Header Ads

পেট্রোলিয়াম (Petroleum) [খনিজ তেল]

হোমিওপ্যাথিক ঔষধ পেট্রোলিয়াম (Petroleum) এর লক্ষণ ব্যবহার প্রয়োগ ক্ষেত্র ঔষধ সম্পর্ক।।

হোমিওপ্যাথিক ঔষধ পেট্রোলিয়াম (Petroleum) এর লক্ষণ ব্যবহার প্রয়োগ ক্ষেত্র ঔষধ সম্পর্ক।। 

যে-সকল ব্যক্তির চুল ও চর্ম পাতলা, যাহারা উত্তেজনাপ্রবণ, ঝগড়াটে প্রকৃতির (নাক্স), সামান্য ব্যাপারে সহজেই অপমানিত বোধ করে ( ইগ্নে, মেডোর); সবকিছুতেই বিরক্তবোধ করে, তাহাদের পক্ষে উপযোগী। 

ঘোড়ার গাড়ি, রেলগাড়ি অথবা জাহাজে চড়িয়া বেড়ানর জন্য রোগ সমূহ (কক্কিউলাস, স্যানিকি)। 

যে সকল পীড়া ঝড়-বিদ্যুতের পূর্বে ও সময়ে বাড়িয়া উঠে (নেট্রাম কার্ব, ফস, সোরিন)। 

রোগলক্ষণগুলি দ্রুত উপস্থিত হয় এবং দ্রুত চলিয়া যায় (বেল, ম্যাগ ফস; বিপরীত প্লাটিনা, ষ্ট্যানাম)। 

নিদ্রা অথবা বিকারের মধ্যে মনে করে যেন তাহার একখানি পা দুইখানি হইয়াছে; যেন অন্য একজন লোক এইক শয্যায় তাহার পার্শ্বে শুইয়া আছে; যেন তাহার শয্যার মধ্যে দুইটি সন্তান রহিয়াছে (ভেলেরি)। 

শয্যা হইতে উঠিলেই শিরোঘূর্ণন (ব্রায়ো); মস্তকের পশ্চাতে, মনে হয় যেন সে মাতাল হইয়াছে; সমূদ্রপীড়ার ন্যায় (কক্কিউল)। 

শিরঃপীড়া-মস্তকের পশ্চাৎ দিকে, উহা সীসার ন্যায় ভারি মনে হয়, বেদনা চাপনবৎ, দপদপকরে, মনে হয় যেন মাথার মধ্যে সব কিছুই জীবন্ত। অসাড়, থেৎলানবৎ বেদনা, মনে হয় যেন মাথাটি কাঠ দিয়া নির্মিত। 

পাকাশয়শূল-গর্ভকালীন, তৎসহ চাপনবৎ, টানিয়া ধরার ন্যায় বেদনা; পাকস্থলী যখনই খালি থাকে তখনই বেদনা করে, অবিরত আহার করিলে উপশম (এনাকার্ডি, চেলিডো, সিপিয়া)। 

উদরাময়; হলদে জলের ন্যায়, সবেগে নির্গত; বাঁধাকপি বা টক ফল খাওয়ার পর উদরাময়; গর্ভাবস্থায় উদরাময়, ঝড় বৃষ্টির সময় উদরাময়; সব সময়েই উদরাময় দিবাভাগে। 

সমস্ত শরীরের চর্ম বেদনাপূর্ণ স্পর্শকাতর; সর্বপ্রকার কাপড় চোপড়ের স্পর্শে ব্যথা লাগে, সামান্য আঘাতের স্থান পাকিয়া উঠে।

হাতের চর্ম কর্কশ, ফাটা ফাটা; প্রত্যেক শীতকালে হাতের আঙ্গুলের অগ্রভাগ ফাটে ও কর্কশ হয়; পায়ের পাতার কোমলতা, উহা দুর্গন্ধযুক্ত ঘর্মে সিক্ত থাকে ( গ্র্যাফাই, স্যানিকি, সাইলি)। 

ইন্দ্রবিদ্ধা (দাদ্রু), জননেন্দ্রিয়স্থান, উহা উহা মূলধার ও ঊরুদেশ পর্যন্ত বিস্তৃত হয়, চুলকায়, লাল হইয়া উঠে; চর্ম ফাটিয়া যায়, কর্কশ এবং রক্তস্রাবী হয়; শুষ্ক অথবা সিক্ত থাকে। 

হস্ত ও পদের তালুতে উত্তাপ ও জ্বালা (স্যাঙ্গুই, সালফ)। 

স্ত্রী, পুরুষ উভয়েরই বহির্জননেন্দ্রিয়ে ঘর্ম ও সিক্ততা। 

বেদনাপূর্ণ ও চুলকানিযুক্ত পাদদারী এবং হাতফাটা; শীতকালে বৃদ্ধি; শয্যাক্ষত। 

হৃৎপিন্ডের নিকটে শীতলতার অনুভূতি (কার্ব এনি, কেলি মিউর, নেট্রাম মিউর)। 

সম্বন্ধ- সীসক বিষক্ততার একটি সর্বোৎকৃষ্ট প্রতিবিষ। চর্মলক্ষণগুলি শীতকালে বর্ধিত হয় এবং গ্রীষ্মকালে ভাল থাকে (এলু); চর্মরোগ চাপা পড়িয়া উদরাময় দেখা দেয়। 

উপচয়-গাড়ী চড়িলে (কক্কিউল, স্যানিকি); ঝড়-বিদ্যুতের সময়; শীতকালে (এলু)। 

শক্তিঃ-

Petroleum 12

Petroleum 30

Petroleum 200


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.