঁটিতে পারে না, নচেৎ মূত্রপথে আঘাত লাগে। 

মুত্রত্যাগ কালে মূত্রনালীর মুখ হইতে পশ্চাদ্দিকে বেদনা, বেদনা জ্বালাকর, কামড়ানর ন্যায়, পশ্চাদ্দিকে আরও সূচীবিদ্ধবৎ। 

মূত্রনালী বরাবর আঁকাবাঁকা গতিতে ছিন্নকর বেদনা। 

সম্বন্ধ-সুনিশ্চিত মূত্রমর্গপ্রদাহের প্রাথমিক অবস্থায় সমগুণ-ক্যান্থারিস, ক্যাপ্সি, জেলস, পেট্রোসিলি। 

[ শক্তি-1X, 3X, 3, 30 ]

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.