Header Ads

এমোনিয়াম মিউরিয়েটিকাম (Ammonium Muriaticum) [Am-m - এমন মিউর]

এমোনিয়াম মিউরিয়েটিকাম (Ammonium Muriaticum) [Am-m - এমন মিউর]
Ammonium Muriaticum
এমোনিয়াম মিউরিয়েটিকাম (Ammonium Muriaticum)      [Am-m - এমন মিউর]
[নিশাদল, স্যাল এমোনিয়াক] 

বিশেষতঃ সেই সকল লোকের পক্ষে উপযোগী যাহারা মোটা এবং অলস, অথবা যাহাদের দেহ বৃহৎ ও স্থূল (fat and sluggish) কিন্তু পা দুটি সরু। 

পানির মত বিদাহী সর্দি(acrid coryza), উহাতে ঠোটে ক্ষতের তৈরী হয় (এলিয়াম সেপা)। 

ঋতুকালে- উদরাময় ও বমি, অন্ত্র হইতে রক্তাক্ত স্রাব (ফস), পায়ের পাতায় স্নায়ুশূল; রজঃস্রাব রাত্রিকালে অধিক (বোভিষ্টা)- শুইলে অধিক- ক্রিয়োজোট। 

দূর্দম্য কোষ্ঠবদ্ধতা(Obstinate constipation), সেই সাথে অতিরিক্ত অধঃবায়ু (flatus)। 

শক্ত মল, ভাঙ্গিয়া ভাঙ্গিয়া নির্গত হয়, মলত্যাগে অত্যন্ত বেগ দিতে হয়, মলদ্বারের নিকট হইতে মল খন্ড খন্ড হইয়া পড়ে (ম্যাগ মিউর); মলের বর্ণের পরিবর্তন হয়। দুইবারের মল একরূপ হয় না (পালস)। 

অর্শ, ক্ষতবত বেদনা ও চিড়িক মারা, তৎসহ জ্বালা এবং হুলবিদ্ধবৎ যন্ত্রণা ( ইষ্কিউ, সালফ); বিশেষতঃ প্রদর স্রাব (leucorrhoea) চাপা পড়ার পর অর্শ। 

প্রদর স্রাব (leucorrhoea) ডিম্বের শ্বেতাংশের ন্যায়, স্রাব হইবার পূর্বে নাভির চতুর্দিকে কামড়াইতে থাকে, বাদামীবর্ণ, পিচ্ছিল, বেদনাশূণ্য স্রাব, প্রত্যেকবার প্রস্রাবের পর নির্গত হয়। 

পৃষ্ঠে উভয় স্কন্ধের (scapulae) মধ্যে শীত অনুভব করে (ল্যাকে)। 

চলিবার শুরুতে হাঁটুর পেশী (Hamstrings) বেদনান্বিত পরে হ্রাস বোধ হয়, পেশিগুলি যেন ছোট হইয়া গিয়াছে, সন্ধিস্থানগুলিতে এরূপ টানটানভাব (কষ্টি, সাইমেক্স)। 

পায়ের পাতয় দুর্গন্ধ ঘাম ( এলু, গ্র্যাফাই, সোরিন, স্যানিক, সাইলি)। 

সম্বন্ধ-ইহার পর এন্টিম ক্রুড, ফস, পালস, সোরিন, স্যানিকি ভাল কাজ করে। 

[শক্তি - ৩০, ২০০ ] 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.