Header Ads

টেরিবিন্থ (Terebinth) [টেরিবি-Tereb]

টেরিবিন্থ (Terebinth) [টেরিবি-Tereb]

হোমিওপ্যাথিক ঔষধ টেরিবিন্থ (Terebinth) [টেরিবি-Tereb] 

[তার্পিন তৈল] 

প্রস্রাবে ভায়লেট ফুলের গন্ধ।
জিহ্বা মসৃণ, চকচকে লাল, মনে হয় যেন জিহ্বাকন্টকগুলি উঠিয়া গিয়াছে, যেন পালিশ করা হইয়াছে (পাইরো)। জিহ্বাকন্টকগুলি উন্নত, জিহ্বার উপরকার লেপ তালি তালিভাবে ছালের ন্যায় উঠিয়া গিয়া উজ্জ্বল লালবর্ণ স্থানগুলি বাহির হইয়া পড়ে অথবা সহসা সমগ্র লেপটি উঠিয়া গিয়া (চর্মপুষ্পিকা রোগে) শুষ্ক ও লালবর্ণ ধারণ করে; জিহ্বার অগ্রভাগ জ্বালা করিতে থাকে ( তুলনা কর- মিউ এসি)।

উদর অত্যন্ত স্পর্শকাতর, পেটফাঁপা, বায়ুস্ফীতি, অত্যন্ত বায়ু জমা, উধরাধান (কলচি)।

উদরাময়- মল জলের মত, সবুজাভ, শ্লেষ্মাযুক্ত; ঘনঘন, প্রচুর দুর্গন্ধ, রক্তাক্ত, উহাতে মলদ্বার ও সরলান্ত্র জ্বালা করে। মলত্যাগের পর মুর্ছাভাব ও অবসন্নতা (আর্স)।

ক্রিমি-তৎসহ দুর্গন্ধ নিশ্বাস, কন্ঠরোধ (সিনা, স্পাইজি), শুষ্ক, খকখকে কাশি, মলদ্বারে শুড়শুড় করে; ক্ষুদ্র কৃমি, বড় কৃমি, ফিতা কৃমি উহার খন্ডগুলি মলের সহিত নির্গত হয়।

রক্তমূত্র; রক্ত মুত্রের সহিত সস্পূর্ণভাবে মিশ্রিত থাকে, মূত্রের তলানি কফিচুর্ণের ন্যায়, ঘোলাটে ধূম্রবর্ণ, এলবুমেনযুক্ত, প্রচুর কালচে বা কাল যন্ত্রণাশূণ্য মূত্র।

দেহাভ্যন্তরস্থ যন্ত্রসমূহে- মূত্রগ্রন্থি, মূত্রস্থলী, ফুসফুস, অন্ত্র, জরায়ুতে রক্তসঞ্চয় ও প্রদাহ, তৎসহ রক্তস্রাব এবং রোগটি সাংঘাতিক হইয়া উঠার প্রবণতা।

রক্তস্রাবী ধূম্ররোগ, দিন দিন নুতন নুতন অধিকসংখ্যক কালিমাচিহ্ন প্রকাশ পাইতে থাকে (সালফ এসি)।
সর্বাঙ্গীণ শোথের সহিত জলোদরী রোগ; মূত্রগ্রন্থির যান্ত্রিক পরিবর্তন হইতে উৎপন্ন হয়; আরক্ত-জ্বরের পরবর্তী শোথরোগ (এপিস, হেলিবো, ল্যাকে)।

অন্ত্র হইতে রক্তস্রাব, তৎসহ ক্ষত, ক্ষত অথবা অন্ত্রের অন্তঃত্বকের অপকর্ষহেতু অপ্রবল কালচে রক্তস্রাব।

মূত্রগ্রন্থি, মূত্রস্থলী ও মূত্রনালীতে তীব্র জ্বালাকর, টানিয়া ধরার ন্যায় বেদনা (বার্বোরিস, ক্যানা স্যাট, ক্যান্থা)।

মূত্রস্থলীতে তীব্র জ্বালা এবং টানিয়া ধরার ন্যায় বেদনা, কুন্থন; নিম্নোদর স্পর্শকাতর হইয়া উঠে; মূত্রাশয় প্রদাহ এবং মূত্রাশয়ের তলদেশের দূর্বলতা হইতে মূত্রাবরোধ।

এলবুমেনযুক্ত মূত্র; তরুণ প্রাথমিক অবস্থা, যখন শক্ত ছাঁচ ও অন্তঃত্বক অপেক্ষা রক্ত ও অন্ডলালের পরিমাণই অধিক থাকে; ডিপথেরিয়া, আরক্ত-জ্বর ও টাইফয়েডের পরবর্তী অন্ডলাল মূত্র।

মূত্রের মধ্যে যথেষ্ট এলবুমেন ও রক্ত কিন্তু শক্ত ছাঁচ খুব অল্পই থাকে; আর্দ্র গৃহে বাস করায় বৃদ্ধি।

মূত্রকৃচ্ছ, আক্ষেপিক মূত্রাবরোধ। 

সম্বন্ধ-তুলনীয়-এলুমেন, আর্নিকা, আর্স, ক্যান্থা, ল্যাকে, নাই এসি। 

ম্যালেরিয়া জ্বর ও আফ্রিকাদেশীয় জ্বরের ইহা একটি প্রতিষেধক বলিয়া বর্ণিত হইয়াছে। 

[শক্তি- ৩X, ৬] 
[তথ্যসূত্র-কিনোটস অব লিডিং রেমিডিস-ডাঃএইচ.সি. এলেন, এম.ডি]

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.