Header Ads

ব্যাপ্টিসিয়া টিঙ্কটোরিয়া (Baptisia Tinctoria) [বন্যনীল গাছ]

হোমিওপ্যাথিক ঔষধ ব্যাপ্টিসিয়া টিঙ্কটোরিয়া (Baptisia Tinctoria) এর লক্ষণ ব্যবহার ও ঔষধ সম্পর্ক।  ভিন্ন নাম বন্যনীল গাছ

হোমিওপ্যাথিক ঔষধ ব্যাপ্টিসিয়া টিঙ্কটোরিয়া (Baptisia Tinctoria) এর লক্ষণ ব্যবহার ও ঔষধ সম্পর্ক। 

ভিন্ন নাম বন্যনীল গাছ


রসপ্রধান ধাতুর লোকের পক্ষে উপযোগী। 

অত্যন্ত অবসন্নতা, তৎসহ দৈহিক তরল পদার্থসমূহের পচন সম্ভাবনা (পাইরো); শ্লৈষ্মিক ঝিল্লীতে ক্ষত জন্মানর প্রবণতা। 

দেহের সকল প্রকার বাষ্পোদ্গম ও স্রাব দুর্গন্ধযুক্ত, বিশেষতঃ টাইফয়েড এবং অন্যান্য তরুণ রোগে; শ্বাসবায়ু, মল, মূত্র, ঘর্ম, ক্ষত সবকিছুই দুর্গন্ধ (সোরিন, পাইরো)। 

মানসিক শ্রমে অনিচ্ছা, চিন্তা করিবার শক্তির অভাব অথবা প্রবৃত্তিহীনতা। 

সম্পূর্ণ ঔদাসীন্য; কিছুই করিতে চায় না, কোন কার্যে মনোনিবেশ করিবার শক্তি থাকে না। 

আচ্ছন্ননিদ্রা, কেহ তাহাকে কিছু বলিতেছে  এরূপ সময়ে অথবা সে কোন প্রশ্নের উত্তর দিতেছে ্এরূপ সময়ে নিদ্রিত হইয়া পড়ে (কোন কিছু জিজ্ঞাস করিলে ঠিক উত্তর দেয় কিন্তু তৎক্ষণাৎ প্রলাপযুক্ত হইয়া পড়ে-আর্ণিকা)। 

জিহ্বা প্রথমে লালবর্ণ, জিহ্বাকন্টকের সহিত সাদা লেপযুক্ত থাকে, জিহ্বার মধ্যস্থান হরিদ্রাভ বাদামীবর্ণ থাকে কিন্তু পরে জিহ্বা শুষ্ক, ফাটাফাটা এবং ক্ষতযুক্ত হইয়া পড়ে। 

মুখমন্ডল আরক্তিম, কালচে, গাঢ় লাল বর্ণ, তৎসহ মাতালের ন্যায় মূঢ়তাব্যঞ্জক মুখশ্রী ( জেলস)। 

কেবলমাত্র তরল দ্রব্য গিলিতে পারে ( ব্যারা কার্ব), সামান্য শক্ত খাদ্যও গলায় আটকাইয়া যায় (তরল দ্রব্য গিলিতে পারে কিন্তু উহাতে অপ্রবৃত্তি-সাইলি)। 

বেদনাশূণ্য গলক্ষত; টনসিলদ্বয়, কোমল তালূ এবং কর্ণমূলগ্রন্থি গাঢ় লাল, স্ফীত, পচাগন্ধ, দুর্গন্ধস্রাবযুক্ত (ডিপথেরিনাম)। 

বৃদ্ধ ব্যক্তিদের আমাশয়, শিশুদের উদরাম, বিশেষতঃ যখন উহা অত্যন্ত দুর্গন্ধযুক্ত (কার্বভেজ, পডো, সোরিন)। 

রোগী ঘুমাইতে পারে না, কারণ সে যেন নিজেকে একত্র করিতে পারে না, মনে হয় যেন মাথা অথবা শরীর বিছানার উপরে ছড়াইয়া রহিয়াছে; বিক্ষিপ্ত দেহাংশগুলিকে একত্র করিবার জন্য বিছানায় গড়াগড়ি দিতে থাকে; সে মনে করে যেন সে তিনজন হইয়া পড়িয়াছে, তাহাদিগকে আবৃত করিতে পারিতেছে না ( পেট্রল)। 

সে যে অবস্থানেই শয়ন করুক না কেন, যে অংশের উপর ভর দিয়া শয়ন করুক না কেন, তাহাই ক্ষততাযুক্ত ও থেৎলানর ন্যায় মনে হয় (পাইরো; আর্ণিকা ও পাইরোর সহিত তুলনা কর)। 

টাইফয়েড রোগে শয্যাক্ষত (আর্নিকা, নিউ এসি, পাইরো)। 

সম্বন্ধ- জ্বরের প্রথম অবস্থায় অসুস্থতাবোধ, স্নায়বিকতা, মুখমন্ডলের  আরক্ততা, নিদ্রালুতা এবং পেশীসমূহে ক্ষততাবোধ লক্ষণে আর্ণিকা, আর্স, ব্রায়ো ও জেলস সদৃশ। 

যখন আর্স, টাইফয়েড বা টাইবাস রোগে অন্যায়ভাবে অথবা তি ঘন ঘন প্রযুক্ত হইয়াছে, তখন উপযোগী। টাইফয়েড ও টাইফাস রোগের রক্তস্রাবে ব্যাপ্টিসিয়ার পর ক্রেটেল, হোমামে, নাই এসি এবং টেরিবিন্থ ভাল কাজ করে। 
[শক্তি 1X, 3X, 30 ]

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.