Header Ads

ক্যাম্ফোরা ( Camphora) [ Camp - ক্যাম্ফো ]

ক্যাম্ফোরা ( Camphora) [ Camp - ক্যাম্ফো ]

[কর্পূর ] হোমিওপ্যাথিক ঔষধ ক্যাম্ফোরা ( Camphora)


বেদনা সম্বন্ধে চিন্তা করিলে উহার উপশম ( হেলিবোর-চিন্তা করিলে বৃদ্ধি; ক্যাল্ক ফস, হেলোনি, অক্সাল এসি)।

যে সকল লোক দৈহিক ও মানসিকভাবে দূর্বল এবং উত্তেজনা প্রবণ। ঠান্ডা বাতাসে আদৌ সহ্য করিতে পারে না ( হিপার, কেলি মিউর, সোরিন)।

আঘাতজনিত মানসিক সঙ্ঘাতের কুফল, দেহের উপরিভাগ শীতল, মুখমন্ডল বিবর্ণ, নীল, ওষ্ঠদ্বয় নীলকৃষ্ণ, গভীর অবসন্নতা

দেহের উপরিভাগ স্পর্শে শীতল অনূভব তবু আবৃত থাকিতে পারে না; সমস্ত আবরণ দূরে নিক্ষেপ করে (মেডো, সিকেলি)। 

সমগ্র দেহ সামান্য স্পর্শেও অত্যনুভূতিযুক্ত।

জিহ্বা ঠান্ডা, থলথলে এবং কম্পনশীল।

আকষ্মাৎ বমন ও উদরাময়ের আক্রমণ, নাসিকা শীতল ও সূক্ষ্নাগ্র হইয়া পড়ে, গোী উৎকন্ঠিত ও অস্থির, চর্ম এবং নিশ্বাস শীতল ( ভিরেট্রাম, জ্যাট্রোফা)।

ঔদরাময়িক কলেরার এবং একসিয়াটিক কলেরার প্রথম অবস্থা; ভয়ানক ও দীর্ঘস্থায়ী শীত (ভিরেট্রাম)

জীবনীশক্তির আকষ্মিক ও সম্পূর্ণ অবসন্নতার সহিত দেহের উপরিভাগের অত্যন্ত শীতলতা। সময়ে সময়ে রক্তসঞ্চয়জনিত শীতে এবং দুই প্রকৃতির সবিরাম জ্বরেও উপযোগী হয় ( ভিরেট্রাম); নাড়ী দূর্বল, বাহ্যিকভাবে ক্ষুদ্র, এবং অতিকষ্টে অনুভূত হয়। 

হাম ও আরক্ত-জ্বরে যখন উদ্ভেদগুলি প্রকাশ পায় না; রোগী বিবর্ণ অথবা শীতল, নীলবর্ণ হইয়া পড়ে, মুখমন্ডল মৃতের ন্যায় দেখায়, কিন্তু শিশু আবৃত থাকিতে চায় না ( সিকেলি)। 

হামের পরবর্তী যাবতীয উপসর্গ। 

সম্বন্ধ-ক্যাম্ফর, প্রায় প্রত্যেকটি উদ্ভিদজ্জত ঔষধের প্রতিষেধক,আরও তামাক ও যে সকল ফলে প্রুসিড এসিড থাকে তাহারেদ প্রতিষেধক, বিষাক্ত ব্যাঙের ছাতার ক্রিয়ানাশক। 

তুলনীয়-কার্বভেজ, ওপিয়াম,  ভিরেট্রাম, সিকেলি। 

উপচয়- বর্তমান উপসর্গগুলি সম্বন্ধে চিন্তা করিলে, গরম বাতাসে, ঠান্ডা জল পানে। 

“ ক্যাম্ফর ও ওপিয়ামের পরীক্ষায় প্রাপ্ত লক্ষণগুলির প্রতি যথার্থ দৃষ্টি দেওয়ার উপরেই আমাদের সম্প্রদায়ের সর্ববিধ অগ্রগতি নির্ভর করে”- ডাঃ হেরিং। 

[শক্তি- Q, 1X, 3X, 3 ]

1 টি মন্তব্য:

  1. তথ্য খুব সুন্দর ভাবে সন্নিবেশিত হয়েছে। হোমিওর সাথে সম্পৃক্ত ব্যাক্তি উপকৃত হবে।

    উত্তরমুছুন

Blogger দ্বারা পরিচালিত.