Header Ads

এম্ব্রা গ্রিসিয়া ( Ambra Grisea) [ Ambr - এম্বার ]

এম্ব্রা গ্রিসিয়া ( Ambra Grisea- Ambr)  [এম্বার]
Ambra Grisea- Ambr

এম্ব্রা গ্রিসিয়া ( Ambra Grisea)  [ এম্বারগ্রিস নামক তিমি-মাছের দেহ হইতে নির্গত পদার্থ] 

যে সকল শিশু বিশেষতঃ যুবতী উত্তেজনাপ্রবণ, স্নায়বিক এবং দূর্বল তাহাদের পক্ষে উপযোগী। বৃদ্ধ ব্যক্তির স্নায়বিক পীড়া; স্নায়ুসমূহ “জীর্ণ” হইয়া গিয়াছে এরূপ অবস্থা। 

কাল, পাতলা, ক্রমশঃ শীর্ণ হইয়া পড়িতেছে এরূপ ব্যক্তি, যাহাদের সহজেই সর্দি লাগে। 

অত্যন্ত বিষাদভাব, দিনের পর দিন বসিয়া বসিয়া ক্রন্দন করে। 

বৈষয়িক কর্মের গোলযোগের ফলে ঘুমাইতে পারে না, উঠিয়া বসিয়া থাকিতে হয়। ( একটিয়া, সিপিয়া)। 
জিহ্বার নিচে আব সহ দূর্গন্ধযুক্ত নিঃশ্বাস ( থুজা

উদরের মধ্যে শীতলতার অনুভূতি ( ক্যাল্ক কার্ব)। 

মলত্যাগকালে কাহারও উপস্থিতি এমন কি সেবাকারীর উপস্থিতিও সহ্য করিতে পারে না। বার বার নিষ্ফল মলবেগ উহাতে রোগিনী উৎকন্ঠিত হইয়া উঠেন। 

সামান্য ঘটনায়, যথা কিছুদূর হাঁটা, কঠিন মলত্যাগ প্রভৃতির ফলে দুই ঋতুর মধ্যবর্তীকালে রক্তস্রাব হয়। 

প্রদরস্রাব, ঘন নীলভ সাদা শ্লেষ্মা, বিশেষভাবে অথবা কেবলমাত্র রাত্রিকালে (কষ্টি, মার্ক, নাই এসি)। 

প্রবল কাশি, আক্ষেপজনক, ধমকে ধমকে উপস্থিত হয়, তৎসহ উদ্গার এবং স্বরভঙ্গ-কথা বলায়, উচ্চস্বরে পড়িলে বৃদ্ধি ( ড্রসেরা, ফস), সন্ধ্যাকালে শ্লেষ্মা উঠে না কিন্তু সকালে উঠে ( হায়স); হুপিংকাশি কিন্তু উহাতে শ্বাসগ্রহণকালে ফোঁ ফোঁ শব্দ হয় না। 

সম্বন্ধ- সমগুণ-একটিয়া, এসাফ, কোকা, ইগ্নে, মস্কাস, ফস, ভেলেরি। 

উপচয়- উষ্ণ পানীয়ে, গরম ঘরে, সঙ্গীতে, শয়ন করিলে, পড়িলে বা জোরে কথা বলিলে বহু লোকের উপস্থিতিতে, নিদ্রাভঙ্গে। 

উপশম- আহারের পর, ঠান্ডা বাতাসে, ঠান্ডা খাদ্য পানীয়ে, শয্যা হইতে উঠিলে। 

হোমিওপ্যাথিক ঔষধ শক্তি- Ambra Grisea 3, Ambra Grisea 30, Ambra Grisea 200 ] 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.