Header Ads

মার্কুরিয়াস (Mercurius) [ Merc - মার্ক ]

মার্কুরিয়াস (Mercurius) [ পারদ ধাতু ]
মার্কুরিয়াস (Mercurius) [ পারদ ধাতু ] 

মার্কুরিয়াস (Mercurius) [ পারদ ধাতু ]

[অন্য নাম- মার্কিউরিয়াস হাইড্রার্জিরাম, মার্কি উরিয়াস্ সলিউবিলিস্, পারদ 
(Mercurius Hydrargyrum)] 

হালকা-চুলবিশিষ্ট লোক, যাহাদের চর্ম ও পেশীসমূহ ঢিলা, তাহাদের পক্ষে উপযোগী।

অস্থিরোগে, বেদনা রাত্রিতে বাড়ে, পুঁজোৎপত্তিযুক্ত অথবা পুঁজোৎপত্তিবিহীন গ্রন্থিস্ফীতি; বিশেষতঃ 
যদি পুঁজের অত্যন্ত অধিক্য থাকে ( হিপার, সাইলি)।

স্ফীতি ঠান্ডা, স্ফোটকে ধরে পুঁজ জন্মে।

প্রায় সব রোগেই প্রচুর ঘর্ম কিন্তু ঐ ঘর্মে উপশম হয় না, এমন কি রোগের যন্ত্রণা বৃদ্ধি করিতে পারে (প্রচুর ঘর্মে উপশম- নেট্রাম মিউর, সোরিন, ভিরেট্রাম)।

সামান্য পরিশ্রমে অত্যন্ত দূর্বলতা ও কম্পন।
নিঃশ্বাস হইতে  এবং দেহ হইতে দূর্গন্ধ ছাড়ে (সোরিন)।
ব্যস্তভাবে দ্রুত কথা বলে (হিপার)।

সর্দি, তৎসহ অত্যন্ত হাঁচি, সর্দি তরল, বিদাহী, ক্ষতকারী, নাসারন্ধ্র হাজিয়া যায়, ক্ষত জন্মে; হরিদ্রাভ সবুজ, দুর্গন্ধ পুঁজের ন্যায় সির্দ, নাসাস্থি স্ফীত হয়, রাত্রে বৃদ্ধি েএবং আর্দ্র আবহাওয়ায় বৃদ্ধি

দন্তবেদনা, দপদপ করে, ছিন্নকর, বর্শাবিদ্ধবৎ, তীরবৎ মুখমন্ডল ও কর্ণ পর্যন্ত বিস্তৃত হয়; আর্দ্র 

আবহাওয়ায় অথবা সন্ধ্যাকালীন বাতাসে বৃদ্ধি, শয্যার উত্তাপে বৃদ্ধি; শীতল অথবা উষ্ণপ্রয়োগে বৃদ্ধি; গন্ডস্থল ঘর্ষণ করিলে উপশম।

দন্তের শীর্ষভাগ ক্ষরিয়া যায় কিন্তু মূলদেশ ঠিক থাকে( শীর্ষভাগ ঠিক থাকে, কিন্তু মূলদেশ ক্ষরিয়া যায়-মেজের)।

লালাস্রাব, লালা আঠার ন্যায়, সাবানের ফেনার ন্যায়, প্রচুর দূর্গন্ধ, তামাটে স্বাদযুক্ত, ধাতব স্বাদযুক্ত
জিহ্বা বৃহৎ থলথলে, উহার উপরে দন্তছাপ দেখা যায় ( চেলিডো, পডো, রাস ) বেদনান্বিত, ক্ষতযুক্ত; লাল অথবা সাদা।

অত্যন্ত তৃষ্ণা, যদিও জিহ্বা আর্দ্র থাকে এবং প্রচুর লালাস্রাব হয় ( জিহ্বা শুষ্ক কিন্তু তৃষ্ণা থাকে না-পালস)।

কর্ণমূলস্ফীতি, ডিপথেরিয়া, টনসিল প্রদাহ তৎসহ প্রচুর দূর্গন্ধ লালাস্রাব, জিহ্বা বৃহৎ থলথলে দন্ত ছাপযুক্ত, মানচিত্রের ন্যায় ( ল্যাকে, নেট্রাম মিউর, টেরাক্সি)।

ডিপথেরিয়া; টনসিল প্রদাহিত, আলজিহ্বা স্ফীত ও বর্ধিত অবিরত গিলিতে ইচ্ছা করে, কৃত্রিম ঝিল্লী পূরু, ধূসরবর্ণ, কিনারাগুলি দড়ির মত সংযুক্ত অথবা বিযুক্ত।

আমাশয়; মল পিচ্ছিল, রক্তাক্ত তৎসহ শূলব্যাথা ও মূর্চাভাব; মলত্যাগকালে এবং তৎপরে অত্যন্ত কুন্থন, মলত্যাগে উহার উপশম হয় না; মলত্যাগের পর শীতশীত বোধ করে, মনে হয় যেন কিছুতেই মলত্যাগকার্য শেষ হইতেছে না। রক্ত যত বেশী থাকে, ঔষধটি ততই বেশী উপযোগী হয়।

যে পরিমাণ জল পান করে, তদপেক্ষা অধিক মূত্রত্যাগ করে, ঘন ঘন মূত্রবেগ।

রাত্রিকালীণ স্বপ্নদোষে কাপড়ে রক্তের দাগ লাগে ( লিডাম, আর্স)।



প্রদরস্রাব, বিদাহী, জ্বালাকর, চুলকানিযুক্ত, তাহাতে হাজিয়া যায়, সবসময়েই রাত্রিকালে বৃদ্ধি। যোনিদেশে চুলকানি, উহা মূত্রের স্পর্শে বাড়িয়া উঠে, তখন ধৌত করিতে হয় ( সালফ )। 

প্রাতঃকালীন বিবমিষা; প্রচুর লালাস্রাব, উহাতে নিদ্রার মধ্যে বালিশ ভিজিয়া যায় ( ল্যাক এসি)। 

প্রত্যেকবার ঋতুকালে স্তনে বেদনা হয়, মনে হয় যেন উহাতে ক্ষত জন্মিবে ( কেলি, ল্যাক ক্যানি); ঋতুস্রাবের পরিবর্তে স্তনে দুগ্ধসঞ্চার হয়। 

কাশি, শুষ্ক, ক্লান্তিকর, তীব্র যন্ত্রণাকর, প্রতি আক্রমণে দুইটি করিয়া ( জোড়া জোড়া ) আবেগ আশে, রাত্রিকালে বৃদ্ধি, বিছানার গরমে বৃদ্ধি, গরমে বৃদ্ধি, দক্ষিণ পার্শ্বে কিছুতেই শুইতে পারে না। 

দক্ষিণ ফুসফুসের নিম্নাংশ আক্রমণ করে, সূচীবিদ্ধবৎ যন্ত্রণা পৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত হয় ( চেলিডো, কেলি কার্ব )। 

দন্তমাড়িতে, জিহ্বায়, গলদেশে, গালের মধ্যে ক্ষত জম্মে, তৎসহ প্রচুর লালাস্রাব; ক্ষতগুলির আকৃতি অসম, কিনারাগুলি অনির্দিষ্ট, দেখিতে ময়লা ও অস্বচ্ছ, তলদেশ চর্বির ন্যায়, চারিদিকে 

কৃষ্ণমন্ডলবেষ্টিত; ক্ষতগুলি একত্রে জুড়িয়া যাওয়ার প্রবণতা। ( সিফিলিসের ক্ষত গোলাকৃতি, মুখগহ্বর ও গলগহ্বরের পশ্চাত দিক আক্রমণ করে, কিনারাগুলি স্পষ্ট নির্দিষ্ট থাকে, ক্ষতের চারিদিকে তামাটে বর্ণ এবং ঐগুলি প্রাথমিক আক্রমণের স্থান স্থান হইতে বিস্তৃত হয় না)। 

হস্ত-পদাদির কম্পন, বিশেষতঃ হস্তদ্বয়ের কম্পনশীল পক্ষাঘাত। 

সম্বন্ধ-বেল, হিপার, ল্যাকে ও সালফের পর ভাল খাটে কিন্তু সাইলেসিয়ার পূর্বে বা পরে ব্যবহার করা উচিত নয়। 

নিম্নশক্তিতে প্রযুক্ত হইলে পুঁজ বন্ধ না করিয়া পুঁজোৎপত্তি করে। 

পারদের কুফল অরাম, হিপার, ল্যাকে, মেজের, নাই এসি এবং সালফ দ্বারা নিবারিত হয়; কিন্তু লক্ষণ মিলিলে মার্ক দ্বারাও নিবারিত হয়। 

তুলনীয়- মেজেরিয়াম; উহা মার্কের উদ্ভেজ্ব সমগুণ; সুতরাং অধিক মাত্রায় বা ঘন ঘন মার্ক ব্যবহারের কুফলে ব্যবহার্য। চিনি আহার, কীট দংশন, আর্সেনিক অথবা তামার ধুম্র গহণ জনিত রোগে এবং শীতকালে যে সকল রোগ জন্মে তাহাতে মার্ক উপযোগী। 

উপচয়- রাত্রিকালে, আর্দ্র, স্যাতসেতে আবহাওয়ায় ( রাস), শরৎকালে যে কালে দিবা ভাগ গরম এবং রাত্রিকাল ঠান্ডা ও আর্দ্র, স্যাতসেতে রাত্রিতে, ডান পার্শ্বে চাপিয়া শুইলে, ঘর্মে। 

মার্কারির শয্যার উত্তাপে বৃদ্ধি কিন্তু শয্যায় বিশ্রামে উপশম। 

আর্সেনিকের শয্যার উত্তাপে উপশম কিন্তু শয্যায় বিশ্রামে বৃদ্ধি।

[মার্কুরিয়াস (Mercurius) [ পারদ ধাতু ] best homeopathic remedy for infection disease, skin disease, pain, fever, tonsil, abscess, IBS, Constant urging for toilet, Urinary infection, white or bloody mucus in stool, Pain in abdomen ডিসেন্ট্রি বা আমাশয়, উদরাময়, আইবিএস, চর্মে র পীড়া, ফোড়া, ক্ষত, টনসিল প্রদাহ, কাশি, মুখের ক্ষত, ডিপথেরিয়া, স্যাতসেতে আবহাওয়ার যাবতীয় পীড়ায় বহুল ব্যবহৃত হোমিও ঔষধ][অবশ্যই সদৃশ্য লক্ষণ থাকা জরুরী]


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.