Header Ads

গ্র্যাফাইটিস (Graphites) [ ব্ল্যাক লেড, কৃষ্ণ সীসক] [ Graph - গ্র্যাফাই ]

গ্র্যাফাইটিস (Graphites) [ ব্ল্যাক লেড, কৃষ্ণ সীসক]
গ্র্যাফাইটিস (Graphites) [ ব্ল্যাক লেড, কৃষ্ণ সীসক] 

গ্র্যাফাইটিস (Graphites) [ ব্ল্যাক লেড, কৃষ্ণ সীসক] 

[Homeopathic Medicine Graphites is used as a constitutional agent, Seborrhea, Loss of Hair, Dry Eczema and Rhagades, Psoriasis. Blepharoconjunctivitis, Hardeolum, Chronic Constipation, Colica Mucosa, Scar condition. Work on Skin, External eye, Hair and Nails, Rectum.]

মোটা হওয়ার প্রবণতাযুক্ত স্ত্রীলোক, যাহারা স্বভাবতঃই কোষ্ঠবদ্ধতায় ভোগে, তৎসহ বিলম্বিত ঋতুস্রাবের ইতিহাস থাকে, তাহাদের পক্ষে উপযোগী। 



“যৌবনোদ্গমকালে যেরূপ পালসেটিলা, রজোনিবৃত্তিকালে সেইরূপ গ্র্যাফাইটিস উপযোগী ঔষধ।” 

অতিশয় সতর্ক, ভীরূস্বভাব, সববিষয়েই ইতস্ততঃ করে, কোন বিষয় সম্বন্ধেই স্থির মীমাংসা করিতে পারে না (পালস)। 
কাজে বসিলে হাত-পা চঞ্চল হইয়া পড়ে ( জিঙ্ক)। 

বিষন্ন, হতাশ,রোগিনী গান শুনিলে ক্রন্দন করিতে থাকেন, একমাত্র মৃত্যু ব্যতীত অন্য চিন্তা করে না (সঙ্গীত অসহ্য বোধ হয়-নেট্রাম কার্ব, স্যাবাইনা)। 

চক্ষুর পাতায় একজিমা, উদ্ভেদগুলি আর্দ্র ও ফাটা, চক্ষুর পাতা লাল, কিনারাগুলি আইস বা মামড়ীর ন্যায় পদার্থ দ্বারা আবৃত থাকে। 

অতিরিক্ত ইন্দ্রিয়চালনার ফলে জনেনেন্দ্রিয়ের দূর্বলতা। 

ঋতুস্রাব, অতি সামান্য, ফ্যাকাসে বর্ণ, বিলম্বিত, তৎসহ তীব্র শূল-বেদনা। ঋতুস্রাব অনিয়মিত, পায়ে জল লাগাইবার ফলে নিয়মিত সময় হইতে পিছাইয়া যায় (পালস)। 

ঋতুস্রাবকালে প্রাতঃকালীন বিবমিষা, রোগিনী অত্যন্ত দূর্বল ও অবসন্ন হইয়া পড়েন ( এলু, কার্ব এনি, কক্কিউর)। 

প্রদরস্রাব, বিদাহী, ক্ষতকর, দিবারাত্র ঝলকে ঝলকে নির্গত হয়। ঋতুর পূর্বে বা পরে দেখা দেয় (পূর্বে দেখা দিলে-সিপিয়া; পরেদ দেখা দিলে ক্রিয়োজোট)। 

স্তনের ফোঁড়া আরোগ্য হইবার পর কঠিন ক্ষতচিহ্ন থাকিয়া যায়, উহাতে দুগ্ধস্রাবে বাধা জন্মে। পুরাতন ক্ষতকলঙ্ক বা পুনঃপুন ফোঁড়া হওয়ার ফলে স্তনের ক্যান্সারে রোগ। 

চর্ম অসুস্থ; প্রত্যেকটি আঘাতের স্থান পাকিয়া উঠে (হিপার); পুরাতন ক্ষতচিহ্ন নূতন করিয়া পুঁজ জন্মিয়া ফাটিয়য়া যায়; কানের উপর, হাতের ও পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঁকে, শরীরের বিভিন্ন অংশে উদ্ভেদ প্রকাশ পায়, উহা হইতে জলের মত স্বচ্ছ, আঠার ন্যায় রসানি চুয়াইতে থাকে। 

নখগুলি ভঙ্গুর, ভাঙ্গিয়া পড়ে, বিকৃত হইয়া যায় (এন্টিম ক্রুড); নখগুলি ব্যথাযুক্ত, যেন ক্ষত জন্মিয়াছে এররূপ বেদনাযুক্ত, পুরু এবং কুগঠিত। 

নখের অগ্রভাগে, স্তনবৃন্তে, ওষ্ঠের সংযোগস্থলে, মলদ্বারে, পদাঙ্গুলির ফাঁকে ফাঁকে ছিড়িয়া যায় অথবা ফাটিয়া যায়।

মস্তকশীর্ষে একটি গোলাকার স্থানে জ্বালা করে ( ক্যাল্ক কার্ব, সালফ-স্থানটি শীতল-সিপিয়া, ভিরেট্রাম)। 
মূর্ছারোগগ্রস্তের অবস্থা, রোগীর জ্ঞান থাকে কিন্তু নড়িবার বা কথা বলিবার শক্তি থাকে না। 

সহজেই সর্দি লাগে, বায়প্রবাহে অত্যনুভূতিযুক্ত ( বোরাক্স, ক্যাল্ক কার্ব, হিপার, নাক্স); পীড়িত অঙ্গ শীর্ণ হইতে থাকে। 

গোলমালের মধ্যে, ঘোড়ার গাড়ী বা মোটর গাড়ী চলিলে যখন ঘড় ঘড় শব্দ হইতে থাকে, তখন ভাল শুনিতে পায়  (নাই এসি)। 

উদরাময়, মল বাদামীবর্ণ, তরল, উহার মধ্যে অজীর্ণ পদার্থ থাকে এবং একপ্রকার অসহ্য গন্ধ ছাড়িতে থাকে; প্রায়ই উদ্ভেদ বসিয়া গিয়া উদরাময় দেখা দেয় ( সোরিন)। 

পুরাতন কোষ্ঠবদ্ধতা, মলত্যাগ করিতে কষ্ট হয়, বৃহৎ, শক্ত, গাঁট গাঁট মল; অনেকগুলি দলা দলা মল সূত্রবৎ আমের সাহায্যে জোড়া থাকে, এত বড় যে বাহির হইতে চায় না ( সালফ), মলত্যাগের পর মল দ্বারে চিড়িকমারা ও ক্ষতবৎ বেদনা দেখা দেয়। 

শিশু নির্লজ্জ, অবাধ্য, ভৎসনা করিলে হাসিতে থাকে। 

কপালের উপর যেন েএকখানি মাকড়সার জাল রহিয়াছে এরূপ অনুভূতি; রোগী উহা অপসৃত করিবার জন্য চেষ্টা করে ( ব্যারা কার্ব, বোরাক্স, ব্রোমিয়াম, র‌্যানান স্কেল )

দহকর ইরিসিপ্লাস, মুখের উপর জন্মে, তাহাতে জ্বালা ও হুল বিদ্ধবৎ যন্ত্রণা, দক্ষিণ পার্শ্বে আরম্ভ হইয়া বাম পার্শ্বে বিস্তৃত হয়; আয়োডিন লাগানর পর বিসর্প। 

সঙ্গম বিষয়ে সুনিশ্চিত বীতস্পৃহা ( স্ত্রী-পুরুষ উভয় জাতির)। 

সম্বন্ধ-অনুপুরক-কষ্টি, হিপার, লাইকোলাইকোপালসের পর গ্র্যাফাইটিস ভাল খাটে। যুবতী স্ত্রীলোকদিগের মোট হওয়া রোগে যথেষ্ট পারিমাণে অস্বাস্থ্যকর মেদময় তন্তু থাকিলে ক্যাল্কেরিয়ার পর গ্র্যাফাইটিস ব্যবহার্য। চর্মরোগে সালফারের পর এবং বেগে নির্গত প্রদরস্রাবে সিপিয়ার পর গ্রাফাইটিস ভাল কাজ করে। 

ঋতুস্রাব সংক্রান্ত গোলযোগে লাইকোপালসের সমগুণ। 

উপচয়-রাত্রিকালে, ঋতুস্রাবকালে এবং পরে।

[শক্তি-৩০, ২০০ ] 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.