Header Ads

এরাম ট্রিফাইলাম ( Arum Triphyllum) [ পশ্চিম ভারতীয় বুনো শালগম] [ Arum-t - এরাম ট্রি ]

এরাম ট্রিফাইলাম  ( Arum Triphyllum- Arum-t) [ পশ্চিম ভারতীয় বুনো শালগম]
এরাম ট্রিফাইলাম  ( Arum Triphyllum- Arum-t)

এরাম ট্রিফাইলাম (Arum Triphyllum) [পশ্চিম ভারতীয় বুনো শালগম]  [ Arum-t - এরাম ট্রি ]

সর্দি, বিদাহী, স্রাবশীল, নাসিকা হাজিয়া যায়। 

পানিরমত স্রাব সত্ত্বেও নাসিকা অবরুদ্ধ বোধ হয় ( তুলনা কর- এমন কার্ব, স্যাম্বুকোস, সিনাপিস)। হাঁচি, রাত্রে বৃদ্ধি। 

বিদাহী কলতানির ন্যায় স্রাব, উহাতে নাসিকার মধ্যে নাসাপক্ষদ্বয় এবং উপর ওষ।ঠ হাজিয়া যায় (আর্স, সেপা)। 

অবিরত নাক খোঁটে, যতক্ষণ না উহা হইতে রক্ত বাহির হয়। নাসিকার পার্শ্বে আঙ্গুল প্রবেশ করাইয়া দেয়।  



খুঁটিয়া খুঁটিয়া ওষ্ঠদ্বয় হইতে রক্ত বাহির করিয়া ফেলে। মুখের কোন দুইটি ক্ষতযুক্ত, ফাটা, রক্তস্রাবী (সাংঘাতিক পরিণতির সম্ভাবনায় কন্ডরেঙ্গো); আঙ্গুল কামড়াইয়া কামড়াইয়া রক্ত বাহির করিয়া ফেলে। 

অত্যন্ত বেদনাকর হইলেও রোগী রক্তস্রাবযুক্ত হাজা স্থানগুলি খুঁটিতে ও রগড়াইতে থাকে, যন্ত্রণায় চিৎকার করিয়া উঠে কিন্তু আঙ্গুল দিয়া খোঁটা বন্ধ করে না- ( ডিপথেরিয়া, আরক্ত-জ্বর ও টাইফয়েড অবস্থা)। 

মুখ ও গলায় ক্ষততা জন্য শিশু খাদ্য-পানীয় গ্রহণ করিতে চায় না (মার্ক ), বিনিদ্র থাকে। 

প্রচুর ক্ষতকর লালাস্রাব, উহাতে শ্লৈষ্মিক ঝিল্লী, জিহ্বা এবং মুখগহ্বরে ক্ষত জন্মে, রক্তস্রাব হয়। 

স্বরলোপ, সম্পূর্ণ স্বরলোপ, উত্তর-পশ্চিম বায়ুস্রোতে উম্মুক্ত থাকার ফলে ( একোন, হিপার);  গান করার ফলে (আর্জ নাই, কষ্টি, ফস, সেলিনি)। 

ধর্মযাজকদিগের গলক্ষত, স্বর ভাঙ্গা ভাঙ্গা, অনিশ্চিত, আয়ত্তে রাখা সম্ভব হয় না, অবিরত পরিবর্তিত হয়; কথা বলায়, বক্তৃতা করায় অথবা গান করায় বৃদ্ধি। বক্তা, গায়ক এবং অভিনেতাদিগের গলক্ষত। 

আরক্ত-জ্বরে দ্বিতীয় বা তৃতীয়বার মরা চামড়া উঠা। 

টাইফয়েড লক্ষণযুক্ত আরক্ত-জ্বর, তৎসহ বোধশূণ্যতা, সামান্য বা অবরুদ্ধ মুত্র, মূত্রবিকারের সম্ভাবনা। 

সাংঘাতিক আরক্ত-জ্বর ও ডিপ্থেরিয়ায় মুখগহ্বর ও নাসিকার ক্ষতই ইহার পরিচায়ক লক্ষণ। 

সম্বন্ধ- শুষ্ক স্বরভঙ্গযুক্ত, ক্রুপ সদৃশ কাশিতে হিপার ও নাই এসিডের পর উপযোগী। প্রাতঃকালীন স্বরভঙ্গ ও বধিরতায় এবং আরক্ত-জ্বরে হিপার ও কষ্টিকামের পর উপযোগী। এই ঔষধের নিম্নক্রম বা ঘন ঘন প্রয়োগ করা উচিত নয়, তাহাতে মন্দ ফল প্রকাশ পাইতে পারে। 

উচ্চক্রমের ঔষধ দ্রুতক্রিয়াশীল ও ফলপ্রদ। 

[হোমিওপ্যাথিক শক্তিকৃত ঔষধ- Arum Triphyllum 3Arum Triphyllum 6, Arum Triphyllum 200 ]

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.