Header Ads

গ্লোনইন (Glonoine) [ গ্লোন - Glon ]

গ্লোনইন (Glonoine) [ গ্লোন - Glon ]

Glonoinum (Glonoin) [C3H5N3O9] 

[ নাইট্রো-গ্লিসারিন নামক যৌগিক পদার্থ ]

[Glonoine is indicated for angina pectoris, hypertension, insolation / sunburn / sunstroke meningism, meniere's disease, migraine, congestion in the head, glaucoma ]  

স্নায়বিক প্রকৃতি, রক্তপ্রধান(plethoric), উজ্জলকান্তি(florid), অনুভূতিপ্রবণ স্ত্রীলোক; সহজেই অভিভুত হয় এরূপ পুরুষ। 
মানসিক উত্তেজনা, ভয় পাওয়া, ভয় করা ও যান্ত্রিক আঘাত প্রাপ্তির কুফল; এবং ঐ সকলের গৌণ পরিণতি, চুল কাটার পর পীড়িত হওয়া (একোন, বেল)। 

গ্যাসের আলোকে কাজ করার সময় মাথার উপরে তাপ পড়ার ফলে শিরোরোগ। মাথার চারিদিকে উত্তপ, ষ্টোভের উত্তাপ, রৌদ্রতাপে ঘুরিয়া বেড়ান সহ্য হয় না (ল্যাকে, নেট্রাম কার্ব)। 

মস্তকে রক্তসঞ্চয় অথবা একবার মস্তকে একবার হৃৎপিন্ডে পর্যায়ক্রমে রক্তসঞ্চয়। 

মাথা অত্যন্ত বড় বলিয়া মনে হয়, মাথার খুলিটি যেন মস্তিস্কের তুলনায় যথেষ্ট ছোট হইয়া পড়িয়াছে; সর্দিগর্মি ও সূর্যাবর্ত শিরঃপীড়া, প্রত্যেহ সূর্যোদয় ও সূর্যাস্তের সহিত বাড়ে ও কমে (ক্যাল মি, নেট্রাম কার্ব

নাড়ীর স্পন্দনের সহিত তালে তালে মস্তকে ভয়ানক আঘাত লাগিতে থাকে। দপ্দপকর ও স্পন্দনযুক্ত শিরঃপীড়া, রোগী দুই হাতে মাথা চাপিয়া ধরে শয়ন করিতে পারে না,
“বালিশ যেন আঘাত করিতে থাকে।” 
মস্তিস্ক অত্যন্ত বড়, পূর্ণ ও ফাটিয়া যাওয়ার ন্যায় বোধ হয়,মনে হয় যেন রক্ত উপরদিকে উৎক্ষিপ্ত হইতেছে, প্রত্যেক ঝাঁকনিতে, পদক্ষেপে নাড়ীর স্পন্দনে দপদপ করে। 

বিলম্বিত বা অবরুদ্ধ ঋতুস্রাবের ফলে মস্তিস্কে প্রবল রক্তসঞ্চয়; ঋতুস্রাবের পরিবর্তে শিরঃপীড়া। 

জরায়ু হইতে প্রচুর রক্তস্রাবের ফলে শিরঃপীড়া; গর্ভবতী স্ত্রীলোক দিগের মস্তকের দিকে রক্তের প্রধাবন। 

ভয়ানক হৃৎস্পন্দর তৎসহ করোটি ধমনীদ্বয় দপদপ করে; হৃৎপিন্ডের ক্রিয়া কষ্টকৃত, বাধাপ্রাপ্ত, মনে হয় রক্ত ঋৎপিন্ডের দিকে প্রধাবিত হইতেছে এবং মস্তকের দিকে বেগে ছুটিতেছে। 

মস্তকে রক্তসঞ্চয় জনিত শিশুদের আক্ষেপ, দন্তোদ্গমকালে মস্তিষ্ক ঝিল্লীপ্রদাহ; যেরূপ ক্ষেত্রে বেলেডোন উপযোগী বলিয়া মনে হয়। 

সন্ধ্যাকালে উম্মুক্ত কয়লার আগুনের নিকটে বসিয়া থাকিয়া বা ঐ স্থানে ঘুমাইয়া পড়িবার ফলে শিশু পীড়িত হয়। 

রজঃনিবৃ্ত্তিকালে উত্তাপের ঝলক উঠে (এমিল নাই, বেল, ল্যাকে); রজঃস্রাবের সহিত উত্তাপের ঝলক উঠে (ফেরাম, স্যাঙ্গুই)। 

সম্বন্ধ-তুলনীয় এমিল নাই, বেল, ফেরাম, জেলস, মেলিলো, ষ্ট্যামো। 

উপচয়-সূর্যতাপে,  রৌদ্র উম্মুক্ত থাকিলে, গ্যাসের আলোকে, অত্যুত্তপ্ত হইলে, ঝাঁকি লাগিলে, অবনত হইলে, উপরে উঠিতে, টুপির স্পর্শে, চুল কাটিলে। 

[শক্তি- ৩, ৬ ] 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.